দার্জেলিং এবং সিক্কিম ভ্রমণে টিজিবি (১০ সেপ্টেম্বর)
Schedule
Thu Oct 10 2024 at 08:00 pm to Thu Oct 17 2024 at 07:00 am
Location
20/5 West Panthapath (3rd Floor), Colonel Rashid Square, Panthapath, 1205 Dhaka, Bangladesh | Dhaka, DA
Advertisement
** ইভেন্টের নামঃ দার্জেলিং এবং সিক্কিম ভ্রমণে টিজিবি (১০ অক্টোবর)** অর্গানাইজেশনঃTour Group BD
** ভ্রমণের ধরনঃ রিলেক্স।
** যাত্রা শুরুঃ ১০ অক্টোবর রাত ০৮ টা।
** যাত্রার শেষঃ ১৭ অক্টোবর সকাল ৭ টা।
********************************************
*** প্যাকেজঃ-
- প্যাকেজ প্রাইজ ১৬৯০০/- রুপি পার পারসন। (চ্যাংড়াবান্ধা টু চ্যাংড়াবান্ধা)
- প্যাকেজ প্রাইজ ১৬৬০০/- রুপি পার পারসন। (শিলিগুড়ি টু শিলিগুড়ি)
ঢাকা থেকে বাসে/ট্রেনে যাতায়াত চার্জ যুক্ত হবে। বাসের টিকেট আমারা করে দিতে পারি । ট্রেন নিজের
নন এসি বাস ৩২০০ টাকা (যাওয়া আসা)
এসি (২ঃ১) বাস ৫০০০ টাঁকা (যাওয়া আসা)
( বিদ্রঃ এটা আমাদের বাজেট ট্রিপ। এই ট্রিপ বেশি রিলেক্সের জন্য দার্জেলিং রাখা হয়েছে ইনশাআল্লাহ আপনাদের ভালো লাগবে )
#সাইডসিন= সমু/বোলেরো জিপ।
পার্মিশন এবং এন্ট্রি টিকেট সব ইনক্লুড এবং সেই সাথে গ্রুপের সবার জন্য থাকছে ট্যুর গ্রুপ বিডির পক্ষ থেকে একটি করে টি-শার্ট।
#রুম পলিসিঃ এক রুমে দুই জন। স্টান্ডার্ড কোয়ালিটি।
কাপলদের জন্য কোন এক্সট্রা চার্জ নেই।
#এক রুমে একা থাকতে চাইলে এক্সট্রা ৭৫০০/- টাকা এড করতে হবে সিক্কিমের ক্ষেত্রে।
--------------------------------------------------
** বুকিং মানিঃ ১৫,০০০ টাকা। (#অফেরতযোগ্য)
এবং বাকি টাকা ফুল পেইমেন্ট ভ্রমণের দুইদিন আগে করতে হবে।
--------------------------------------------------
** হোটেলের মান এবং খাবারের মান হবে স্ট্যান্ডার্ড।
#বুকিং এর জন্যঃ +8801840238946,
অথবা +8801877722854,+8801911580907
এবং পরামর্শ বা কোন কিছু জানার জন্য অথবা কর্পোরেট ট্যুরের জন্য কল করুন
#টিজিবি হেল্প লাইনঃ +8801877722851 থেকে +8801877722855।
-----------------------------------------
?সিকিমঃ সিক্কিম বা সিকিম ভারতের উত্তর-পূর্বাঞ্চলের একটি রাজ্য এবং উল্লেখযোগ্য পর্যটন কেন্দ্র।এর উত্তর ও উত্তর-পূর্বাঞ্চলে চীনের স্বায়ত্তশাসিত অঞ্চল তিব্বত, পূর্বে ভুটান, পশ্চিমে নেপাল এবং দক্ষিণে ভারতের অপর একটি রাজ্য পশ্চিমবঙ্গ। পূর্ব হিমালয় অঞ্চলের একটি অংশ সিকিম, আল্পাইন এবং উপক্রান্তীয় জলবায়ু সহ এর জীব বৈচিত্র্যের জন্য উল্লেখযোগ্য এবং সেইসাথে সিকিমে অবস্থিত কাঞ্চনজঙ্ঘা ভারতের সর্বোচ্চ পর্বত শিখর এবং পৃথিবীতে তৃতীয় সর্বোচ্চ পর্বত শিখর। সিকিমের রাজধানী ও বৃহত্তম শহর গ্যাংটক।
রাজ্যের প্রায় ৩৫% এলাকা কাঞ্চনজঙ্ঘা জাতীয় উদ্যান দ্বারা আচ্ছাদিত। বাংলাদেশীদের জন্য ডিসেম্বর ২০১৮ তে ওপেন করে দেওয়া হয় সিকিম।কাঞ্চনজঙ্ঘা, দারুন দারুন সব ফ্রোজেন লেক, ঝর্না,পাহাড় এবং ভ্যালি'র জন্য বিখ্যাত সিকিম।।
?ভ্রমণের আওতায় যা যা থাকছে:
--------------------------------
- অভ্যন্তরীণ যাতায়তের জন্য থাকবে সমু জীপ ।
- স্ট্যান্ডার্ড ডিলাক্স হটেলে থাকার খরচ।
- যাত্রা শুরুর পরেরদিন সকাল থেকে প্রতিদিন ৩ বেলা খাবার।
সকাল+দুপুর+লাঞ্চ ।
- সকল পার্মিশন, গাইড ফি।
(ট্যুর যাতে সুন্দর হয় এর জন্য ঢাকা থেকে একজন গাইড এবং সিক্কিম থেকে একজন গাইড সাথে থাকবে। সকল এন্ট্রি টিকেট খাবার প্যাকেজে ইনক্লুড )
??আমাদের ভ্রমণ পরিকল্পনা কিছুটা এইরকমঃ
--------------------------------
০ দিন, ১০ অক্টোবর
রাতের বাসে ঢাকা থেকে চ্যাংড়াবান্ধা স্থলবন্দর।
১ম দিন ১১ অক্টোবর
বর্ডার পার করে দুপুরের খাবার খেয়ে সেভকের উদ্দেশ্যে রওনা। পুরো রাস্তা আমরা ওয়েস্ট বেঙ্গল ফরেস্ট দেখতে দেখতে যাবো। আমারা শিলিগুড়ি হয়ে দার্জেলিং যাব হোটেল চেক ইন করে সবাই ফ্রি টাইম পাবেন রেস্ট করার পরে বিকালের পরে বা সন্ধ্যায় আসে পাশের বাজার ঘুরাঘুরি করার সময় পাবেন। রাতে ডিনার করে দার্জেলিং থাকব।
২য় দিন ১২ অক্টোবর
সকালে খাবার খেয়ে টাইগার হিল, বাতাসিয়া লুপ , জাপানিস টেম্পল ,ঘুমস্টেশন এবং লামাহাটা ইকো পার্ক ঘুরে রাংপো চেকপোস্ট হয়ে গ্যাংটকের উদ্দেশ্যে যাত্রা করব।
বিকাল অথাবা সন্ধ্যায় গ্যাংটক পৌছে হোটেল চেক ইন।
৩য় দিন, ১৩ অক্টোবর
আমরা গ্যাংটক থেকে সাঙ্গু লেকের দিকে যাবো। যার জন্য আগে থেকে পার্মিশন করিয়ে রাখা হবে। সাঙ্গু লেক ভ্রমণ করে আমরা বিকেলে ফিরবো। তারপরে এমজি মার্গে ইচ্ছেমত ঘুরে বেড়াবো।
৪র্থ দিন, ১৪ অক্টোবর
সকালে পার্মিশন নিয়ে আমরা নর্থ সিকিমের দিকে যাবো। এই যাত্রাটা সম্পুর্ন রোমাঞ্চকর হবে।বেশ কিছু ঝর্ণা পাবো পথে আমরা। পুরো পথটাই সাইটসিন করতে করতে যাবো।সন্ধ্যা রাতে ল্যাচুং পৌছে হোটেলে বিশ্রাম।
৫ম, দিন, ১৫ অক্টোবর
ভোরের বেলাই আমরা ইয়ামথাং ভ্যালির এর দিকে যাবো। সেখানে সময় কাটাবো।
সবকিছু ঘুরে আমরা দুপুরে ল্যাচুং এসে দুপুরের খাবার খেয়ে রওনা দিবো গ্যাংটকের দিকে। পৌছাতে রাত হবে।
৬ষ্ট, দিন, ১৬ অক্টোবর
ভোরে উঠে চ্যাংড়াবান্ধার উদ্দেশ্যে রউনা করব । দুপুরের খাবার সেভকে সেরে চ্যাংড়াবান্ধা বর্ডারের। সেখান থেকে সন্ধ্যার বাস ধরে ঢাকা।
১৭ অক্টোবর সকালে ঢাকায় থাকবো।
--------------------------------
?ভ্রমণের স্থান সমুহঃ
---------------------
#টাইগার হিল
#বাতাসিয়া লুপ
#ব্যকপোল
# লামাহাটা পার্ক
# সাংগু লেক
# বাটারফ্লাই ফলস
# লাচুং শহর
# ইয়ামথাং ভ্যালী'
# তিস্তা ডোম
# সময় সাপেক্ষে আরো কিছু স্পট।।
** **
পরিস্থিতি,আবহাওয়া বিচারে মূল পরিকল্পনায় কোন স্থান ভ্রমণ আগে পরে হতে পারে । অনেক সময় পার্মিশন এবং রাস্তার ইস্যু থাকে।তবে যাহাই হবে সবাই আলোচনা করেই হবে।
?ভ্রমণের আওতায় যা যা থাকছে নাঃ
---------------------------------------
- ঢাকা- চ্যাংড়াবান্ধা -ঢাকা (এসি/নন এসি বাসের টিকেট )।
- ট্রাভেল ট্যাক্স(১০০০/-) এবং ভিসা (৮৫০/-)জনিত খরচ।
- বর্ডারে যাতায়াতের সময় কিছু ফাস্ট মানি। (৬০০+/-)দিতে হয় অনেক ক্ষেত্রে, সেই খরচ যার যার টা বহণ করতে হবে।
- কোন রাইড যেমন কেবল কার (৩২৫ রুপি),স্কাই ওয়াক ২০০ রুপি অথবা ইয়াক রাইড (৮০০ রুপি )!
- লাচুং থেকে এক্সট্রা সাইড সিনের জন্য গাড়িভারা নেওয়া লাগলে (৫০০+/- রুপি) সেটা সবাই মিলে ভাগকরে দেব।
( লাচুং গেলে ইয়ামথাং ভ্যালি প্যাকেজে ইনক্লুড। এছারা বাকি সাইডসিন ঐখানে গিয়েই কনফার্ম করা যায়। কাজেই খরচ প্যাকেজে ইনক্লুড করা হয় নাই)
- কোন ব্যক্তিগত খরচ ।
- কোন ঔষধ ।
- কোন রকম ব্যক্তিগত বীমা ।
- রুম হিটার অনেকে লাচুং এ নেন এতে এক্সট্রা ২০০ থেকে-৩০০ রুপি পার রুম খরচ পরে। এটা যিনি নিচ্ছেন তাকেই দিতে হবে।
#ভিসাঃ------------------------
যাদের ভিসা করা নেই,তাদের ভিসা করতে হবে। ভিসা করতে প্রয়োজনীয় কাগজগুলো হচ্ছেঃ
১। ২×২ ল্যাব প্রিন্ট ছবি
২। এপ্লিকেশন ফর্ম, https://indianvisa-bangladesh.nic.in/visa/Registration
৩। এন আই ডি / স্মার্ট কার্ড / জন্ম নিবন্ধন কপি।
৪। বর্তমান ঠিকানা অনুযায়ী আপডেট ইউটিলিটি বিলের কপি।
৫। লাস্ট ৬ মাসের ব্যাংক স্টেটমেন্ট (মিনিমাম ব্যালেন্স ২০০০০ টাকা ) বিকল্প
১৫০ ডলার এনডোর্সমেন্ট।
৬। পেশাগত প্রমাণপত্র (NOC অথবা ট্রেড লাইসেন্স ইত্যাদি)
৭। লাস্ট ভিসা কপি (যদি থাকে)।
৮। MRP/Digital পাসপোর্ট কপি ।
৯। নতুন এবং পুরাতন পাসপোর্ট (একসাথে পিনাপ করে দিবেন)
১০। ৮৪০ টাকা ফি (UPAY/Bkash)
বিঃদ্রঃ - কাগজ গুলো নীচের সিরিয়াল অনুযায়ী সাজিয়ে দিবেন।
আর এখন থেকে কাউন্টারে ভিসা আবেদন জমা দেওয়ার পর, সেইম সিরিয়াল টোকেন নং দিয়ে, বায়োমেট্রিক
( দশ আংগুলের ছাপ) দিতে হবে।
ফর্মপুরনঃ-
টিজিবি অফিসে এসে পাসপোর্ট+ছবি+ইউটিলিটি বিলের কপি দিয়ে গেলে আমরা ফর্ম করিয়ে দিবো। নিজেরাও সহজেই করে নিতে পারবেন।
-------------------------------------------
?? প্রয়োজনীয় কাগজপত্র যা সাথে নিতে হবেঃ
১/ পাসপোর্ট সাইজ ছবি (১০ কপি)
২/ ভিসার স্ক্যান (১০ কপি)
৩/ পাসপোর্ট এর স্ক্যান কপি (১০ কপি)
** প্রতিটি কপি পার্মিশনের জন্য লাগবে। তাই প্রতিটি কপি ফাইল আকারে নিজের কাছে রাখবেন।
---------------------------------------------
# ব্যাগেজ যেভাবে নিতে হবেঃ
- অবশ্যই ট্রাভেল ব্যাগ (কাধে ঝোলানো) ।
- সিকিম শীত প্রধান এলাকা, তাই সাথে কিছু মোটা কাপড় রাখতে হবে।
এবং ওয়েদার রিপোর্ট নিয়ে ট্যুরের আগে রেইন কোড বা ছাতা লাগবে কিনা যেনে নেবেন।
- সানগ্লাস, হ্যাট, সান ক্রিম(যদি অতিরিক্ত ত্বক সচেতন হোন) ।
- প্রয়োজনীয় ঔষধ।
- ক্যমেরা এবং এর এক্সট্রা ব্যাটারি।
- চার্জের জন্য পাওয়ার ব্যাংক।
***********************************
?টাকা পাঠানোর উপায়ঃ-
ব্যাংক, মোবাইল ওয়ালেট যেমন বিকাশ এবং অফিসে এসে।
১/ ব্যাংকঃ Name: Tour Group BD
A/C:-16411026552,
Dutch Bangla Bank Ltd.(Mirpur Branch)
Routing Number: 090263136,
২/ বিকাশ মার্চেন্টঃ 01840238946 ( বিক্যাস পেমেন্ট অপশন থেকে পাঠাতে হবে খরচ সহ)
৩/বিকাশ পার্সোনালঃ 01877722855, 01877722851 (খরচ সহ পাঠাতে হবে) .
৪/ আমাদের অফিসের ঠিকানাঃ ২০/৫, পশ্চিম পান্থপথ (৪র্থ তলা), কর্নেল রশিদ স্কয়ার, পান্থপথ, ঢাকা-১২০৫ । (স্কয়ার হাসপাতালের পাশেই হোটেল পান্থপথ ভবন)
[অন্যান্য পেমেন্ট অপ্শনের জন্য ম্যানেজারের (01840238946 ) সাথে সরাসরি কথা বলে নিন।]
★★টাকা পাঠিয়ে নিচের ইনফরমেশন গুলি ম্যানেজারের নাম্বারে এস.এম.এস করে দেবেন
**আপনার/আপনাদের নামঃ
**ইভেন্টের নাম এবং তারিখঃ
**মোবাইল নাম্বারঃ
**টাকার পরিমানঃ
**টি-শার্ট সাইজঃ
**যে নাম্বার থেকে টাকা পাঠিয়েছেনঃ
**এবং যদি ব্যাংকে টাকা জমা দিয়ে থাকেন সেই ক্ষেত্রে জমা দেয়ার রিসিট টিজিবি পেইজে ইনবক্স অথবা ইভেন্টে শেয়ার দিতে পারেন।ইভেন্টের হোস্টের কাছেও জমা দিতে পারেন।
** রিপ্লে মেসেজে কনফারমেশন (মেসেজ অথবা টোকেন) নিয়ে নিতে হবে।।
************************************
??কনফার্ম করার আগে যে ব্যাপার গুলো অবশ্যই বিবেচনা করতে হবেঃ
* ট্রিপ কনফার্মেশন এর উপর ভিত্তি করে বাসের সিট এবং রিসোর্ট দেয়া হবে।
* এই ট্রিপ এ মোটামুটি হাঁটতে হতে পারে বিভিন্ন যায়গায়, যদিও খুব বেশি নয়।
* কেও আলাদা রুম নিতে চাইলে সেই ক্ষেত্রে কথা বলতে হবে আর জানাতে হবে আগে থেকেই, সম্ভব হলে করা হবে। অন্যথায় মেয়েরা আলাদা রুমে, ছেলেরা আলাদা রুমে থাকার ব্যবস্থা করা হবে।
? কোন কারনে রুট বন্ধ হয়ে গেলে সবাই মিলে যেটা সিদ্ধান্ত হয় সেটাই বিকল্প প্ল্যান হিসেবে মেনে নিতে হবে ।
******************
** শর্ত সমুহঃ
১- প্রথমেই একটি ভ্রমণ পিপাসু মন থাকতে হবে।
২- ভ্রমণকালীন যে কোন সমস্যা নিজেরা আলোচনা করে সমাধান করতে হবে।
৩- ভ্রমণ সুন্দর মত পরিচালনা করার জন্য সবাই আমাদেরকে সর্বাত্মক সহায়তা করতে হবে।
৪- আমরা শালিনতার মধ্যে থেকে সরবোচ্য আনন্দ উপভোগ করব।
৫- প্রতিটি যায়গা ই আমাদের নিজেদের, তাই তার সৌন্দর্য রক্ষা করা আমাদের দায়িত্ব। যেন টুরিসম এর কোন ক্ষতি না হয়, সেটা সরবোচ্য প্রাধান্য দিতে হবে।
৬- অবস্থার পরিপ্রেক্ষিতে যে কোন সময় সিদ্ধান্ত বদলাতে পারে, যেটা আমরা সকলে মিলেই ঠিক করব।
৭- স্থানীয়দের সাথে কোন রকম বিরূপ আচরণ করা যাবে না। নতুন কারো সাথে কথা বলার ক্ষেত্রে প্রয়োজনে ট্রিপ হোস্টের সহায়তা নিতে হবে।
৮- কোনভাবেই কোন প্রকার মাদক সেবন বা সাথে বহন করা যাবে না। সাথে পাওয়া গেলে তাকে বা তাদেরকে তৎক্ষণাৎ ট্রিপ থেকে বহিষ্কার করা হতে পারে গ্রুপের অন্য সবার সাথে স্বীদ্ধান্ত নিয়ে।
৯- দুর্ঘটনা বলে কয়ে আসে না তাই যে কোন প্রকার দুর্ঘটনা সকলে মিলে মোকাবেলা করতে হবে ।
** ১০- এই গ্রুপ সম্পূর্ণ ভ্রমণপিপাসুদের গ্রুপ। এখানে কোন প্রকার অশ্লীলতার কোন রকম সুযোগ নেই। কোন রকম অসৎ উদ্দেশ্যে যদি কেও আমাদের সাথে ভ্রমণে যান, সেটি বুঝে যেতে আমাদের খুব বেশি সময় লাগে না। এবং সেই মোতাবেক আমরা ব্যবস্থা নিবো।
** ভ্রমণের জন্য যে কেও আমাদের সাথে যোগাযোগ করতে পারেন।
ছেলে/ মেয়ে সকলেই যেতে পারবে।
আমাদের গ্রুপ এর ঠিকানাঃ https://www.facebook.com/groups/TourgroupBd/
আমাদের পেজের ঠিকানাঃ https://www.facebook.com/TourgroupBd/
**যোগাযোগ- ০১৮৪০২৩৮৯৪৬, ম্যানেজার।
এটি আমাদের অফিসিয়াল নাম্বার, এই নাম্বারে যোগাযোগ করে জেনে নিবেন ট্রিপের বিস্তারিত, এবং কনফার্ম করতেও এই নাম্বারটিতে যোগাযোগ করুন।
Advertisement
Where is it happening?
20/5 West Panthapath (3rd Floor), Colonel Rashid Square, Panthapath, 1205 Dhaka, Bangladesh, Dhaka, BangladeshEvent Location & Nearby Stays: