বিজয় উৎসব ২০২৪
Schedule
Sat Dec 21 2024 at 11:00 am to 05:00 pm
UTC-05:00Location
Greely Community Center | Ottawa, ON
Advertisement
সুপ্রিয় সুধী,বাংলাদেশের মহান বিজয় দিবস উপলক্ষ্যে আয়োজিত "বিজয় উৎসব ২০২৪" অনুষ্ঠানে আপনাকে সাদর আমন্ত্রণ।
দিনব্যাপী এই আয়োজনে থাকছে নাদিম ইকবাল নির্মিত "ড. নূরুন নবীঃ আজীবন মুক্তিযোদ্ধা" শীর্ষক প্রামাণ্যচিত্র প্রদর্শনী, আলোচনা অনুষ্ঠান ও সাংস্কৃতিক পরিবেশনা। এছাড়া দুপুরে জল-খাবারের সামান্য ব্যবস্থাও থাকবে।
আয়োজনে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বীর মুক্তিযোদ্ধা ড. নূরুন নবী।
গ্রীলি কম্যুনিটি সেন্টারে ২১ ডিসেম্বর, শনিবার সকাল এগারোটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত অনুষ্ঠিতব্য এই আয়োজনের প্রবেশ মূল্য মাত্র দশ ডলার।
রেজিস্ট্রেশনের জন্য ফারুক হোসেন (613-864-8945) এবং আশিক রহমানের (514-662-6556) সাথে যোগাযোগের অনুরোধ রইলো।।
সদয় উপস্থিতি ও সার্বিক সহযোগিতার জন্য আপনাকে আন্তরিক ধন্যবাদ।
Advertisement
Where is it happening?
Greely Community Center, 1442 Meadow Dr, Ottawa, ON K4P 1B1, Canada,Ottawa, OntarioEvent Location & Nearby Stays: