ঢাকের শহর (The City of Forest Flame)
Schedule
Fri, 07 Nov, 2025 at 08:00 am
UTC+06:00Location
Ramna Park - রমনা উদ্যান | Dhaka, DA
Advertisement
ঢাকার হারিয়ে যাওয়া প্রাণ-প্রকৃতির গল্প নিয়ে একটা সকাল বসবো আমরা রমনা পার্কে। সঙ্গে অবশ্য বলা হবে এর সঙ্গে ঢাকার স্থাপত্য আর ইতিহাসে সেগুলোর গুরুত্ব। ৭ই নভেম্বর, সকাল ৮টা থেকে ১০ পর্যন্ত চলবে আমাদের এই সেশন। ইতিহাস নিয়ে মূলত আনুষ্ঠানিক আড্ডা বা বয়ান যাই বলেন না কেন- বিষয়ভিত্তিক আলোচনার এই ধারা আমরা বজায় রাখতে চাই এই শীতকালটা জুড়ে। নভেম্বর মাসে এমন দুটো আয়োজন রয়েছে আমাদের। তার প্রথমটি এই ঢাকের শহর।রমনা পার্কে হাঁটা হবে, বসে আড্ডা হবে, হালকা চা-নাশতাও করা যাবে। এই আড্ডায় অংশ নিতে ০১৭১৭৪৪৩১৮৫ ব্যক্তিগত নম্বরে ৫৯৯+ (বিকাশ চার্জ) পাঠিয়ে ঝটপট পূরণ করে ফেলুন এই গুগল ফর্ম:
https://url-shortener.me/7NYE
Advertisement
Where is it happening?
Ramna Park - রমনা উদ্যান, Ramna,Dhaka, BangladeshEvent Location & Nearby Stays:
Know what’s Happening Next — before everyone else does.











