শিল্পকলার "ষ্টুডিও থিয়েটারে" “রাজার নতুন জামা” নাটক- "গৌড়নাট নাট্যদল"
Schedule
Fri, 31 Jan, 2025 at 06:00 pm
UTC+06:00Location
Bangladesh Shilpokola Academy Theater Room 7/2 | Dhaka, DA
Advertisement
আমরা অত্যন্ত আনন্দের সঙ্গে জানাচ্ছি যে গৌড়নাট নাট্যদল আগামি ৩১শে জানুয়ারি ২০২৫ ইং তারিখে সন্ধ্যা ৬ টায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির ষ্টুডিও থিয়েটার হলে ডেনমার্কের লেখক হ্যান্স ক্রিশ্চিয়ান এন্ডারসনের বিখ্যাত গল্প “রাজার নতুন জামা” অবলম্বনে নাটক মঞ্চস্থ করতে যাচ্ছে। এই নাটকটির বাংলা অনুবাদ করেছেন আসাদ চৌধুরী। এই নাটকটিতে বিশেষভাবে নির্দেশিত হয়েছে যেখানে জুলাই বিপ্লবের প্রতিচ্ছবি ও সমসাময়িক সমাজব্যবস্থার চিত্র ফুটিয়ে তোলা হয়েছে।
Advertisement
Where is it happening?
Bangladesh Shilpokola Academy Theater Room 7/2, Dhaka, BangladeshEvent Location & Nearby Stays: