বিতর্ক কর্মশালা এবং অন্তঃহল বিতর্ক প্রতিযোগিতা -২০২৫
Schedule
Fri, 31 Jan, 2025 at 10:00 am to Wed, 05 Feb, 2025 at 11:00 am
UTC+06:00Location
বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হল, জবি | Dhaka, DA
Advertisement
'তফাত করি শিরদাঁড়ায় ' স্লোগানকে সামনে রেখে বঙ্গমাতা তার্কিক পরিষদ প্রথমবারের মত আয়োজন করতে চলেছে বিতর্ক কর্মশালা এবং অন্তঃহল বিতর্ক প্রতিযোগিতা -২০২৫।★বিতর্ক কর্মশালা অনুষ্ঠিত হবে ৩১ শে জানুয়ারি, ফজিলাতুন্নেছা মুজিব হলের অভ্যন্তরের অডিটোরিয়াম রুমে।
প্রথিতযথা কয়েকজন তারকা বিতার্কিক কর্মশালাটি সম্পাদনা করবেন।
★সকল নারী বিতার্কিকদের জন্য কর্মশালাটি উন্মুক্ত।
কর্মশালার জন্য রেজিষ্ট্রেশন ফর্মের শুভেচ্ছা মূল্য -৫০ টাকা
-অংশগ্রহনকারী সকলকে দুপুরের খাবার এবং সার্টিফিকেট দেয়া হবে।
-কর্মশালার রেজিষ্ট্রেশন ফর্ম পাওয়া যাবে
ফজিলাতুন্নেছা মুজিব হলের অফিস রুমে এবং জগন্নাথ ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটির কার্যালয়ে (অবকাশ ভবন, ৩০২ নং কক্ষ)
১ম অন্তঃহল বিতর্ক প্রতিযোগিতা -২০২৫
★জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের যেকোন তিনজন নারী বিতার্কিক মিলে টীম গঠন করে বিতর্কে অংশগ্রহণ করতে পারবেন।
★টীমে অবশ্যই হলের একজন আবাসিক নারী শিক্ষার্থী থাকতে হবে। কোনো কারণে পাওয়া না গেলে আয়েজকদের সাথে যোগাযোগ করতে হবে।
★রেজিষ্ট্রেশন ফী -৬০০/- টাকা
★এশিয়ান সংসদীয় ধারায় বিতর্ক অনুষ্ঠিত হবে,
৩ রাউন্ড ট্যাব পদ্ধতিতে বিতর্ক পরিচালিত হবে।
★রেজিষ্ট্রেশন ফর্ম- শীঘ্রই দেয়া হবে
★রেজিষ্ট্রেশনের শেষ তারিখ - ২৬ জানুয়ারি,২০২৫
★ ট্যাব রাউন্ডের বিতর্কের তারিখ - ১লা ফেব্রুয়ারী, ২০২৫
ফাইনাল বিতর্কের তারিখ পরে চূড়ান্ত করা হবে।
যোগাযোগের জন্য -
শারমিন সুলতানা নিশি
সভাপতি, বঙ্গমাতা তার্কিক পরিষদ
01751955707
নাঈমা আক্তার রিতা
সাধারণ সম্পাদক, বঙ্গমাতা তার্কিক পরিষদ
01537225085
Advertisement
Where is it happening?
বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হল, জবি, Bangla Bazar, Sadarghat,Dhaka, BangladeshEvent Location & Nearby Stays: