বর্ণমেলা ২০২৫
Schedule
Fri Feb 21 2025 at 09:00 am to 05:00 pm
UTC+06:00Location
Sultana Kamal Women's Complex, Dhanmondi | Dhaka, DA
Advertisement
এসো দুরন্ত শৈশবের বর্ণমেলায়একুশ আমাদের গর্ব। বাংলা ভাষার প্রতিটি বর্ণ আমাদের অহংকার। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদ্যাপনের অংশ হিসেবে প্রথম আলো একুশে ফেব্রুয়ারিতে ‘বর্ণমেলা’র আয়োজন করে আসছে। আমাদের বাংলা বর্ণমালা, ভাষা ও ভাষাগত ঐতিহ্যের পাশাপাশি এ-সংক্রান্ত বিভিন্ন বিষয় প্রদর্শিত হবে এ মেলায়। এবারও ঢাকার ধানমন্ডির সুলতানা কামাল মহিলা ক্রীড়া কমপ্লেক্স প্রাঙ্গণে এ মেলা অনুষ্ঠিত হবে। নতুন প্রজন্মের কাছে বর্ণের ছন্দে আমাদের ভাষাগত ঐতিহ্য ও গৌরবকে তুলে ধরাই এই বর্ণমেলার উদ্দেশ্য। আয়োজনটিতে পৃষ্ঠপোষকতা করেছে স্কয়ার টয়লেট্রিজ লিমিটেডের ‘মেরিল বেবি’।
দুরন্ত শৈশবের আনন্দ নিয়ে জমবে এবার বর্ণমেলা। মা-বাবা, দাদা-দাদি, নানা-নানি সবাইকে নিয়ে চলে এসো তাঁদের দুরন্ত শৈশবের খেলাধুলা, খেলনা, মজার খাবারদাবারসহ হরেক রকম আনন্দে মেতে উঠতে।
দিনব্যাপী বর্ণমেলায় থাকবে নানামাত্রিক সাংস্কৃতিক আয়োজন, যা এ প্রজন্মের সামনে আমাদের ভাষা, কৃষ্টি ও সংস্কৃতিকে তুলে ধরবে। পাশাপাশি শিশু-কিশোরদের জন্য থাকবে বর্ণের নকশা তৈরির প্রতিযোগিতা ‘বর্ণ কারিগর’, সুন্দর হাতের লেখার প্রতিযোগিতা ‘বর্ণলিখন’, ছবি আঁকার প্রতিযোগিতা ‘বর্ণাঙ্কন’, প্রিয়জনের (দাদা–দাদি, নানা–নানি) কাছে চিঠি লেখা প্রতিযোগিতা ও ‘ফিরে যাই দুরন্ত শৈশবে মেতে উঠি গানের উৎসবে’ আয়োজন। বর্ণ-রঙের খেলা, গ্রামবাংলার বিভিন্ন রকম ঐতিহ্যবাহী খেলা, বর্ণমালা ও ভাষা আন্দোলনের ইতিহাস তুলে ধরার আয়োজন, বর্ণ ও ভাষার নকশায় করা পোশাক, বই, খাবারসহ বিভিন্ন অনুষঙ্গের প্রদর্শনী, ভাষা ও বর্ণের গান, কবিতা, পাপেট বা মাপেট শো ও বর্ণের ডাকটিকিট প্রদর্শনের মতো আকর্ষণীয় বিষয়। এ ছাড়া থাকবে প্রথমা বইয়ের দুনিয়া, বই বর্ণালি, কিশোর আলো ও বিজ্ঞানচিন্তা। দেশের সেরা লেখক, শিল্পী, গায়ক, বুদ্ধিজীবীসহ বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত থাকবেন দিনব্যাপী এই বর্ণাঢ্য অনুষ্ঠানে। বর্ণমেলা সবার জন্য উন্মুক্ত থাকবে। আয়োজনটির প্রচার সহযোগী এটিএন বাংলা।
স্থান: সুলতানা কামাল মহিলা ক্রীড়া কমপ্লেক্স, ধানমন্ডি, ঢাকা
তারিখ: ২১ ফেব্রুয়ারি ২০২৫, শুক্রবার
সময়: সকাল ৯টা থেকে বিকেল ৫টা।
Advertisement
Where is it happening?
Sultana Kamal Women's Complex, Dhanmondi, বাবুল লাইব্রেরী, RD No. 11A, ঢাকা, বাংলাদেশ,Dhaka, BangladeshEvent Location & Nearby Stays: