তৃতীয় আন্তঃ স্কুল বিতর্ক উৎসব ও বিতর্ক প্রতিযোগিতা ২০২৫
Schedule
Fri, 22 Aug, 2025 at 05:00 pm to Sat, 23 Aug, 2025 at 06:00 pm
UTC+06:00Location
শিশু একাডেমী,ফরিদপুর | Dhaka, DA
-বিতর্কের ধারাকে সঠিকভাবে বহন করে সঠিক তথ্য উপস্থাপনের দক্ষতা,কথা বলার জড়তা দূরীকরণ, সময়োপযোগী সিদ্ধান্ত গ্রহণ এবং আত্মবিশ্বাস তৈরিতে বিতর্ক কর্মশালাটি যুগোপযোগী প্রভাব বিস্তার করবে।
-বিতর্ক প্রতিযোগিতা:
✔️স্কুল পর্যায়
⏳ ২২-২৩ আগস্ট ,২০২৫
☑️ ফরম্যাট: সংসদীয়
☑️ পদ্ধতি : গ্রুপ
☑️ টিম ক্যাপ: ১৬ টি
☑️ নিবন্ধন মাশুল: ৬০০/-(দলগত)
এছাড়াও রয়েছে কর্মশালার আয়োজন, স্যার জগদীশ চন্দ্র বসু কুইজ প্রতিযোগিতা , প্রদর্শনী বিতর্ক এবং সাংস্কৃতিক অনুষ্ঠান ।
উৎসব পর্ব 🔴
🟥 তাংঃ ২৩ - আগস্ট ২০২৫
এই আয়োজনে মূল আকর্ষণ উৎসব পর্ব। বিতর্ক কর্মশালা, আলোচনা সভা, কুইজ প্রতিযোগিতা, সাংস্কৃতিক অনুষ্ঠান, আঞ্চলিক বিতর্ক, রম্য বিতর্ক, সংসদীয় বিতর্ক, সনাতনী বিতর্ক সহ দেশে বিদেশে চর্চিত বিতর্কের সকল ফরম্যাট প্রদর্শনীর পাশাপাশি থাকে জমকালো আয়োজন। ফরিদপুরের মতো মফস্বলে এই আয়োজন যেমন গোটা দেশের মধ্য অনন্য তেমনি ঐতিহ্যবাহীও বটে।
নিবন্ধন মাশুলঃ ২০০/- (স্বতন্ত্র)
রেজিস্ট্রেশন উৎস:-
*আপনার স্কুলে প্রেরিত হাই স্কুলের প্রতিনিধি দল
* হাই স্কুল ডিবেট ক্লাব
* সরাসরি যোগাযোগ ।
প্রতিযোগিতা সংক্রান্ত বিষয়ে যোগাযোগ:
মীর মাহদী ইসলাম।
দপ্তর সম্পাদক, এফএইচএসডিসি
(০১৭৭৩১৫২৭৪১)
আব্দুল্লাহ আল নোমান
অনুষ্ঠান সম্পাদক, এফ এইচএসডিসি
(০১৩২৪৩৭৬২১১)
* বিতর্ক উৎসব ও বিতর্ক প্রতিযোগিতার যাবতীয় তথ্য পেতে চোখ রাখুন ফরিদপুর হাই স্কুল ডিবেট ক্লাব (এফএইসএসডিসি) এর ফেসবুক পেজ এ।
Where is it happening?
শিশু একাডেমী,ফরিদপুর, Faridpur, Dhaka, BangladeshEvent Location & Nearby Stays: