দারুল হাদিসের মুবারক আয়োজন সফল হউক
Schedule
Wed, 29 Jan, 2025 at 02:00 pm to Thu, 30 Jan, 2025 at 06:00 am
UTC+05:30Location
সৎপুর দারুল হাদিস কামিল মাদরাসা | Nashik, MH
Advertisement
রাহমানির রাহীমনারায়ে রিসালাত - ইয়া রাসূলাল্লাহ (সাঃ)
সৎপুর দারুল হাদিস কামিল মাদরাসার
৫৯ তম ব্যাচের পাগড়ী প্রদান, প্রতিষ্ঠাতা আল্লামা গোলাম হোসাইন (রহ.)-এর ঈসালে সাওয়াব ও
২৯ জানুয়ারি, বুধবার
১৫ মাঘ ১৪৩১ বাংলা
বেলা ২ টা হতে পরদিন ফজর পর্যন্ত
মাদরাসা ময়দান সৎপুর, লামাকাজী, বিশ্বনাথ, সিলেট।
বার্ষিক ওয়াজ মাহফিল ২০২৫
সভাপতি
শায়খুল হাদিস আল্লামা নজমুদ্দীন চৌধুরী ছাহেব অবসরপ্রাপ্ত অধ্যক্ষ, বাদেদেওরাইল ফুলতলী কামিল মাদরাসা
বরেণ্য উলামা মাশায়েখ ও শিক্ষাবিদগণ বয়ান রাখবেন।
২০২২ সালের কামিল হাদিস, ফিকহ্ এবং কামিল মাস্টার্স উত্তীর্ণ শিক্ষার্থীদের পাগড়ি প্রদান করা হবে।
উক্ত মাহফিলে আপনাদের উপস্থিতি ও সার্বিক সহযোগিতা কামনা করি।
নাশিদ পরিবেশনায়: আল হুসাইন মুনশিদ গ্রুপ
আরজ গোজার
মো. ছালেহ আহমদ
অধ্যক্ষ (ভারপ্রাপ্ত)
Advertisement
Where is it happening?
সৎপুর দারুল হাদিস কামিল মাদরাসা, Satpur, Satpur Madrasah, Bishwanath ,Nashik, IndiaEvent Location & Nearby Stays: