শীতবস্ত্র, খেলাধুলাসহ ভিন্নরকম আয়োজন পথশিশুদের/সুবিধাবঞ্চিত মানুষের জন্য।

Schedule

Sun Dec 25 2022 at 10:00 am to Fri Jan 06 2023 at 04:00 pm

Location

Rabindra Sarobar, Dhanmondi Lake Road, Dhaka | Dhaka, DA

Advertisement
আসছে শীত....
তাই আমরাও প্রস্তুত হচ্ছি সুবিধাবঞ্চিত শীতার্ত মানুষের পাশে থাকার জন্য। শীতের জন্য অর্থ ডোনেশন অথবা পুরাতন/ নতুন কম্বল অগ্রীম সংগ্রহ চলছে।
কারো পাশে দাঁড়াতে খুব বেশি কিছু করার প্রয়োজন হয় না। কখনো ছোট একটি উদ্যোগ কারো জন্য হতে পারে অনেক সুন্দর ভাবে বেঁচে থাকার মাধ্যম।
প্রতি শীতেই শীতার্ত মানুষগুলোর মাঝে উষ্ণতা ছড়িয়ে দিতে শীতের শেষ পর্যন্ত আমরা শীতবস্ত্র বিতরণ চলমান রাখি। এবারো আমরা উদ্যোগ নিয়েছি শীতবস্ত্র বিতরণের। আপনেরাও খুব সহজেই আমাদের এ উদ্যোগে সামিল হতে পারেন। হাঁসি ফোটাতে পারেন এ শীতে যার শীতবস্ত্র নাই তার মুখে।
? শীতবস্ত্র বিতরণে স্পন্সর/সাহায্য-সহযোগিতা প্রয়োজন ?
যে যার অবস্থান থেকে ৫, ১০, ২০, ৫০, ১০০, ৫০০+ টাকা থেকে শুরু করে যে যা পারেন বিকাশ-নগদ-রকেটে সেন্ডমানি করতে পারেন অথবা ব্যাংকে পাঠাতে পারেন। বিস্তারিত জানতে ইভেন্ট লিংকে ক্লিক করে জেনে নিন।
আসুন এবারের শীতে ভালোবাসার উষ্ণতা ছড়াই!!
যোগাযোগঃ 01773883427 (বিকাশ, নগদ, রকেট)।
যারা ১ মুঠো খাবারের জন্য লড়াই করে পুরো পৃথিবীর সাথে, তাদের শীতবস্ত্র উপহার হিসেবে প্রতিবছরের মতো এবছরও পাশে থাকবো ইনশাআল্লাহ, চাইলে আপনিও আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টার অংশীদার হতে পারেন।
বরাবরের মতোই এবছরও “মানব কল্যাণ সংস্থা বাংলাদেশ” শীতবস্ত্র (কম্বল) উপহার হিসেবে অসহায় মানুষের নিকট পৌঁছে দেওয়ার প্রস্তুতি নিচ্ছে। প্রতি বছরে এই শীতের সময় শীতবস্ত্র ইভেন্টের মাধ্যমেই দেশ ব্যাপী আমাদের যেসব শাখা রয়েছে তাদের নিকট শীতবস্ত্র (কম্বল) প্রেরণ করি, তাদের নিজ অঞ্চলের অসহায় মানুষদের নিকট শীতবস্ত্র (কম্বল) প্রদানের জন্য।
“আপনার দান করা
সামান্য অনুদান,
বাঁচাতে পারে হাজারো
অসহায় মানুষের প্রাণ"
-‌এই স্লোগানকে সামনে রেখে এভাবেই সাহায্য-সহযোগীতার হাত বাড়িয়ে দিতে চাই সবসময় সুবিধাবঞ্চিত মানুষের জন্য। দানশীল যারা আছেন আপনাদের সহযোগীতা ছাড়া এটা সম্ভব হবে না কখনোই তাই আপনাদের প্রতি চির কৃতজ্ঞতা প্রকাশ করি সবসময়।
** যোগাযোগ নাম্বারঃ অফিসিয়াল নাম্বারঃ 01773883427, (01709328835 -মুরসালিন ইসলাম)।
আর্থিক সাহায্য পাঠাতে পারেন আমাদের সংগঠনের বিকাশ, রকেট, নগদ নাম্বার অথবা ডাচ্ বাংলা ব্যাংক, ইসলামিক ব্যাংক একাউন্টে।
★★ ডাচ্-বাংলা ব্যাংক একাউন্ট নাম্বারঃ
**DBBL Agent acc. No.[ 7017320764498 ]
Acc. Name: Md. Mahabub Hasan.
**DBBL Acc. no. [ 2751070002444 ]
Acc. Name: Md. Mahabub Hasan.
**Islamic Bank CellFin Account.
Md. Mahabub Hasan.
Account No.-[ 2050 136 67 00332503 ]
★★ টাকা পাঠিয়ে দেওয়ার পর পারলে আপনার নাম্বারের শেষ ৩ ডিজিট অথবা মেসেজ স্ক্রিনশট অথবা ব্যাংক স্লিপ আমাদের পেইজে অথবা মেইলে অথবা নাম্বারে পাঠিয়ে কনফার্ম করতে পারেন।
আমরা আপনার পাঠানো অর্থ বা যেকোনো জিনিস এর তথ্য আমাদের এই ইভেন্টে পোস্ট করবো এবং আপনাদের টাকার প্রতিটা হিসাব আমরা লাইভে এসে অথবা পোস্ট করে ডিটেইলস লিখে দিবো। প্রয়োজনে আপনি এসে নিজেই তদারকি করতে পারেন। বিশ্বাস রক্ষার্থে আমরা পুরো টাকার খরচসহ ডিটেইলস জানিয়ে দিবো যাতে আপনারা প্রতারণা থেকে নিজেকে দূরে রাখেন।
?আপনাদের সহযোগীতায় আমাদের এই ইভেন্টে যা যা কার্যক্রম সমূহ থাকবেঃ
✅ শীতবস্ত্র বিতরণ;
✅ সুবিধাবঞ্চিত শিশুদের হাতে মেহেদি রাঙিয়ে দিয়ে মেহেদি উৎসবের মাধ্যমে ওদের সাথে আনন্দ উপভোগ করা;
✅ পথশিশুদের নিয়ে বনভোজনের আয়োজন;
✅ পথশিশুদের মাঝে আই-কিউ টেস্ট, খেলাধুলাসহ(যেমনঃ দৌড় প্রতিযোগিতা, বিস্কুট প্রতিযোগিতা ইত্যাদি) বিভিন্ন প্রতিযোগিতামূলক অনুষ্ঠানের আয়োজনের মাধ্যমে শিক্ষার প্রতি আগ্রহী করা এবং বিদ্যালয়ে উপস্থিতি বৃদ্ধি নিশ্চিত করা।
ইভেন্টের সম্ভাব্য স্থানঃ
ঢাকা( ধানমন্ডি লেক, সোহরাওয়ার্দী উদ্যান, হাতিরঝিল, বিভিন্ন এলাকার বস্তি সহ আরও কিছু জায়গা)। এছাড়া রংপুর বিভাগের বিভিন্ন জায়গা।
? রবীন্দ্র সরোবর, ধানমন্ডি লেক, ঢাকা-১২০৯, বাংলাদেশ।
বিঃদ্রঃ দয়া করে আমাদের এখানে উল্লেখ করা একাউন্ট ছাড়া অন্য কোনো একাউন্টে আর্থিক সাহায্য পাঠাবেন না অথবা আমাদের কন্টাক্ট নাম্বার ছাড়া অন্য কোনো নাম্বারে কল করে সাহায্য চেয়ে প্রতারিত হবেন না। প্রয়োজনে পেইজে যোগাযোগ করে আমাদের সাথে কথা বলে নিশ্চিত হবেন।
Advertisement

Where is it happening?

Rabindra Sarobar, Dhanmondi Lake Road, Dhaka, Bangladesh

Event Location & Nearby Stays:

HWO Bangladesh

Host or Publisher HWO Bangladesh

It's more fun with friends. Share with friends