টিএসসিতে বগুড়ার ঐতিহ্যবাহী আলুঘাটি উৎসব ২০২৫
Schedule
Sat, 08 Feb, 2025 at 12:00 pm
UTC+06:00Location
TSC, University of Dhaka | Dhaka, DA
Advertisement
প্রিয় সুধী,বগুড়ার ঐতিহ্যবাহী আলুঘাটি উৎসব, আয়োজনে - বগুড়া স্টুডেন্টস এসোসিয়েশন, ঢাকা বিশ্ববিদ্যালয়।
(যারা বগুড়ার সন্তান এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ও বর্তমান শিক্ষার্থী)
তারিখ: ০৮-০২২০২৫
রোজ: শনিবার
সময়: দুপুর ০১:০০ টা
স্থান: টিএসসি, ঢাকা বিশ্ববিদ্যালয়।
অংশগ্রহণ নিশ্চিত করতে রেজিষ্ট্রেশন সম্পূর্ণ করে টোকেন সংগ্রহ করুন। ম্যানেজমেন্টের সুবিধার জন্য টোকেন ব্যতিত কাউকে অংশগ্রহণ করতে দেয়া হবে না। এজন্য রেজিষ্ট্রেশন করে আমাদের কাজ সহজ করার জন্য অনুরোধ করছি।
টোকেনের ফি:
রানিং শিক্ষার্থী ১০০ টাকা চাকরিজীবী ৫০০ টাকা এবং ১০-১১ সেশনের উপরে সিনিয়রদের জন্য ১০০০ টাকা ফি ধার্য করা হয়েছে।
বি:দ্র: পরিবারের অন্য সদস্যদের জন্য ৫০০/- এবং বাচ্চাদের জন্য ২০০/- টাকা অতিরিক্ত যুক্ত হবে।
রেজিস্ট্রেশন ৩ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে।
প্রয়োজনে
আল-মামুন ইলিয়াছ
০১৮৪৫২৫৯০১১
রেজিষ্ট্রেশন করতে :
ঢাকার ভিতরে যারা আছে তাদের জন্য
আমিনুল ইসলাম ০১৭৫২১৮২৯৮২(বিকাশ)
০১৫২০১০২২৮৬(নগদ)
বগুড়া থেকে যারা আসবেন তাদের পেমেন্ট এর জন্য -
শাহাদাত হোসেন- ০১৫১৫২১১০৯৬ (বিকাশ)
০১৭৩৫৭৫২২২৪(নগদ)
অন্যান্য জেলায় (শুধু মাত্র বগুড়ার সন্তান) থেকে যারা আসবেন,
রাসেল ইসলাম -
০১৭৫৩৯৬৯২২২
(বিকাশ, নগদ, রকেট)
রেজিষ্ট্রেশন এর জন্য টাকা পাঠিয়ে সেই নাম্বারে ফোন করে আপনার তথ্য দিয়ে দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিকে সাহায্য করুন, এবং পেমেন্ট নিশ্চিত হয়েছে কি না জেনে নিন।
প্রোগ্রামে উপস্থিত হয়ে নিজ নিজ টোকেন নাম্বার দিয়ে টোকেন সংগ্রহ করে নিতে হবে।
যেকোনো প্রয়োজনে যোগাযোগ :
পারভেজ-01706-323520
ফারুক-01712-294471
মাহিন-01707-079023
ইয়ানাত-01850-504050
Advertisement
Where is it happening?
TSC, University of Dhaka, Dhaka University Campus,Dhaka, BangladeshEvent Location & Nearby Stays: