টেকনাফ থেকে কক্সবাজার পুরো সমুদ্র সৈকত ধরে বীচ হাইকিং-এ GDM

Schedule

Tue, 24 Dec, 2024 at 07:00 am

UTC+06:00

Location

Cox's Bazar-কক্সবাজার | Dhaka, DA

Advertisement
প্রাকৃতিক সৌন্দর্যের শাণিত রূপ নিয়ে দাঁড়িয়ে আছে বিশ্বের অন্যতম সেরা এবং দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজার। কক্সবাজারের সমুদ্র সৈকত ব্যাতিত অন্য দেশের কয়েকটা সমুদ্র সৈকত দেখার পরে আমি উপলব্ধি করতে পারছি যে আমাদের দেশের সমুদ্র পার কতটা ভয়ংকর সুন্দর। টেকনাফ পর্যন্ত একটানা লম্বা সৈকতের একপাশ ঘেঁষে ছোট ছোট পাহাড় আরেক পাশে অসাধারণ সমুদ্র সৈকত। দিগন্তজোড়া বিস্তীর্ণ বিশাল বালুকাবেলা, মেঘ কালো সারি সারি ঝাউবন, সৈকতের বুকে আছড়ে পড়া ছোট বড় একেকটি ঢেউ, নৌকা ও ট্রলার নিয়ে জেলেদের কর্মচাঞ্চল্য, ভোরের আকাশে পূব পাহাড়ের পেছন থেকে কাঁসার থালার মতো বেরিয়ে আসা সূর্য, আবার সন্ধ্যায় সূর্যাস্তের মায়াবী রূপ নিয়েই আমাদের সমুদ্র সৈকত। আমার কাছে এই রুপ সৌন্দর্য স্বর্গের ন্যায়। আমি অন্যান্য দেশের সমুদ্র দেখছি কিন্তু আমার কাছে আমার দেশের সমুদ্র সৈকতই সেরা।
অনেক আগে আমার থেকেই একটা ইচ্ছে ছিলো যে টেকনাফ থেকে শুরু করে কক্সবাজার পর্যন্ত পুরো সমুদ্র সৈকত ধরে হেটে শেষ করা। যেখানে ভালো লাগবে সেখানেই তাবু টানিয়ে বসে যাবো আর জেলেদের থেকে সমুদ্রের মাছ কিনে বারবিকিউ করবো আর রান্না করে করে খাবো। গোলাকৃতি তাবু গুলার মাঝে আগুন জ্বালিয়ে রান্নাবান্না হবে আর গান গল্প দিয়ে দারুণ আড্ডা জমিয়ে তুলবো। পুরো সৈকতের পাশে হেঁটে হেঁটে পাড়ি দিব প্রায় ৯০ কিলোমিটার রাস্তা!
আমাদের সাথে ক্যাম্পিং, করার প্রয়োজনীয় সব ব্যবস্থা থাকবে। তবে পরিস্থিতি বিবেচনায় ক্যাম্প ফায়ার এবং অবস্থাভেদে হোটেলের ব্যবস্থা করা হবে।
পুরো ইভেন্ট জুড়ে থাকবে গল্প আড্ডা আর ভরপুর খানাপিনা। হাটতে ভালো লাগছে না হাটবো না, ডাব খাইতে ইচ্ছে করলো ডাবের ব্যবস্থা করে ফেলবো। গানের প্রতিযোগিতা হবে। যদিও আমি গান জানি না কিন্তু আমি ভালো শ্রোতা সুতরাং সবাইকে উৎসাহ দিবো। আশাকরি অত্যন্ত চমৎকার এক ইভেন্ট হবে আমাদের। এটাতে অংশগ্রহণ করলে আমাদের মেরিন ড্রাইভের প্রকৃত রুপ সৌন্দর্য আপনি আপনার মনের ক্যানভাসে পুরাপুরি ধারণ করতে পারেবেন। এটা হতে পারে আপনার সারাজীবনের সেরা অর্জন গুলার অন্যতম। যদিও এই ধরনের হাইকিং ট্রিপের অভিজ্ঞতা আমাদের এখনো তেমন একটা নাই, তাও আশাকরি এটার দ্বারা আমরা দারুণ কিছু অভিজ্ঞতা অর্জন করবো।
# যাত্রা শুরুর তারিখ ২৪ ডিসেম্বর রোজ মুংগলবার রাতে এবং যাত্রা শেষ হবে ২৯ ডিসেম্বর রোজ রবিবার ভোরে।
এই ট্রিপে আমাদের নিরাপত্তার ব্যাপারটি সর্বোচ্চ গুরুত্ব থাকবে। পাশাপাশি আমরা চেষ্টা করবো সমুদ্র সৈকতে পরে থাকা অপনচনশীল ময়লা আবর্জনা ক্লিন করার জন্য।
ট্যুর পরিকল্পনা :
# আমরা ২৪ ডিসেম্বর রোজ মুংগলবার রাত ৭ সময় ঢাকা থেকে যাত্রা করবো টেকনাফের উদ্দেশ্যে। মাঝে কুমিল্লার হোটেল ব্রেকে খাওয়া দাওয়ার ব্যবস্থা থাকবে। খাওয়া দাওয়া শেষ করে আবারো বাসে উঠে যাবো।
# ২৫ ডিসেম্বর রোজ বুধবার :
সকাল ৭ টার মধ্যেই টেকনাফ থাকবো আশাকরি। টেকনাফ গিয়ে ভালো একটা রেস্টুরেন্ট দেখে ফ্রেশ হয়ে নাস্তা করে নিবো। সকাল ৯ টা সময় টেকনাফের বীচ থেকে আমাদের হাইকিং শুরু হবে। প্রতিদিন আমরা প্রায় ২০ কিলোমিটারের বেশি পথ হাটবো। প্রথম দিন আমাদের ক্যাম্প সাইট হবে শিলখালির আশেপাশে কোন সুবিধাজনক জায়গায়। সন্ধ্যার আগেই কোন একটা ভালো জায়গা দেখে টেন্ট টানিয়ে নিবো এবং রাতের খাওয়া দাওয়া শেষ করে আড্ডা দিতে দিতে ঘুমিয়ে যাবো।
# ২৬ ডিসেম্বর রোজ বৃহস্পতিবার :
সূর্য উঠার সাথে সাথে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নাস্তা করে ব্যাগ এবং টেন্ট গুছিয়ে আবারো হাটা শুরু করবো। শনিবার আমাদের গন্তব্য হবে ইনানী পর্যন্ত। দুপুরে কোন একটা রেস্টুরেন্টে দেখে খাওয়া দাওয়া শেষ করে নিবো। সন্ধ্যার আগেই আমাদেত হাটা শেষ করে দিবো এবং কোন একটা সুবিধা অনুযায়ী জায়গায় আমাদের টেন্ট টানিয়ে নিবো। সেদিন আমরা BBQ এবং ক্যাম্প ফায়ার করবো।
# ২৭ ডিসেম্বর রোজ শুক্রবার :
সূর্য মামা উঁকি দেওয়ার সাথে সাথে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নাস্তা করে তল্পিতল্পা গুটিয়ে আবারো হাটা দিবো।এবং হিমছড়ির কাছাকাছি কোন একটা জায়গায় আমরা ক্যাম্পিং করবো।
# ২৮ ডিসেম্বর রোজ শনিবার :
সকালে ঘুম থেকে উঠে নাস্তা করে আবারো কক্সাবাজারের দিকে হাটা শুরু করবো। রাতে কক্সাবাজার ফিরে ভালো একটা রেস্টুরেন্টে গিয়ে ফ্রেশ হয়ে রাতের খাওয়া দাওয়া শেষ করে ঢাকার উদ্দেশ্যে যাত্রা করবো এবং সবকিছু ঠিকঠাক থাকলে রবিবার অর্থাৎ ২৯ ডিসেম্বর সকালে ঢাকায় থাকবো।
মোট ৪ দিনের হাটাহাটি।
# ইভেন্ট ফি : ৮০০০ টাকা।
# কনফার্ম করার জন্য যা করতে হবে।
নিচের দেওয়া বিকাশ নাম্বারে ৩০৬০ টাকা পাঠিয়ে নিজের আসন নিশ্চিত করতে হবে। ( অফেরতযোগ্য)
কাউছার পলাশ: 01757831318 ( বিকাশ)
আরেফিন শরিফ: 01674-948668 ( বিকাশ এবং নগদ)
ঢাকা থেকে আসা-যাওয়া নন এসি বাসে। তবে কেউ এসি বাসে আসা-যাওয়া করতে চাইলে সেটাও ব্যবস্থা করা যাবে এই ক্ষেত্রে অতিরিক্ত খরচ নিজেকে বহন করতে হবে।
# আসন সংখ্যা সর্বোচ্চ ২০ জন।
# ট্যুরে প্রয়োজনীয় যা যা নিতে হবে।
১) নিজের প্রয়োজনীয় মেডিসিন।
২) হালকা ব্যাগপ্যাক।
৩) প্রয়োজনীয় আরামদায়ক জামাকাপড় যা পড়ে সহজে দীর্ঘ সময় ধরে হাটতে কষ্ট হবে না এই ধরনের জামাকাপড়। তবে এই ক্ষেত্রে চেষ্টা করতে হবে যতটা সম্ভব কম জামাকাপড় নেওয়ার জন্য।
৪) রোধ বাচার জন্য ছাতা।
৫) যারা ত্বল সচেতন তারা অবশ্যই সান স্ক্রিন ক্রিম নিবেন।
৬) মাথার ক্যাপ এবং গামছা, সানগ্লাস এবং হ্যান্ড স্লিপ।
৭) টুথপেষ্ট ব্রাশ, মিনিপ্যাক সেম্পু এবং সাবান নিবেন।
৮) পাওয়ার ব্যাংক, চার্জার,হেডফোন।
৯) যাদের তাবু এবং স্লিপিং ব্যাগ আছে তারা তাবু এবং স্লিপিং ব্যাগ নিয়ে নিবেন।
১০) এয়ার পিলো নিবেন।
১১) বালিতে হাটা যায় এরকম পাতলা জুতা কিংবা স্যান্ডেল নিতে হবে।

ট্যুর সম্পর্কে বিস্তারিত জানার জন্য
01757831318 ( কাউছার পলাশ)
01674-948668 ( আরেফিন শরিফ)
Advertisement

Where is it happening?

Cox's Bazar-কক্সবাজার, Laboni Point,Dhaka, Bangladesh

Event Location & Nearby Stays:

It's more fun with friends. Share with friends

Discover More Events in Dhaka

SP Buy Official \u2705
Mon, 23 Dec, 2024 at 08:00 am SP Buy Official ✅

Dhaka City

Extendiars by BRAC University Research for Development Club - BUReD
Mon, 23 Dec, 2024 at 10:00 am Extendiars by BRAC University Research for Development Club - BUReD

BRAC University

STORYTELLING
Join us for an exclusive FB Live session with Brock University
Mon, 23 Dec, 2024 at 04:00 pm Join us for an exclusive FB Live session with Brock University

PFEC Global

BPL Music Fest 2025: Celebrating "Youth Festival 2025" on the Occasion of the BPL T20 Tournament
Mon, 23 Dec, 2024 at 04:00 pm BPL Music Fest 2025: Celebrating "Youth Festival 2025" on the Occasion of the BPL T20 Tournament

Sher-e-Bangla National Cricket Stadium, Mirpur, Dhaka, 1216 Dhaka, Bangladesh

FESTIVALS SPORTS
Understanding Undergraduate Funding
Mon, 23 Dec, 2024 at 04:00 pm Understanding Undergraduate Funding

EMK Center

Darjeeling & Kalimpong 2024
Mon, 23 Dec, 2024 at 09:45 pm Darjeeling & Kalimpong 2024

House #11 (level 3), Road #14, Sector 13, Uttara Model Town, 1200 Dhaka, Bangladesh

1st Bangladesh open Ranking Taekwondo championship 2024
Tue, 24 Dec, 2024 at 09:00 am 1st Bangladesh open Ranking Taekwondo championship 2024

BKSP, Jirani, Savar.

SPORTS
\ud83c\udf89 6 Months Anniversary Winter Carnival at At The Table \ud83c\udf89
Tue, 24 Dec, 2024 at 11:00 am 🎉 6 Months Anniversary Winter Carnival at At The Table 🎉

At The Table

CARNIVALS MUSIC
Winter Pop-up Shop
Tue, 24 Dec, 2024 at 12:00 pm Winter Pop-up Shop

Chef’s Table, Gulshan-2

POP-UPS KIDS
Tis the Season to Frost: Cupcake Decorating Workshop
Tue, 24 Dec, 2024 at 04:00 pm Tis the Season to Frost: Cupcake Decorating Workshop

EMK Center

WORKSHOPS HOLIDAY
Christmas Groove
Tue, 24 Dec, 2024 at 05:00 pm Christmas Groove

EMK Center

CHRISTMAS HOLIDAY

What's Happening Next in Dhaka?

Discover Dhaka Events