বিজয় ব্যাডমিন্টন টুর্নামেন্ট সিজন-২

Schedule

Thu, 16 Jan, 2025 at 06:00 pm to Sat, 18 Jan, 2025 at 11:00 pm

UTC+06:00

Location

Plot-22, Road-13, Block-L, South Banasree, Khilgaon, Dhaka, Dhaka Division, Bangladesh | Dhaka, DA

Advertisement
বিজয় ব্যাডমিন্টন টুর্নামেন্ট সিজন-২
ব্রাদার্স স্পোর্টস এর পক্ষ থেকে,
টুর্নামেন্ট ডেট- ১৬ থেকে ১৮ জানুয়ারি,২০২৫ (৩দিন)
প্রাইজমানি
চ্যাম্পিয়ন - ২৫,০০০/-
রানার্সআপ - ১৫,০০০/-
৩য় এবং ৪র্থ - ৪০০০/-
৫ম থেকে ৮ম - ৩০০০/-
রেজিষ্ট্রেশন ফি - ১,৫০০/- (প্রতি টীম)
রেজিষ্ট্রেশন ফি জমা দেয়ার শেষ সময়- ১৪ ডিসেম্বর, ২০২৪
রেজিস্ট্রেশন ফর্ম লিংক- https://forms.gle/kuav5MzAWiSx4fVm8
বিকাশ/নগদ- 01400693456 (Payment)
আরও থাকছে,
১. স্ন্যাক্সস এন্ড ইলেক্ট্রোলাইট ড্রিংক কিট ব্যাগ
২. জার্সি
ভেন্যু- ব্রাদার্স কোর্ট, প্লট-২২,রোড-১৩,ব্লক-এল,দক্ষিণ বনশ্রী,খিলগাঁও, ঢাকা-১২১৯ (ইস্টার্ন বনবীথি শপিং কমপ্লেক্স সংলগ্ন)
সার্বিক নিয়মাবলি,
১. টুর্নামেন্ট এ ৭২ টি দল অংশগ্রহণ করবে।
২.Propetrel 757 শাটল দ্বারা খেলা পরিচালিত হবে।
৩.টুর্নামেন্টের ম্যাচ গুলো ৩টি টীম করে ২৪টি গ্রুপে ভাগ হবে।প্রতি গ্রুপের টপ ২টীম নিয়ে টপ ৪৮ হবে। টপ ৪৮ নকআউট খেলার মাধ্যমে বেস্ট ২৪ হবে। বেস্ট ২৪, ৩টি টীম করে ৮টি গ্রুপে ভাগ হবে এবং প্রতি গ্রুপের টপ ২ টি টীম নিয়ে Round of 16 হবে। Round of 16 এবং Quarter Final নক আউট পদ্ধতিতে ৩১ পয়েন্ট এর ম্যাচ হবে।
সেমি ফাইনাল এবং ফাইনাল ৩ সেট করে অনুষ্ঠিত হবে।
৪.বাংলাদেশের র‍্যাংক প্লেয়ার ১ থেকে ৩০ সিংগেল/ডাবল উক্ত টুর্নামেন্ট এ অংশগ্রহণ করিতে পারবে না।
৫.টুর্নামেন্ট পরিচালনা কমিটির সার্বিক সিদ্ধান্ত মোতাবেক পরিচালিত হবে এবং যেকোন সিদ্ধান্ত পরিবর্তনে কমিটি ক্ষমতা রাখে।
৬.খেলায় রেফারি সিন্ধান্ত চূড়ান্ত সিদ্ধান্ত বলে গণ্য হবে।
৭.নির্ধারিত সময় ১৫ মিনিট পূর্বে মাঠে উপস্থিত থাকতে হবে। দল মাঠে উপস্থিত না থাকলে বিপরীত দলকে জয়ী বলে গণ্য করা হবে।
৮.প্রত্যেক দলকে নিজস্ব র‍্যাকেট ও খেলার যাবতীয় সামগ্রী সাথে আনতে হবে।
৯.খেলার সময় সাথে করে ফর্ম নিয়ে আসতে হবে।
১০. রেজিস্ট্রেশন এর সময় অবশ্যই নাম, মোবাইল নম্বর এবং দুই প্লেয়ারের ছবি সংযুক্ত করা বাধ্যতামূলক।
১১.মাঠে খেলা চলাকালীন শালীনতা বজায় রাখতে হবে।
১২.আবহাওয়া জনিত কারনে খেলার ডেট/স্থান পরিবর্তন হতে পারে।
১৩.ম্যাচ পরবর্তী প্রাইজমানি/প্রাইজকুপন Round of 16 থেকে Final পর্যন্ত দেয়া হবে।
১৪. প্রতিটি দলে সর্বোচ্চ /সর্বনিম্ন ২ জন করে খেলোয়ার থাকবে। অতিরিক্ত খেলোয়ার খেলায় অংশগ্রহন করতে পারবে না।
যোগাযোগ -
মাহদি - 01886693456 C ; 01628908503 /WA
মহসিন - 01610688758 /WA
আবদুল্লাহ - 01718248464 /WA
Advertisement

Where is it happening?

Plot-22, Road-13, Block-L, South Banasree, Khilgaon, Dhaka, Dhaka Division, Bangladesh

Event Location & Nearby Stays:

Brothers Sports - BSC

Host or Publisher Brothers Sports - BSC

It's more fun with friends. Share with friends

Discover More Events in Dhaka

Arka Fashion Week 2025
Thu, 16 Jan, 2025 at 05:00 pm Arka Fashion Week 2025

Aloki

FASHION
Fiber Laser Cutting Workshop
Thu, 16 Jan, 2025 at 05:00 pm Fiber Laser Cutting Workshop

Reaz Tower, Reaz Nagor, Tangail Road, Joydebpur chowrasta,, Gazipur, Dhaka Division, Bangladesh

WORKSHOPS
Admission Open
Thu, 16 Jan, 2025 at 05:00 pm Admission Open

349/7, M S Center, Shahid Jaman Sharok, Shimultoli Road (Fakir Bari), Gazipur City Corporation, Gazipur, Dhaka Division, Bangladesh

Shout out to my newest followers!
Thu, 16 Jan, 2025 at 05:00 pm Shout out to my newest followers!

Faridpur tepachola, Faridpur, Dhaka Division, Bangladesh

RUSHMIAN Live at Jatra Biroti
Thu, 16 Jan, 2025 at 06:30 pm RUSHMIAN Live at Jatra Biroti

Jatra Biroti

MUSIC ENTERTAINMENT
 \u09aa\u09cd\u09b0\u09bf\u09ae\u09bf\u09df\u09be\u09ae \u09b0\u09bf\u09b8\u09cb\u09b0\u09cd\u099f\u09c7 \u09b8\u09be\u099c\u09c7\u0995 \u09ad\u09cd\u09b0\u09ae\u09a3\u09c7 \u099f\u09bf\u099c\u09bf\u09ac\u09bf (\u09e7\u09ec \u099c\u09be\u09a8\u09c1\u09df\u09be\u09b0\u09bf)
Thu, 16 Jan, 2025 at 11:00 pm প্রিমিয়াম রিসোর্টে সাজেক ভ্রমণে টিজিবি (১৬ জানুয়ারি)

20/5 West Panthapath (3rd Floor), Colonel Rashid Square, Panthapath, 1205 Dhaka, Bangladesh

\u09b8\u09bf\u09b2\u09ad\u09be\u09b0 \u0995\u09cd\u09b0\u09c1\u099c\u09c7 \u09b8\u09c1\u09a8\u09cd\u09a6\u09b0\u09ac\u09a8 \u09ad\u09cd\u09b0\u09ae\u09a8\u09c7 \u099f\u09bf\u099c\u09bf\u09ac\u09bf \u09ac\u09be\u09b9\u09bf\u09a8\u09c0 (\u09e7\u09ec \u099c\u09be\u09a8\u09c1\u09df\u09be\u09b0\u09bf)
Thu, 16 Jan, 2025 at 11:00 pm সিলভার ক্রুজে সুন্দরবন ভ্রমনে টিজিবি বাহিনী (১৬ জানুয়ারি)

20/5 West Panthapath (3rd Floor), Colonel Rashid Square, Panthapath, 1205 Dhaka, Bangladesh

What's Happening Next in Dhaka?

Discover Dhaka Events