লাল মজলুম
Schedule
Sat Nov 16 2024 at 04:00 pm to 05:00 pm
UTC+06:00Location
TSC, Dhaka university To Shahbag | Dhaka, DA
Advertisement
২০২৪ সালের জুলাই-অগাস্ট মাসে ছাত্র-শ্রমিক-জনতার অংশগ্রহণে সংগঠিত গণঅভ্যুত্থান ফ্যাসিবাদী আওয়ামী সরকারের পতন নিশ্চিত করলেও ব্যক্তি পর্যায়ে আণুবীক্ষণিক স্তরে ফ্যাসিবাদী প্রবণতা বিরাজমান। সংস্কৃতির দৃষ্টিতে সকল জাতিসত্ত্বার সহাবস্থানের দিকে মনোযোগ নিবিষ্ট করার মাধ্যমে এই ফ্যাসিবাদকে মোকাবেলা করা সম্ভব। সেই লক্ষ্যেই স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয় পর্যায়ের শিক্ষক-শিক্ষার্থী, শ্রমজীবী মানুষ, গণ-সংস্কৃতি সংগঠন ও কর্মীদের সম্মিলিত প্রয়াস গণপরিবেশনা 'লাল মজলুম'। এই ভূখণ্ডের পূর্বতন অভ্যুত্থানের ইতিহাস ও সাম্প্রতিক অভ্যুত্থানের ঘটনাবলীর পুনঃরূপায়নই কেবল নয় বরং বৈচিত্র্যের ঐক্যের মাধ্যমে সংহত রাষ্ট্র বিনির্মাণের লক্ষ্যে জ্ঞান উৎপাদন করা এই পরিবেশনার অন্যতম উদ্দেশ্য। ছাত্র-জনতার অংশগ্রহণে সৃজিত গণপরিবেশনা 'লাল মজলুম' এর লক্ষ্য হলো পরিবেশনা শিল্পকলার মাধ্যমে রাজনৈতিক-সামাজিক-সাংস্কৃতিক গণশিক্ষার সম্পর্কসূত্র অনুসন্ধান করা। অভ্যুত্থানকারীর নিজের ভাষায় অভ্যুত্থানযাত্রার অভিজ্ঞতা এবং ভবিষ্যতের করণীয় উঠে আসবে 'লাল মজলুম' এ।
'লাল মজলুম' এর ভাবনা, পরিকল্পনা ও নির্দেশনা করছেন ড. শাহমান মৈশান। বিশেষ পরিস্থিতি ব্যতিরেকে পরিবেশনাটি আগামী ১৬ নভেম্বর, রোজ শনিবার বিকাল ৪টা থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্য থেকে জাতীয় জাদুঘর পর্যন্ত অঞ্চল জুড়ে ঘন্টাব্যাপী অনুষ্ঠিত হবে।
গণচাঁদা সহায়তায় ও বিভিন্ন ব্যক্তিগত উদ্যোগে সম্পূর্ণ স্বেচ্ছাসেবায় নির্মিতব্য প্রযোজনা 'লাল মজলুম' গণপারফর্ম্যান্সে যারা যোগ দিতে চান, প্রত্যক্ষভাবে অংশ নিতে চান পারফর্ম্যান্স-উত্তর রাজনৈতিক-সাংস্কৃতিক ম্যানিফেস্টো রচনায় কায়াগতভাবে অংশ নিতে চান এবং সংস্কৃতিভিত্তিক নতুন রাজনৈতিক বন্দোবস্তের জন্যে এমবোডিড নলেজনামা তৈয়ারে শামিল হতে চান তাঁরা এই নাম্বারে যোগাযোগ করুন +8801686-639512
Advertisement
Where is it happening?
TSC, Dhaka university To Shahbag, Dhaka, BangladeshEvent Location & Nearby Stays: