মুন্সিগঞ্জ মারকাজুল হক মাদ্রাসা পঞ্চম বার্ষিক মাহফিল
Schedule
Fri, 29 Aug, 2025 at 05:00 pm
UTC+06:00Location
Munshiganj -মুন্সীগঞ্জ | Dhaka, DA
Advertisement
আলহামদুলিল্লাহ। আল্লাহ তা'আলার অশেষ রহমতে মারকাযুল হক মুন্সিগঞ্জ (চাম্পাতলা মাদরাসা)'র ৫ম বার্ষিক মাহফিল আগামী ২৯ শে আগস্ট রোজ শুক্রবার অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ। মাহফিলের প্রধান অতিথির আসন অলংকৃত করবেন ফিদায়ে মিল্লাত সাইয়্যিদ আস'আদ মাদানী রহ. এর বিশিষ্ট খলীফা নমুনায়ে আসলাফ হযরত মাওলানা মুফতী হাফীজুদ্দীন সাহেব দা.বা., পীর সাহেব, দিঘীরপাড়। এছাড়াও উক্ত মাহফিলে প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন হযরত মাওলানা মুফতী আরিফ বিন হাবীব দা.বা., শাইখুল হাদীস, জামিয়া শরিফিয়া আরাবিয়া, লালবাগ, ঢাকা। আল্লাহ তা'আলা উক্ত মাহফিলে ভরপুর কামিয়াবি দান করেন। আমীন।
Advertisement
Where is it happening?
Munshiganj -মুন্সীগঞ্জ, Dhaka, BangladeshEvent Location & Nearby Stays: