ঢাকা বিশ্ববিদ্যালয় সম্প্রীতি আন্তঃহল শর্টপিচ ক্রিকেট টূর্নামেন্ট-২০২৫
Schedule
Thu, 02 Jan, 2025 at 05:00 pm to Fri, 03 Jan, 2025 at 11:55 pm
UTC+06:00Location
Dhaka University Campus | Dhaka, DA
Advertisement
॥সাম্প্রদায়িক সম্প্রীতির অনন্য নিদর্শন প্রিয় - বাংলাদেশ॥সম্প্রীতি আন্তঃহল শর্টপিচ ক্রিকেট টূর্নামেন্ট -২০২৫
বিজয়ী দলঃ ২০ হাজার টাকা ও চ্যাম্পিয়ন কাপ -মেডেল।
রানার্সআপ দলঃ ১৫ হাজার টাকা ও রানার্সআপ কাপ-মেডেল
ম্যান অব দি টূর্নামেন্ট- ৫ হাজার টাকা ও মেডেল
প্রতিটি হল থেকে একটি করে দল নামতে পারবে।
টীম রেজিস্ট্রেসন ফিঃ ২৫ টাকা ও একটি বল।
রেজিস্ট্রেশনের শেষ তারিখঃ ২৯ ডিসেম্বর,২০২৪
খেলা অনুষ্ঠিত হবেঃ ৩ ও ৪ জানুয়ারি,ভাবনা চত্বর
খেলা পরিচলানা করবেনঃ বিসিবি কর্তৃক সার্টিফাইড আম্পায়ার
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্হিত থাকবেনঃ জাতীয় ক্রিকেটার কাজী নুরুল হাসান সোহান
বিঃদ্রঃ প্রতিটি দলে ১০জন খেলোয়াড় থাকবে।৮জন মাঠে খেলতে পারবেন। প্রতিটি দলের খেলোয়াড়দের জার্সি দেয়া হবে।
সার্বিক ব্যবস্হাপনায়ঃ শেখ তানভীর বারী হামিম
যোগাযোগ:
মাহফুজুর রহমান 015 1607 1827
আবিরুল 01580705845
মাহফুজুর রহমান শুভ 01789661410
রাজু চৌধুরী(এফএইচ) 01400610550
মোমিতুর রহমান পিয়াল +880 17 2777 6474
Advertisement
Where is it happening?
Dhaka University Campus, Shahbagh, Dhaka,Dhaka, BangladeshEvent Location & Nearby Stays: