মোবাইলের কাজ কি ট্রেনিং সেন্টারে শিখবেন নাকি দোকানে
Schedule
Wed, 31 Dec, 2025 at 07:00 am
UTC+06:00Location
� Level 4, Block A, Shop No. 45A, Jamuna Future Park, Dhaka, Dhaka, Dhaka Division, Bangladesh | Dhaka, DA
Advertisement
ট্রেনিং সেন্টার বনাম দোকানে শেখা – বাস্তব অভিজ্ঞতাঅনেকেই ট্রেনিং সেন্টারে গিয়ে কাজ শেখার চেষ্টা করে। হ্যাঁ, সেখানে কিছু মৌলিক জিনিস অবশ্যই শেখা যায়। কিন্তু আমি নিজের অভিজ্ঞতা থেকে বলছি—২০০৯ সালে ট্রেনিং সেন্টার থেকে শেখার পরেও আমাকে আবার দোকানে বসে শিখতে হয়েছে। কারণ আসল অভিজ্ঞতা, বাস্তব কাজের টিপস আর প্র্যাকটিক্যাল দক্ষতা দোকানেই পাওয়া যায়।
রিসেন্টলি আমাদের দোকানে একজন জয়েন করেছে, যে ট্রেনিং সেন্টার থেকে কাজ শিখে এসেছে। এর আগেও আরেকজন এসেছিল, সেও কিছুদিন ট্রেনিং সেন্টারে থাকার পর বুঝেছিল যে শুধু সেন্টারের জ্ঞান দিয়ে বাস্তবে টিকে থাকা কঠিন।
অনেকে এই লাইনে ক্যারিয়ার করতে চায়, কিন্তু সবাই তো আর সফল হতে পারে না। সঠিক জায়গা আর সঠিক পরিবেশে শিখলে তবেই সফল হওয়া যায়। তাই আমার শেষ উপদেশ—
👉 যদি সত্যিই ক্যারিয়ার বানাতে চান, তাহলে কোনো ভালো দোকানে কাজ শিখুন। বাস্তব অভিজ্ঞতার বিকল্প নেই।
Advertisement
Where is it happening?
� Level 4, Block A, Shop No. 45A, Jamuna Future Park, Dhaka, Dhaka, Dhaka Division, BangladeshEvent Location & Nearby Stays:

Know what’s Happening Next — before everyone else does.