বর্ষবরণ উৎসব ১৪৩২
Schedule
Sun, 04 May, 2025 at 12:00 pm
Location
Amsterdam, Netherlands | Amsterdam, NH
Advertisement
? শুভ নববর্ষ ১৪৩২ ?বছর ঘুরে আবার এলো বাঙালির প্রাণের উৎসব রঙে ভরা বৈশাখ। চারদিকে নতুনের আগমন, প্রাণবন্ত সবকিছু। বৈশাখী আনন্দ সবাই মিলে উদযাপন উপলক্ষে ওম বঙ্গীয় সাংস্কৃতিক সংঘ, নেদারল্যান্ডস ২য় বারের মত আয়োজন করতে যাচ্ছে "বর্ষবরণ উৎসব ১৪৩২"।
আপনারা সবাই স্বপরিবারে-স্ববান্ধবে আমন্ত্রিত!
? তারিখ: ৪ ই মে, ২০২৫ রবিবার
? স্থান: Wolbrantskerkweg 54,1069 DA Amsterdam
⏱️ সময়: দুপুর ১২ টা
রেজিস্ট্রেশনের লিঙ্ক: https://www.ohmbca.nl/eventer/bengali-new-year
আমাদের অনুষ্ঠান শুরু হবে মঙল শোভাযাত্রার মধ্য দিয়ে। এরপরে থাকছে মনরোম সাংস্কৃতিক অনুষ্ঠান, বাচ্চাদের মজাদার গেমস, গান, আড্ডা, মুখরোচক নাস্তা এবং রাতের খাবারের ব্যবস্থা।
নববর্ষের রঙিন ছোঁয়ায় নিজেদের রাঙিয়ে তুলতে বন্ধুবান্ধব ও পরিবার সহ চলে আসুন আমাদের বৈশাখি আড্ডায়। দেখা হচ্ছে শীগ্রই!
Advertisement
Where is it happening?
Amsterdam, NetherlandsEvent Location & Nearby Stays:
Know what’s Happening Next — before everyone else does.