নটর ডেম কালচারাল ক্লাব আয়োজিত অন্তঃকলেজ সাংস্কৃতিক প্রতিযোগিতা "সুরের বাঁধন ২০২৫"
Schedule
Fri, 31 Oct, 2025 at 08:00 am
UTC+06:00Location
Notre Dame College, Dhaka, Dhaka Division, Bangladesh | Dhaka, DA
Advertisement
সংস্কৃতি এক বিশাল সম্ভার যা গঠিত হয়েছে চিন্তা, নৈতিকতা, জ্ঞান, বিশ্বাস এবং সমাজ জীবনের সংস্পর্শে অর্জিত ও বিকশিত মানবিক মূল্যবোধের সম্মেলনে। একজন শিক্ষার্থীর জীবন তখনই সার্থক হয় যখন সে ব্যক্তি ও সমাজ জীবনের স্বাতন্ত্র্য লাভ করে। আর সেই স্বাতন্ত্র্য অর্জনের পেছনে প্রত্যক্ষ এবং মুখ্য ভূমিকা পালন করে সংস্কৃতি। সংস্কৃতির সাহচর্যেই মানুষ তার মানবীয় বৈশিষ্ট্যগুলোর উৎকর্ষ সাধনে সফল হয়। একজন শিক্ষার্থীর পরিচয় ফুটে ওঠে তার নিজস্ব সংস্কৃতি লালন ও ধারণের মাধ্যমে। শিক্ষার্থীদের এই মানবিক মূল্যবোধ গঠনে নটর ডেম কালচারাল ক্লাবের ভূমিকা অতুলনীয়।নটর ডেম কালচারাল ক্লাব বাংলাদেশের সাংস্কৃতিক অঙ্গনে একটি উল্লেখযোগ্য নাম। শিক্ষার্থীদের অন্তর্নিহিত প্রতিভার বিকাশ ও পরিস্ফুটনের উদ্দেশ্যে প্রতি বছরের মতো এ বছরেও নটর ডেম কালচারাল ক্লাব আয়োজন করতে যাচ্ছে অন্তঃ কলেজ সাংস্কৃতিক প্রতিযোগিতা "সুরের বাঁধন ২০২৫"।
▪️প্রতিযোগিতার বিষয়সমূহ :
অফলাইন
১. সংগীত প্রতিযোগিতা
❖ রবীন্দ্রসংগীত
❖ নজরুলসংগীত
❖ উচ্চাঙ্গসংগীত
❖ লোকসংগীত
❖ দেশাত্মবোধকসংগীত
❖ আধুনিকসংগীত
২. সাধারণ নৃত্য
৩. যন্ত্রসংগীত প্রতিযোগিতা
❖ তবলা
❖ গিটার
❖ অন্যান্য ( বাঁশি, খোল ইত্যাদি)
৩. বিটবক্সিং কনটেস্ট
৪. হাতের লেখা প্রতিযোগিতা
❖ বাংলা হাতের লেখা
❖ ইংরেজি হাতে লেখা
৫. উপস্থিত বক্তৃতা
৬. বইভিত্তিক কুইজ
❖ নিষিদ্ধ লোবান - সৈয়দ শামসুল হক
❖ রাইফেল রোটি আওরাত - আনোয়ার পাশা
অনলাইন
১. গ্রাফিক্স ডিজাইনিং কনটেস্ট
❖ পোস্টার ডিজাইন, লোগো ডিজাইন, ফটো ম্যানিপুলেশন ইত্যাদি
২. কনটেন্ট রাইটিং
❖ স্বলিখিত গল্প, প্রবন্ধ, ভ্রমণ কাহিনী ইত্যাদি ( অনধিক ১০০০ শব্দ)
৩. ফটোগ্রাফি কনটেস্ট
❖ মোবাইল ফটোগ্রাফি
❖ ডিএসএলআর ফটোগ্রাফি
** বিঃদ্রঃ** প্রতিযোগিতাগুলো ৩১ শে অক্টোবর
রোজ শুক্রবার নটর ডেম কলেজে অনুষ্ঠিত হবে। সকল প্রতিযোগিতা দর্শকদের জন্য উন্মুক্ত থাকবে।
▪️প্রতিযোগিতার নিয়মাবলি:
১. প্রতিযোগিতাগুলোতে শুধুমাত্র নটর ডেম কলেজে অধ্যয়নরত ২৭ ব্যাচের শিক্ষার্থীরা অংশগ্রহণ করতে পারবে।
২. প্রতিটি প্রতিযোগিতা একক (Solo) হবে।
৩. সংগীতের সেগমেন্টসমূহ ও যন্ত্রসংগীত সেগমেন্টের জন্য নির্দিষ্ট বরাদ্দকৃত সময়ের মধ্যে পারফর্মেন্স উপস্থাপন করতে হবে।
৪. অনলাইন সেগমেন্টের বিষয়গুলো রেজিস্ট্রেশন শুরু হওয়ার পর প্রদেয় গুগল ফর্মের মাধ্যমে জমা দিতে হবে। কনটেন্ট রাইটিং প্রতিযোগিতার লেখা গুগল ফর্মে MS, Word/Docs ফরম্যাটে সাবমিট করতে হবে।
৫. গ্রাফিক্স ডিজাইনিং ও ফটোগ্রাফি কনটেস্টে একবার রেজিস্ট্রেশনে শুধু ১টি ছবি সাবমিট করা যাবে।
রেজিস্ট্রেশনের জন্য টিম ভবন ও গাঙ্গুলি ভবনের নিচ তলায় রেজিস্ট্রেশন বুথ বসবে।
ইভেন্ট সংক্রান্ত তথ্য সম্পর্কে কোনো প্রশ্ন থাকলে নটর ডেম কালচারাল ক্লাবের অফিসিয়াল ফেসবুক পেজে যোগাযোগ করুন।
পেইজের লিংক:
https://www.facebook.com/NDCCDhaka
অথবা, আমাদের সাথে যোগাযোগ করুন:
Sadman Shariyer
01753932045
https://www.facebook.com/share/19nL82cbrN/
Parthib Tarafder
01725473610
https://www.facebook.com/share/1BTZaM71s9/
Advertisement
Where is it happening?
Notre Dame College, Dhaka, Dhaka Division, BangladeshEvent Location & Nearby Stays: