দ্রোহের তর্ক ১.০

Schedule

Fri Nov 01 2024 at 08:00 am to Sat Nov 02 2024 at 11:00 pm

Location

মাস্টার'দা সূর্যসেন হল, ঢাকা বিশ্ববিদ্যালয় | Dhaka, DA

Advertisement
“বিরোধের পথে আসুক জয়
দ্রোহের তর্কে নতুন সূর্যোদয়”
'দ্রোহের তর্ক ১.০' সূর্য সেন বিতর্ক ধারা কর্তৃক আয়োজিত এই বিতর্ক প্রতিযোগিতা শুধু যুক্তির মঞ্চ নয়, এটি দ্রোহের ইতিহাসের প্রতিধ্বনি। এই প্রতিযোগিতার প্রতিটি শব্দ, প্রতিটি যুক্তি আমাদের জাতীয় সংগ্রামের নানা অধ্যায়কে স্মরণ করাবে, বীরত্ব ও প্রতিবাদের গৌরবময় কাহিনীকে জীবন্ত করে তুলবে।
প্রথম অধ্যায় সূচনা হয় সেই ব্রিটিশ বিরোধী আন্দোলনের সময়। সূর্য সেন—যার নামে আমাদের ক্লাব—তিনি ছিলেন দ্রোহের অন্যতম প্রতীক, যিনি ব্রিটিশ সাম্রাজ্যের বিরুদ্ধে তারুণ্যকে জাগ্রত করেছিলেন। সেই সময়কার প্রতিটি আন্দোলন, প্রতিটি সাহসী অভিযান যেন আমাদের মঞ্চে পুনরুজ্জীবিত হবে, প্রতিযোগীরা প্রতিটি যুক্তিতে অনুভব করবে সেই সংগ্রামের উষ্ণতা।
১৯৭১ সালের মুক্তিযুদ্ধ আমাদের ইতিহাসের মহত্তম অধ্যায়, যেখানে বাঙালি জাতি তাদের স্বাধীনতার জন্য অস্ত্র ধরেছিল। এই যুদ্ধ ছিল শুধু একটি রাষ্ট্র প্রতিষ্ঠার নয়, ছিল মুক্তির সংগ্রাম, ছিল অসমতা আর শোষণের বিরুদ্ধে চিরন্তন দ্রোহের প্রকাশ। সেই ঐতিহ্যকে সামনে রেখে 'দ্রোহের তর্ক' বিতর্কের মাধ্যমে নতুন প্রজন্মের মাঝে সেই চেতনাকে পৌঁছে দিতে চায়।
এরপর আসে ১৯৯০ সালের এরশাদবিরোধী গণআন্দোলন, যেখানে তরুণ-তরুণীরা আবারও রাজপথে নেমেছিল স্বৈরাচারের অবসান ঘটাতে। সেই বিপ্লবী উদ্দীপনা, সাহসিকতার মশাল আবার জ্বলবে আমাদের বিতর্ক মঞ্চে। গণতন্ত্রের জন্য যুদ্ধে আমরা কখনো পিছিয়ে যাইনি, আর যাব না।
সবশেষে, এবছর জুলাই-আগস্টে সংগঠিত বৈষম্যবিরোধী বা ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের কথা স্বর্নাক্ষরে লেখা থাকবে বাংলাদেশের ইতিহাসে। সমতার দাবিতে, অন্যায় ও ফ্যাসিবাদের প্রতিবাদে যারা রাস্তায় নেমেছিল, তারা ছিলেন আধুনিক যুগের দ্রোহী। আজকের বিতর্ক সেই আন্দোলনের স্পৃহা থেকে অনুপ্রাণিত হয়ে, নতুন প্রজন্মকে উদ্দীপ্ত করবে সাম্যের সংগ্রামে অবিচল থাকতে। 'দ্রোহের তর্ক ১.০' হবে সেইসব দ্রোহের প্রতীকী সংগ্রাম যেখানে শুধু ইতিহাসের পুনরুত্থান হবে না, বরং নতুন ইতিহাস সৃষ্টির পথচলা শুরু হবে। এখানে যুক্তির তরবারিতে প্রতিপক্ষ পরাস্ত হবে, কিন্তু সম্মানিত থাকবে দ্রোহের চেতনা।আপনারাই হবেন সেই আগামীর যোদ্ধা যারা তর্কের মাধ্যমে রচনা করবেন নতুন এক সূর্যোদয়।
ইভেন্ট সমূহঃ
১. আন্তঃ ক্লাব বিতর্ক প্রতিযোগিতা (বিশ্ববিদ্যালয় পর্যায়)
২. আন্তঃ বিশ্ববিদ্যালয় বারোয়ারি বিতর্ক প্রতিযোগিতা।
৩. অন্তঃ হল বক্তৃতা প্রতিযোগিতা।
৪. 'অর্ক' প্রকাশনী উৎসব।
বিস্তারিত যোগাযোগঃ
মোঃ মাসুম বিল্লাহ
সভাপতি
সূর্য সেন বিতর্ক ধারা
মোবাইলঃ 01518990893
আসাদুল্লাহ আল গালিব
সাধারণ সম্পাদক
সূর্য সেন বিতর্ক ধারা
মোবাইলঃ 01792887591
#দ্রোহের_তর্ক
#SSBD
Advertisement

Where is it happening?

মাস্টার'দা সূর্যসেন হল, ঢাকা বিশ্ববিদ্যালয়, Nilkhet road, Dhaka,Dhaka, Bangladesh

Event Location & Nearby Stays:

\u09b8\u09c2\u09b0\u09cd\u09af \u09b8\u09c7\u09a8 \u09ac\u09bf\u09a4\u09b0\u09cd\u0995 \u09a7\u09be\u09b0\u09be

Host or Publisher সূর্য সেন বিতর্ক ধারা

It's more fun with friends. Share with friends