জাতীয় গারো ছাত্র সম্মেলন ২০২৫
Schedule
Thu, 02 Oct, 2025 at 06:00 pm to Sat, 04 Oct, 2025 at 10:00 am
UTC+06:00Location
Jalchatra Modhupur | Dhaka, DA
Advertisement
সুপ্রিয় গারো ছাত্র-ছাত্রীবৃন্দ এবং শুভাকাঙ্ক্ষীগণ,বাংলাদেশ গারো ছাত্র সংগঠন – বাগাছাস (কেন্দ্রীয় সংসদ) অত্যন্ত আনন্দ ও গর্বের সাথে ঘোষণা করছে যে, আগামী ২, ৩ ও ৪ অক্টোবর ২০২৫ তারিখে অনুষ্ঠিত হতে যাচ্ছে "জাতীয় গারো ছাত্র সম্মেলন ২০২৫"।টাঙ্গাইল জেলার মধুপুর উপজেলার জলছত্রস্থ কর্পোস খ্রীষ্টি উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে এই মিলনমেলার আয়োজন করা হয়েছে।
আমাদের লক্ষ্য: এই সম্মেলন শুধুমাত্র একটি আনুষ্ঠানিক সভা নয়, এটি আমাদের গারো ছাত্র সমাজের ঐক্য, শিক্ষা, সংস্কৃতি এবং অগ্রগতির এক নতুন দিগন্ত উন্মোচনের প্রতিচ্ছবি। এই সম্মেলনে আমরা আলোচনা করব আমাদের শিক্ষা, সংস্কৃতি, অধিকার এবং ভবিষ্যতের চ্যালেঞ্জ ও সম্ভাবনা নিয়ে। আমরা বিশ্বাস করি, সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমেই আমরা আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারব।
যা থাকছে সম্মেলনে:
আলোচনা সভা ও কর্মশালা: গারো সমাজের বিশিষ্ট ব্যক্তিবর্গ, শিক্ষাবিদ এবং নেতৃত্ববৃন্দ তাদের জ্ঞান ও অভিজ্ঞতা ভাগ করে নেবেন।
কাউন্সিল: বাগাছাসের নির্দিষ্ট কাউন্সিলরদের ভোটে নতুন নেতৃত্ব নির্বাচন করা হবে।
সাংস্কৃতিক অনুষ্ঠান: গারোদের ঐতিহ্যবাহী গান, নৃত্য ও পরিবেশনা আমাদের সংস্কৃতিকে তুলে ধরবে।
মুক্ত আলোচনা: ছাত্র-ছাত্রীরা তাদের ভাবনা, সমস্যা এবং সমাধানের পথ নিয়ে খোলামেলা আলোচনা করার সুযোগ পাবে।
ভবিষ্যৎ কর্মপরিকল্পনা: গারো ছাত্র সমাজের সার্বিক উন্নয়নে নতুন নতুন কর্মপরিকল্পনা গ্রহণ করা হবে।
আমরা সকল গারো ছাত্র-ছাত্রী, অভিভাবক এবং শুভাকাঙ্ক্ষীদের এই মহতী সম্মেলনে অংশগ্রহণ করে এটিকে সফল করার জন্য আন্তরিকভাবে আহ্বান জানাচ্ছি। আসুন, আমরা সকলে মিলে একটি উজ্জ্বল ভবিষ্যতের পথে এগিয়ে যাই।
#জাতীয়গারোছাত্রসম্মেলন২০২৫ #বাগাছাস #গারোঐক্য #জলছত্র #মধুপুর #টাঙ্গাইল #গারোছাত্রসংগঠন #BAGACHAS #GaroStudentConference2025
Advertisement
Where is it happening?
Jalchatra Modhupur, Jalchatra modhupur,Rangamatia, Dhaka, BangladeshEvent Location & Nearby Stays: