ডিএফএইচ পরিবেশ সংসদ ২০২৪-২০২৫ঃ পরিবেশ সচেতনতামূলক বিতর্ক প্রতিযোগিতা ও কর্মশালা
Schedule
Wed Dec 31 2025 at 08:00 am to 11:00 am
UTC+06:00Location
355/1, Dilu Road (Level-1), Mogbazar, Dhaka-1217, 1217 Dhaka, Bangladesh | Dhaka, DA
পরিবেশ সংসদ ২০২৫ - প্রতিটি জেলায় দুই ধাপে আয়োজিত হবে। ১ম ধাপে জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে অর্ধবেলা ব্যাপী বিতর্ক কর্মশালা ও পরিবেশ সংরক্ষণ বিষয়ক সচেতনতামূলক সেশন অনুষ্ঠিত হবে এবং পরবর্তী ধাপে উক্ত শিক্ষা প্রতিষ্ঠানসমূহের অংশগ্রহনে সংশ্লিষ্ট জেলায় দিনব্যাপী বিতর্ক প্রতিযোগিতা, সেমিনার ও কর্মশালা অনুষ্ঠিত হবে।
কার্যক্রমসমূহ:
- দেশব্যাপী বিভিন্ন স্কুলে পরিবেশ বিষয়ক কর্মসূচি এবং বিতর্ক কর্মশালা আয়োজন
- জেলা ভিত্তিক সারা দিনব্যাপী বিতর্ক কর্মশালা আয়োজন
- সকল বিভাগের শিক্ষার্থীদের অংশগ্রহণে বিতর্ক প্রতিযোগিতা আয়োজন
Where is it happening?
355/1, Dilu Road (Level-1), Mogbazar, Dhaka-1217, 1217 Dhaka, Bangladesh, Dhaka, BangladeshEvent Location & Nearby Stays: