দেশের ২য় ও ৪র্থ সর্বোচ্চ চূড়ায় TripBd
Schedule
Thu, 22 Dec, 2022 at 10:00 am to Tue, 27 Dec, 2022 at 06:00 am
Location
Kalabagan | Dhaka, DA
Advertisement
এটি Trip Bd.. Advanture and Tourism এর একটি লাভজনক ইভেন্ট।আমাদের গ্রুপ এবং অন্যান্য ইভেন্ট সম্পর্কে জানতে লিংকে গিয়ে জয়েন করুন।⭕ গ্রুপ লিংক
https://www.facebook.com/groups/TripBd
⭕ পেজ লিংক:
https://www.facebook.com/trip2bd
ইভেন্টে যাওয়ার সম্ভাবনা থাকলে ইন্টারেষ্টে ক্লিক করে রাখুন যাতে সার্বক্ষণিক আপডেট পেতে পারেন।কনফার্ম করার আগে ইভেন্ট ভালোভাবে পড়ে নিবেন।কনফার্ম করার পর ইভেন্ট আপনার ওয়ালে শেয়ার করে রাখতে পারেন যাতে আপনার পরিচিতরাও যাবার সুযোগ পায়।
সকল ভ্রমণ পিপাসুদের কাছে জৌতলাং এবং যোগী হাফং পরিচিত দুটি নাম। আন-অফিশিয়ালি জৌতলাং বা মদক মুয়াল বাংলাদেশের ২য় সর্ব্বোচ্চ পাহাড় এবং যোগী হাফং বা কংদুক ৪র্থ সর্ব্বোচ্চ পাহাড়। বাংলাদেশ-মায়ানমার সীমান্তে বেশ দুর্গম অঞ্চলে অবস্থিত মোদক রেঞ্জের অন্তর্ভুক্ত এ পাহাড় দুটি। বাংলাদেশের মধ্যে মদক রেঞ্জের পাহাড়গুলোর উচ্চতাই সবচেয়ে বেশি। এই রেঞ্জের পাহাড় গুলো স্বমহিমায় দাঁড়িয়ে বাংলাদেশ হতে মায়ানমার কে পৃথক করেছে।
? সময়কাল: ২২ ডিসেম্বর রাত ১০ টা থেকে ২৭ ডিসেম্বর ভোর ৬ টা পর্যন্ত।
? ভ্রমণের খরচ টাকা জনপ্রতি।
? এই ভ্রমন খরচে যা যা থাকছে :
# ঢাকা - বান্দরবান - ঢাকা নন এসি বাসে যাওয়া আসা।
# বান্দরবন – থানচি - বান্দরবান চাঁন্দের গাড়িতে যাওয়া আসা।
# থানচি - রেমাক্রি - থানচি নৌকায় যাওয়া আসা।
# সকল প্রকার লোকাল ট্রান্সপোর্ট খরচ।
# জৌতলাং,যোগিহাফং, দলিয়ান পাড়া, রেমাক্রি, তিন্দু ঘুরে দেখা।
# স্থানীয়দের পাড়ার মধ্যে শেয়ার বেসিসে রাত্রিযাপন।
# ৪ দিনের সকালের নাস্তা, দুপুরের খাবার ও রাতের খাবার
# সকল ধরনের গাইড খরচ।
# শুকনা খাবার।
? যা যা থাকছেনা :
# কোনো ধরণের ব্যক্তিগত খরচ।
# মধ্যরাতের হাইওয়ে বিরতিতে কোন খাবার।
# ব্যাক্তিগত ঔষধ।
? কনফার্ম করার শেষ সময়: ১২ ডিসেম্বর
কনফার্ম করার জন্য নির্ধারিত তারিখের মধ্যে ৩০৬০ টাকা জমা দিতে হবে (অফেরতযোগ্য)।
কনর্ফামের টাকা বিকাশের মাধ্যমে পাঠাতে পারেন। বিকাশ করার পর ফোন দিয়ে অথবা মেসেজ দিয়ে কনফার্ম হয়ে নিবেন।
⭕ বিকাশ নাম্বার : 01911666150 (পার্সোনাল)
? ভ্রমন বিস্তারিত :
⭕ দিন-০
# সায়দাবাদ থেকে রাতের বাসে যাত্রা শুরু ।
# হাইওয়েতে যাত্রা বিরতি।
⭕দ
বান্দরবন নেমে সকালের নাস্তা করে সোজা থানচি চলে যাবো।নেমে দুপুরের খাবার শেষ করে বিজিবির অনুমতি ও গাইড নিয়ে ইঞ্জিন চালিত নৌকা ঠিক করে চলে যাব রেমাক্রী।রেমাক্রী থেকে ৩ ঘন্টার ট্র্যাক।আমরা দ্রুত পা ফেলে হেটে চলে যাব দলিয়ান পাড়া।সবাই সাথে পানির বোতল,শুকনো খাবার ও চকোলেট আর খেজুর রাখবো। দলিয়ান পাড়ায় পৌছেই রাতের খাবার খেয়ে দিব ঘুম।পর দিন সকাল ৫ টায় উঠতে হবে।
⭕দিন-২
সকালের ভাত খেয়েই দলিয়ানপাড়া থেকে সকাল ৬ টায় বের হয়ে জৌতলং চলে যাব। জৌতলং ঘুরে এসে আবার দলিয়ানপাড়া থাকব। সন্ধ্যায় বসবে আমাদের গানের আসর আর আড্ডা।১১টার মদ্ধে রাতের খাবার খেয়েই ঘুমিয়ে যাব কারন পরদিন খুব ভোরে উঠতে হবে।
⭕দিন-৩
খুব ভোরে উঠে খেয়েই যোগীহাফং এর উদ্দেশ্যে রওনা দিব। যোগীহাফং ঘুরে এসে থাকব দলিয়ান পাড়ায়।
⭕দিন-৪
ভোরে ঘুম থেকে উঠে নাস্তা করে রেমাক্রি চলে আসবো।রেমাক্রি থেকে থানচির উদ্দেশ্যে যাত্রা শুরু করবো।থানচি থেকে চান্দের গাড়িতে করে যাত্রা শুরু করব বান্দরবানের উদ্দেশ্যে।বান্দরবন নেমেই রাতের খাবার খেয়ে নিব।এরপর বান্দরবন থেকে রাতের বাসে ঢাকার উদ্দেশ্যে রওনা দিব।
⭕দিন-৫
# সবকিছু ঠিকঠাক থাকলে আশা করি ভোর ৬টা নাগাদ আমরা ঢাকায় পৌঁছে যাবো।
? যা যা সাথে নিতে হবে :
# জাতীয় পরিচয় পত্র অথবা পাসপোর্ট এর ফটোকপি অবশ্যই সাথে রাখতে হবে।
# একেবারেই হালকা একটি কাঁধে ঝোলানো ব্যাগ।
# ৩দিন পড়ার মতো হালকা জামা কাপড়। (কাপড় যত কম নেওয়া যায় তত ভাল,কারন ট্রেকিং এর সময় আপনাকেই ব্যাগ বহন করতে হবে)।
# গামছা,শর্ট প্যান্ট,মাথার ক্যাপ,সানগ্লাস।
# ট্রেকিং উপযোগী হালকা স্যান্ডেল।
# পানির বোতল।
# এংলেট,নি-গার্ড।
# হালকা খাবার (চকোলেট,কাজুবাদাম,বিস্কুট)।
# ক্যামেরা এবং এর বাড়তি ব্যাটারি।
# বাড়তি চার্জের জন্য পাওয়ার ব্যাংক।
# পলিব্যাগ (ক্যামেরা, মোবাইল বৃষ্টির পানি থেকে বাঁচানোর জন্য।ভেজা কাপড় রাখার প্রয়োজনে লাগতে পারে)।
# প্রয়োজনীয় মেডিসিন (পেইন কিলার, মাসেল রিল্যাক্সেন্ট,ম্যালেরিয়ার প্রতিষেধক,ওরস্যালাইন)।
# মশার হাত থেকে বাঁচার জন্য অডোমস ক্রিম।
# সাঁতার না জানলে লাইফ জ্যাকেট সাথে নিবেন।
? বিশেষ দ্রষ্টব্য :
# পরিস্থিতির পরিপ্রেক্ষিতে যে কোনো সময় ভ্রমণ পরিকল্পনার যে কোনো কিছু পরিবর্তিত বা পরিমার্জিত হতে পারে।এটি যেহেতু একটি ট্রেকিং ট্রিপ তাই অবশ্যই নিজের মধ্যে মানিয়ে নেয়ার মন মানসিকতা থাকাটা জরুরি।
# গ্রুপের কারো সম্মানহানি হয় এমন কোনো আচরন করা যাবে না।
# যেখানে সেখানে ময়লা,শুকনো খাবারের প্যাকেট,পাস্টিক বোতল/জার,কলার খোসা, ইত্যাদি ফেলা কঠোরভাবে নিষিদ্ধ।
# মাদক বহন এবং সেবন নিষিদ্ধ।
আশা করি সবকিছু মেনেই আপনি Trip Bd এর একজন ট্যুর মেম্বার হবেন।আমরা থাকব আপনার পাশে।
ট্রিপের সম্পর্কে বিস্তারিত জানতে ও কনফার্ম করতে এবং ট্রিপ এর সকল ডিটেইল পড়ে কোন জিজ্ঞাসা বা কনফিউশন থাকলে নিচের নাম্বার গুলোতে যোগাযোগ করতে পারেন:
তৃষা : 01912823837
লাবিব: 01881840483
উজ্জ্বল: 01743689600
⛺ TripBd (Advanture and Tourism)
Advertisement
Where is it happening?
Kalabagan, Dhanmondi,Dhaka, BangladeshEvent Location & Nearby Stays: