বাংলা নববর্ষ ১৪৩২ উদযাপন, বার্গেন
Schedule
Sun Apr 13 2025 at 01:00 pm to 08:00 pm
UTC+02:00Location
Åsane kulturhus | Bergen, HO
Advertisement
আমাদের ঐতিহ্যবাহী বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষে আমরা আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। এই দিনটি আমাদের বাঙালিয়ানা, সংস্কৃতি, আর ঐক্যের প্রতীক। আমরা এবার দুই বাংলা মিলে উৎযাপন করবো বাংলা নববর্ষ।
তারিখ: ১৩ এপ্রিল ২০২৫
সময়: দুপুর ১টা থেকে রাত ৯টা
স্থান: Åsane Kulturhus, Klubben Hall, Bergen
অনুষ্ঠানের আকর্ষণসমূহ:
🎉 পহেলা বৈশাখের ঐতিহ্যবাহী মঙ্গল শোভাযাত্রা
🎭 সাংস্কৃতিক পরিবেশনা (নৃত্য, গান ও নাটিকা)
🌸 বৈশাখী মেলা:
🍴বাঙালি খাবার (ইলিশ এবং পান্তা ভাত, সিঙারা, সামুসা, ফুচকা, ইত্যাদি)
👗শাড়ী এবং শালোয়ার কামিজের ষ্টল!
🎨 শিশুদের জন্য চিত্রাঙ্কন প্রতিযোগিতা
🎼 অতিথি শিল্পীদের পরিবেশনা
আপনার পরিবার, বন্ধু-বান্ধব ও প্রিয়জনদের নিয়ে আসুন এবং আমাদের এই দিনটিকে আরো আনন্দময় করে তুলুন। আপনাদের সবার উপস্থিতি আমাদের অনুষ্ঠানের আনন্দ বহুগুণ বাড়িয়ে তুলবে।
অংশগ্রহণ ফি: ৬০ ক্রোনার (১২ বছর বা তদূর্ধ্ব সবার জন্য)
VIPPS: 97373368 (দেবাশীষ)।
সবাইকে ৪ঠা এপ্রিলের মধ্যে অংশগ্রহণ নিশ্চিত করতে অনুরোধ করা হচ্ছে।
"এসো হে বৈশাখ, এসো এসো!"
শুভেচ্ছান্তে,
অপরাজেয় বাংলা
Advertisement
Where is it happening?
Åsane kulturhus, Åsane Senter 52, 5116 Ulset, Norge,Bergen, Hordaland, NorwayEvent Location & Nearby Stays: