শীত বস্ত্র বিতরণ কর্মসূচি ৩.o
Schedule
Sat, 11 Jan, 2025 at 06:00 pm
UTC+06:00Location
Dhaka , Bangladesh., Dhaka, Dhaka Division, Bangladesh | Dhaka, DA
Advertisement
"শীতার্তদের পাশে দাঁড়াই: রেড লাভ সোসাইটি"এই শীতের কনকনে ঠাণ্ডায় যখন অনেকের জীবন যন্ত্রণাদায়ক হয়ে উঠছে, রেড লাভ সোসাইটি এগিয়ে এসেছে মানবতার হাত বাড়িয়ে দিতে। আমরা আয়োজন করছি **"শীতবস্ত্র বিতরণ"** কার্যক্রম, যেখানে ঢাকা জেলার অসহায় ও শীতার্ত মানুষদের মাঝে উষ্ণতা ছড়িয়ে দিতে চাই।
তবে এই মহান উদ্যোগ সফল করতে আমাদের প্রয়োজন আপনার সহযোগিতা। আসুন, মানবতার ডাকে সাড়া দিয়ে শীতার্তদের পাশে দাঁড়াই। আপনি আমাদের সাথে যোগ দিতে পারেন স্বেচ্ছাসেবী হিসেবে অথবা আর্থিক অনুদান দিয়ে। প্রতিটি সহায়তাই কাউকে শীত থেকে মুক্তি দিতে পারে।
যোগাযোগ করুন: ০১৯৬৫৮০৪৮১৮
"মানবতার উষ্ণতায় শীত হার মানবে, একসাথে আমরা এগিয়ে যাবো।"
Advertisement
Where is it happening?
Dhaka , Bangladesh., Dhaka, Dhaka Division, BangladeshEvent Location & Nearby Stays: