নারীদের জন্য "নকশীকাঁথার জমিন"-এর বিশেষ প্রদর্শনী
Schedule
Mon, 06 Jan, 2025 at 04:00 pm
UTC+06:00Location
Star Cineplex Bashundara City | Dhaka, DA
Advertisement
বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে নারীর বঞ্চনা, ত্যাগ ও সংগ্রামের আখ্যান চলচ্চিত্রে খুব বেশি উঠে আসেনি।
"নকশীকাঁথার জমিন" চলচ্চিত্রটি মুক্তিযুদ্ধের ইতিহাসে উপেক্ষিত প্রান্তিক নারীদের বয়ান। বাংলাদেশের নারীদের, বিশেষ করে শ্রমজীবী নারীদের মুক্তির সংগ্রাম এখনো চলছে। নারীদের সংগ্রাম কে সম্মান জানিয়ে ও তাঁদের অনুপ্রাণিত করতে "নকশীকাঁথার জমিন"-এর দল বসুন্ধরা সিটির শপিং মলের স্টার সিনেপ্লেক্সে ৬/১/২০২৫ সোমবার বিকাল ৪:১৫তে সকল শ্রেণির নারীদের জন্য আয়োজন করেছে "নকশীকাঁথার জমিন"-এর এক বিশেষ প্রদর্শনী। আপনারা আমন্ত্রিত।
Advertisement
Where is it happening?
Star Cineplex Bashundara City, Level 8, Bashundhara City, 13/3 Ka, Panthapath, Tejgaon, Dhaka-1215,Dhaka, BangladeshEvent Location & Nearby Stays: