বাণী অর্চনা-১৪৩১
Schedule
Mon Feb 03 2025 at 12:01 am to 11:59 pm
UTC+06:00Location
খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় - কুয়েট | Khulna, KH
Advertisement
যা কুন্দেন্দু-তুষারহার-ধবলা যা শুভ্র-বস্ত্রাবৃতাযা বীণাবরদণ্ডমন্ডিতকরা যা শ্বেতপদ্মাসনা |
সনাতনী সভ্যতার ইতিহাসে নানারূপে, নানাভাবে, বারে-বারে এসেছে একটা নাম, সরস্বতী। এই সরস্বতী কখনও ভারতবর্ষের ইতিহাসের সবচেয়ে তাৎপর্যপূর্ণ নদী, কখনও বৈদিক সাহিত্যের পরমব্রহ্মের গুণবাচক শক্তি, কখনওবা তিনি সাকারে বিদ্যা, জ্ঞান, বাক ও কলার অধিষ্ঠাত্রী।
আসছে ৩ ফেব্রুয়ারি ২০২৫ খ্রিষ্টাব্দ (২০শে মাঘ ১৪৩১ বঙ্গাব্দ), রোজ সোমবার, বসন্ত পঞ্চমীর শুভতিথিতে "পূজা উদ্যাপন পরিষদ, কুয়েট ও সনাতনী ছাত্র-কল্যাণ পরিষদ, কুয়েট"-এর আয়োজনে কুয়েট কেন্দ্রীয় মন্দিরে পূজিত হবেন বিদ্যার দেবী সরস্বতী।
মন্ত্রে, পুষ্পে,দীপে, ধুপে,বাদ্যে ও ভক্তিতে মুখরিত হয়ে উঠবে এই বিদ্যাঙ্গন।
শুভ্র, সুন্দর ও সাত্ত্বিক এই আনন্দযজ্ঞে সবাই আমন্ত্রিত।
নিবেদনে
সনাতন ধর্মাবলম্বী শিক্ষার্থীবৃন্দ,
খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, খুলনা-৯২০৩।
Advertisement
Where is it happening?
খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় - কুয়েট, Fulbari Gate,Rangpur, Khulna, BangladeshEvent Location & Nearby Stays: