শুক্রবার ছুটির দিনে এথিক এর নাটক উৎপল দত্ত'র হাঁড়ি ফাটিবে। নির্দেশনা: মিন্টু সরদার
Schedule
Fri, 15 Aug, 2025 at 07:15 pm
UTC+06:00Location
স্টুডিও থিয়েটর , বাংলাদেশ জাতীয় শিল্পকলা একাডেমি , ঢাকা | Dhaka, DA
Advertisement
আগামী ১৫ আগস্ট শুক্রবার ছুটির দিনে মঞ্চায়িত হবে নাট্যদল এথিক এর অন্যতম সমাদৃত মঞ্চ প্রযোজনা উৎপল দত্ত'র কালজয়ী নাটক হাঁড়ি ফাটিবে। নতুন আঙ্গিকে নাটকটি নির্দেশনা দিয়েছেন মিন্টু সরদার এবং সহযোগী নির্দেশক মনি কানচন। নাটকটির ৯২ তম প্রদর্শনী হবে বাংলাদেশ শিল্পকলা একাডেমির স্টুডিও থিয়েটার হলে সন্ধ্যা ৭.১৫ টায়।
টিকেট মূল্য: ৫০০,৩০০ও ২০০ টাকা। টিকেট পাওয়া যাবে শো এর আগে
হল কাউন্টার বেলা ৫টা থেকে।
👉অগ্রীম টিকেট: ০১৭০৯ ৩৩২৮৩৯
👉অনলাইন বুকিং: https://rb.gy/gv8mpy
🌀সমাজের উপর তলার মানুষদের কুৎসিত অন্ধকার জীবনের মুখোশ উন্মোচন করার এ এক রোমাঞ্চকর অভিযানের গল্প ।। দূর্দান্ত অভিনয় সমৃদ্ধ নাটকটিতে অভিনয় করেছেন হাসান রিজভী, ভাবনা হাসান, সুকর্ন হাসান, মনিরুল হক ঝলক, মনি কানচন, দীপান্বিতা রায়, আজিম উদ্দিন, নাহিদ মুন্না, দিপেন, রাফী, আবীর বাবু ও মিন্টু সরদার।।
নাটকের আলোক পরিকল্পনা করেছেন ঠাণ্ডু রায়হান, মঞ্চ ও আবহ বিন্যাস মিন্টু সরদার, পোষাক আনিস আনন্দ, রূপ সজ্জায় শুভাশিষ দত্ত তন্ময় এবং প্রচ্ছদ পথিক পলাশ।।
সকলকে নাটক দেখার আমন্ত্রণ।।
Advertisement
Where is it happening?
স্টুডিও থিয়েটর , বাংলাদেশ জাতীয় শিল্পকলা একাডেমি , ঢাকা, Dhaka, BangladeshEvent Location & Nearby Stays: