নিরন্তর ঈদ উৎসব ২০২৫
Schedule
Fri, 28 Mar, 2025 at 09:00 pm to Sun, 30 Mar, 2025 at 12:00 am
UTC+06:00Location
নিরন্তর ওয়েলফেয়ার অর্গানাইজেশন, সরিষাবাড়ি কার্যালয়। | Dhaka, DA
Advertisement
নিরন্তর ঈদ উৎসব ২০২৫দীর্ঘ ১১ বছর ধরে নিষ্ঠা ও সততার সাথে সমাজের সুবিধাবঞ্চিত মানুষদের পাশে দাঁড়িয়ে কাজ করে যাচ্ছে নিরন্তর ওয়েলফেয়ার অর্গানাইজেশন। মানুষের প্রতি মানুষের ভালোবাসা এবং আমাদের অক্লান্ত পরিশ্রমের ফলে আমরা কিছু মানুষের মুখে হাসি ফোটাতে পেরেছি, যা আমাদের জন্য পরম তৃপ্তির।
প্রতি বছর ঈদে আমরা আয়োজন করি "নিরন্তর ঈদ উৎসব", যার মূল লক্ষ্য সমাজের অবহেলিত মানুষদের ঈদের আনন্দে সামিল করা। ঈদ মানে শুধু নতুন পোশাক আর সুস্বাদু খাবার নয়, ঈদ মানে সবার সাথে আনন্দ ভাগ করে নেওয়া। তাই, সুবিধাবঞ্চিত পরিবারগুলোর জন্য আমরা ঈদ সামগ্রী বিতরণের উদ্যোগ নিয়েছি, যাতে তারা ঈদের আনন্দ থেকে বঞ্চিত না হয়।
আমাদের এই মানবিক উদ্যোগ সফল করতে প্রতিবছরই সহৃদয়বান মানুষেরা এগিয়ে আসেন, যাদের অবদান ছাড়া আমরা অসংখ্য অসহায় মানুষের মুখে হাসি ফোটাতে পারতাম না।
কেন এই উদ্যোগ?
বর্তমান দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে মধ্যবিত্তরাই যখন হিমশিম খাচ্ছে, তখন দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের অবস্থা আরও শোচনীয়। তাই আমরা চাই, সমাজের সেই অসহায় মানুষদের পাশে দাঁড়াতে, যেন তারা অন্তত এই বিশেষ দিনটিতে একটু আনন্দ অনুভব করতে পারে।
আপনার সহায়তা প্রয়োজন!
আমাদের এই উদ্যোগ সফল করতে আপনাদের ভূমিকাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। সমাজের উচ্চবিত্ত মানুষদের পাশাপাশি যে কোনো সামর্থ্যবান ব্যক্তির প্রতি আমাদের আবেদন—আপনার সাধ্যানুযায়ী সহযোগিতার হাত বাড়িয়ে দিন। হোক সেটি ৫০, ১০০ বা তার চেয়েও বেশি টাকা, আপনার ছোট একটি সহায়তাও কারও জন্য ঈদের আনন্দ এনে দিতে পারে।
ঈদ সামগ্রী বিতরণ:
📅 তারিখ: ২৮ ও ২৯ রমজান ( ২৯ মার্চ, ৩০ মার্চ )
আপনার সাহায্য পাঠানোর উপায়:
📱 মোবাইল ব্যাংকিং:
বিকাশ: 01610916767
রকেট: 019719167671
🏦 ব্যাংক একাউন্ট:
নিরন্তর ওয়েলফেয়ার অর্গানাইজেশন
রূপালী ব্যাংক লিমিটেড
সঞ্চয়ী হিসাব নম্বর: ১০৫৭০১০০১৮৩৫৮
শাখা: সরিষাবাড়ী, জামালপুর
আমাদের সকলের সম্মিলিত প্রচেষ্টাই পারে সুবিধাবঞ্চিতদের মুখে হাসি ফোটাতে। আসুন, ঈদের আনন্দ ভাগ করে নেই এবং মানবতার সেবায় এগিয়ে আসি!
📢 আপনিও এগিয়ে আসুন, আপনার একটি সহযোগিতাই কারও মুখে হাসি ফোটাতে পারে!
Advertisement
Where is it happening?
নিরন্তর ওয়েলফেয়ার অর্গানাইজেশন, সরিষাবাড়ি কার্যালয়।, Simla Bazar, Z4801, শরিষাবাড়ী, বাংলাদেশ,Sarishabari, Dhaka, BangladeshEvent Location & Nearby Stays: