নিঝুম দ্বীপ ও মনপুরা ভ্রমন
Schedule
Tue, 24 Dec, 2024 at 08:00 pm
UTC+06:00Location
নিঝুম দ্বীপ | Comilla, CG
Advertisement
এবারের বড়দিনের ছুটিতে আমরা যাচ্ছি নিঝুমদ্বীপ ভ্রমনে। আমাদের এবারের নিঝুম দ্বীপ ইভেন্টেও প্রতিবারের ন্যায় আমরা এক ট্রিপেই ঘুরে দেখবো দুইটি দ্বীপ। থাকছে এক রাত নিঝুম দ্বীপের বনের ভিতরে ক্যাম্পিং এবং এক রাত মনপুরা দ্বীপের সমুদ্র ধারে ক্যাম্পিং।
✅ বুকিং অথবা যে কোন প্রয়োজনে হোস্টের সঙ্গে কথা বলুনঃ
☎️০১৮১০০৫৪৩২২ ☎️০১৯১৬২২২৩৯৯
🕐 ট্রিপ সময়-কালঃ ৪ রাত ৩ দিন (২৪শে ডিসেম্বর-২৭শে ডিসেম্বর ২০২৪)
🏞 ট্রিপ ধরনঃ ফুল রিলাক্স,এক্টিভিটি এবং এডভেঞ্চার
🏋 যারা যেতে পারবেঃ ছেলে/মেয়ে/কাপল,
❑❑❑প্ল্যানিংঃ
◘◘◘২৪শে ডিসেম্বরঃ বিকেলের লঞ্চে করে ঢাকার সদরঘাট থেকে সাড়ে ৫ টায় হাতিয়ার উদ্দেশ্যে যাত্রা। লঞ্চের ডেকে করে হবে আমাদের যাত্রা শুরু।
◘◘◘২৫শে ডিসেম্বরঃ সকালে হাতিয়া পৌঁছেই ট্রলারে/সিএঞ্জি/বাইকে করে নিঝুম দ্বীপের নামার বাজারের উদ্দেশ্যে রওনা হবো সেখানে ঘন্টা দুয়েকের একটু বেশি সময় লাগবে যেতে। নামার বাজার এসে আমরা আমাদের প্রয়োজনীয় রসদ কিনে এবং দুপুরের লাঞ্চ করে চলে যাবো নিঝুম দ্বীপের বনের উদ্দেশ্যে। চৌধুরী খালে গিয়ে আমরা কিছু সময় বনের ভিতর ঘুরে সন্ধ্যার আগে চলে আসবো আবার নামার বাজার।
এবার আমরা আমাদের নামার বাজার এর আশে পাশে বনের ভিতর ক্যাম্পসাইট ঠিক করে টেন্ট পিচ করেই মেতে উঠবো গান আর আড্ডার আসরে। অহ হ্যা রাতের খাবারের নিজেরাই কিন্তু সবাই মিলে রান্না করবো খিচুড়ি আর দেশি মুরগী ভুনা। রাতের খাবার খেয়ে সবার যারা যার টেন্টে গিয়ে ঘুম কারন বেশ সকালে উঠতে হবে আবার।
◘◘◘২৬শে ডিসেম্বরঃ সূর্য উঠার সাথে সাথে আমরা ঘুম থেকে উঠে সবাই মিলে কয়েকটা গ্রুপে বিভক্ত হয়ে আমরা ঢুকে পরবো গহীন জংগলে হরিন দেখার উদ্দেশ্য। বনে ঘুরাঘুরি শেষে আমরা আবার ফিরে আসবো ক্যাম্প সাইটে। এখানে এসে সকালের চা বিস্কুট দিয়ে নাস্তা শেষে আমরা এবার আবার ফিরে আসবো নামার বাজারে। আজকে আমরা ট্রলার যোগে চলে যাবো মনপুরা দ্বীপে।দ্বীপের দখিনা হাওয়া সী বীচে হবে আজকে আমাদের ক্যাম্প সাইট। আর আজ হবে টাটকা মাছ দিয়ে মনপুরা বিখ্যাত কবির ভাইয়ের হাতের রান্না খাবার খিচুরি দিয়ে রাতের ডিনার। রাতে ক্যাম্প সাইটে হবে বার বি কিউ।
◘◘◘২৭শে ডিসেম্বরঃ আজকে দুপুরের আগেই আমরা অটো যোগে চলে আসবো মনপুরা দ্বীপের লঞ্চ ঘাটে। আমরা ফিরতি যাত্রার জন্য উঠে যাবো লঞ্চে।
❑❑❑ইভেন্ট ফিঃ
৫৫০০ টাকা জনপ্রতি। (ডেকে যাওয়া আসা)
কেবিনে কেউ আসা যাওয়া করতে চাইলে অন্তত৭-৮ দিন আগে থেকেই জানাতে হবে এবং খরচ আলোচনা সাপেক্ষে।
+=+=+=+=+=+=+=+=+=+=+=+=+=+=+=+=+=+=+=+=+=+=+=+=
+=+=+=+=+=+=+=+=+=+=+=+=+=+=+=+=+=+=+=+=+=+=+=+=
❑❑❑ইভেন্ট ফি তে যা যা পাচ্ছেনঃ
◘ ঢাকা-হাতিয়া- নিঝুমদীপ -মনপরা- ঢাকা যাওয়া আসা লঞ্চের ডেকে যাওয়া এবং নিঝুমদ্বীপ-মনপুরা ট্রলার সহ অন্যান্য সকল পরিবহন খরচ।
◘১৫তারিখ সকাল থেকে ১৭তারিখ রাতের খাবার তবে যেহেতু ক্যাম্পিং ইভেন্ট সেই ক্ষেত্রে খাওয়া দাওয়ার মেনু এর কোন ঠিক নাই । যখন যা পাওয়া যাবে তাই দিয়ে ভুড়ি ভোজন হবে এবং এটা মেনে নিতে হবে।
◘ গাইড সার্ভিস।
◘ তাবু ব্যবস্থা আমরাই করবো।
+=+=+=+=+=+=+=+=+=+=+=+=+=+=+=+=+=+=+=+=+=+=+=+=
❑❑❑যা যা থাকছে না ইভেন্ট ফি তেঃ
◘ ব্যাক্তিগত মেডিসিন।
২। ব্যাক্তিগত যে কোন খরচ।
+=+=+=+=+=+=+=+=+=+=+=+=+=+=+=+=+=+=+=+=+=
#কনফার্মেশন_সিস্টেমঃ 💥💥💥
মৌখিক কনফার্মেশন কোনো ভাবেই গ্রহণযোগ্য নয়, আসন কনফার্ম করার জন্য অবশ্যই আপনাকে 2040 টাকা অগ্রিম প্রদান করে আসন কনফার্ম করতে হবে।
⦿ যেভাবে_বুকিং_দিবেনঃ
বুকিং মানি হিসেবে ২০০০ টাকা ( #অফেরতযোগ্য) জনপ্রতি অগ্রিম দিয়ে আসন বুক করতে হবে। বাকি টাকা ভ্রমন শুরু হবার আগেই দিয়ে দিতে হবে।
🔸বিকাশ নাম্বার: ০১৯১৬২২২৩৯৯(পার্সোনাল)-অবশ্যই বিকাশ চার্জ সহ প্রদান করতে হবে।
🔸নগদ নাম্বার: ০১৯১৬২২২৩৯৯ (পার্সোনাল)-অবশ্যই নগদ চার্জ সহ প্রদান করতে হবে।
বিঃদ্রঃ টাকা পাঠানোর পূর্বে ও পরে ফোন কল করে আপনার নামটি নিশ্চিত করুন।
অথবা টেক্সট/ইনবক্স করে বা ইভেন্টে পোস্ট দিয়েও জানাতে পারেন।
🔸আমাদের অফিসে এসে ও সরাসরি ট্রিপ বুকিং করতে পারেন।
আমাদের অফিসঃ
৮৭/৯২ বি, গ্রীন রোড, ফার্মগেট, ফার্মভিউ সুপার মার্কেট,
৪র্থ তলা, দোকান নংঃ ২৬/১।
🔸ব্যাংক একাউন্টেও টাকা জমা দিতে পারেন
🔸Bank Name: Dutch Bangla Bank Limited
Branch Name: IslamPur Dhaka
Account Name: EXTREME TREKKER OF BANGLADESH (ETB)
Account Number: 118-110-0048812
-----------------
🔸Bank Name: IFIC Bank
Branch Name: North Brook Hall road Branch
Account Name: setu chandra das
Account Number: 0200254721811
⦿ অথবা হোস্টের সঙ্গে দেখা করেও টাকা জমা দিতে পারেন।
⦿ এটি ETB এর একটি বানিজ্যিক ইভেন্ট। পরিস্থিতি বিবেচনায় ইভেন্টের যেকোন প্রকার পরিবর্তন, সংশোধন, সংযোজন, বিয়োজন ও বাতিল করার পূর্ণ ক্ষমতা সর্বসত্ত্ব সংরক্ষন করে।
অংশগ্রহণকালীন সময় যেগুলো মেনে চলতে হবেঃ
বিশেষভাবে_খেয়াল_করুনঃ
⦿সর্বোপরি ভ্রমণ পিপাসু মন থাকতে হবে,ভ্রমণের সময়ে যেকোন ধরনের সমস্যার সম্মুখীন হতেই পারে,সেটা সমাধান করার জন্য ধৈর্য্য ধরে অপেক্ষা করার ভাল একটা মানসিকতা থাকা জরুরী।
⦿মেয়েদের নিয়ে কোনো খারাপ কমেন্টস অথবা ইভটিজিং করা যাবেনা।
⦿ কোন ধরনের মাদকদ্রব্য সেবন বা সাথে নেওয়া সম্পূর্ণ নিষিদ্ধ।
⦿ বাসের সিট প্লান নিয়ে কোনো তর্ক করা যাবেনা,এটা আগে বুকিং ভিত্তিতে বন্টন করা হবে।
⦿ টিম লিডারের সকল সিদ্ধান্ত মেনে নিতে হবে।
বুকিং এর শেষ দিনঃ আসন খালি থাকা সাপক্ষে বুকিং চলবে।
✅ বুকিং অথবা যে কোন প্রয়োজনে হোস্টের সঙ্গে কথা বলুনঃ
☎️০১৮১০০৫৪৩২২ ☎️ ০১৯১৬২২২৩৯৯
Advertisement
Where is it happening?
নিঝুম দ্বীপ, হাতিয়া, নোয়াখালী,Bhola, Chittagong, Bangladesh, ComillaEvent Location & Nearby Stays: