শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ এবং ভাষা আন্দোলনের শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন, বার্গেন, নরওয়ে
Schedule
Fri Feb 21 2025 at 05:00 pm to 07:00 pm
UTC+01:00Location
Festplassen | Bergen, HO
Advertisement
আমরা আনন্দের সাথে জানাচ্ছি যে, বার্গেন, নরওয়ে-তে আমরা প্রথমবারের মতো শহীদ মিনার নির্মাণ করছি, যা বাংলা ভাষা আন্দোলনের শহীদদের প্রতি আমাদের গভীর শ্রদ্ধা এবং ভালবাসার প্রতীক।এই গৌরবময় উপলক্ষে, আমরা আয়োজন করেছি একটি বিশেষ অনুষ্ঠান। ২১শে ফেব্রুয়ারি, ২০২৫, তারিখে আমরা Musikkpaviljongen, Festplassen-এ স্থাপিত অস্থায়ী শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে ভাষা আন্দোলনের শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করবো। এছাড়া ২২শে ফেব্রুয়ারি, ২০২৫ তারিখে আয়োজন করছি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপনের বিশেষ অনুষ্ঠান।
• তারিখ: ২১শে ফেব্রুয়ারি, ২০২৫
• সময়: বিকাল ৫:০০ টা
• স্থান: Musikkpaviljongen, Festplassen, Bergen (অস্থায়ী শহীদ মিনার প্রাঙ্গণ)
• অনুষ্ঠানসূচী: শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ এবং ভাষা দিবসের গান
এই ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী হতে এবং শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে আপনাকে এবং আপনার পরিবারকে আমন্ত্রণ জানাচ্ছি। আমাদের ঐক্যবদ্ধ উপস্থিতি ভাষার প্রতি আমাদের ভালবাসার মূর্ত প্রতীক।
আমরা আশা করছি, আপনার উপস্থিতি আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টাকে আরও অর্থবহ করে তুলবে।
অপরাজেয় বাংলা
Advertisement
Where is it happening?
Festplassen, Festplassen,Bergen, Hordaland, NorwayEvent Location & Nearby Stays: