ডিএফএইচ ঢাকা জেলা লীগ বিতর্ক ২০২৫
Schedule
Fri, 30 Jan, 2026 at 02:00 pm
UTC+06:00Location
355/1, Dilu Road (Level-1), Mogbazar, Dhaka-1217, 1217 Dhaka, Bangladesh | Dhaka, DA
টাইটেলঃ "ডিএফএইচ ঢাকা জেলা লীগ বিতর্ক ২০২৫"
আয়োজকঃ ডিবেট ফর হিউম্যানিটি - ডিএফএইচ
প্রতিপাদ্যঃ মুক্ত করো ভয়, আপন মাঝে শক্তি ধরো নিজেরে করো জয়!
টুর্নামেন্ট বিস্তারিত
টিম সংখ্যা: ২৮ টি
অংশগ্রহণকারীর যোগ্যতাঃ অবশ্যই নোভিস হতে হবে এবং টিম গুলো প্রাতিষ্ঠানিক হতে হবে।
মোট বিতর্ক : ৯১ টি
(অনলাইন এবং অফলাইন)
- গ্রুপ পর্ব : ৮৪ টি বিতর্ক (প্রতি দল ৬টি করে বিতর্ক করবে)
- কোয়ার্টার ফাইনাল, সেমিফাইনাল এবং ফাইনাল: ৭ টি বিতর্ক
বিতর্কের ধরন : এশিয়ান সংসদীয় বিতর্ক
রেজিস্ট্রেশন ফী: ৬০০ টাকা (প্রতি টিম)
সময় : ০১ই আগস্ট ২০২৫ থেকে ৩০ জানুয়ারি ২০২৬ (পরীক্ষা এবং দেশের অবস্থা বিবেচনায় পরিবর্তনযোগ্য)
নিয়মাবলী:
- ২৮ টি দলকে ৪টি গ্রুপে ভাগ করা হবে। প্রতি গ্রুপে ৭টি করে দল থাকবে। গ্রুপের দলগুলো লটারির মাধ্যমে নির্বাচন করা হবে।
- প্রতি দল তার নিজ গ্রুপের ৬টি দলের সাথে ৬টি বিতর্ক করার সুযোগ পাবে।
- গ্রুপ পর্ব শেষে ৪টি গ্রুপ থেকে মোট ৮টি দল কোয়ার্টার ফাইনালে পর্বে যাবে।
- গ্রুপ পর্ব শেষে শীর্ষ ৫জন বিতার্কিকের নাম ঘোষণা করা হবে যারা পুরস্কারের জন্য মনোনীত হবে।
- পুরো টুর্নামেন্ট টি অনলাইন ট্যাবুলেশনের মাধ্যমে পরিচালিত হবে।
যোগাযোগের জন্য –
মোঃ শাহেদুজ্জামান
(দপ্তর সম্পাদক, ডিএফএইচ ঢাকা দক্ষিণ)
+880 1558-240545
সাকিব হাসান হামিম
(সাংগঠনিক সম্পাদক,ডিএফএইচ ঢাকা দক্ষিণ)
+880 1680-042141
তাসনিয়া ইসলাম ইতি
(প্রকাশনা সম্পাদক, ডিএফএইচ ঢাকা দক্ষিণ)
+880 1766-141827
Where is it happening?
355/1, Dilu Road (Level-1), Mogbazar, Dhaka-1217, 1217 Dhaka, Bangladesh, Dhaka, BangladeshEvent Location & Nearby Stays: