জাতীয় কবি কাজী নজরুল ইসলাম- এর "মানুষ" কবিতা আবৃত্তি প্রতিযোগিতা ২০২৫
Schedule
Sat, 24 May, 2025 at 09:00 am
UTC+06:00Location
355/1, Dilu Road, New Eskaton, Dhaka | Dhaka, DA
Advertisement
জাতীয় কবি কাজী নজরুল ইসলাম- এর "মানুষ" কবিতা আবৃত্তি প্রতিযোগিতা ২০২৫ অংশগ্রহণকারীঃ ৮ম - দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ
আয়োজকঃ স্বপথ
কাজী নজরুল ইসলাম এর জাতীয় কবি মনোনীত হওয়ার ৫৩ বছর পর গেজেট প্রকাশ উপলক্ষে স্বপথ আয়োজন করতে চলেছে কবি রচিত- 'মানুষ' কবিতা আবৃত্তি প্রতিযোগিতা। এই প্রতিযোগিতার মাধ্যমে আমরা যাপন করতে চলেছি কবি নজরুলের সাম্যবাদ ও মানবিকতার মন্ত্রণাকে ।মানুষ কবিতার ভাব , লেখার প্রেক্ষাপট , সমাজের প্রচলিত শ্রেণী বিভাগের সীমা লঙ্ঘন করে প্রতিটি মানুষের জন্য অধিকার চাওয়ার দ্রোহের ভাষার বিবেচনায় সাম্যের কবি হিসেবে নজরুলের সর্বোচ্চ স্বার্থক কবিতা।তাই এই প্রতিযোগিতার মাধ্যমে আমরা ‘মানুষ’ কবিতার মূল ভাব ও আজকের বিশ্বে এর গুরুত্ব নিয়ে নতুন প্রজন্মের মাঝে ভাবনার উন্মোচন করব।
কাজী নজরুল ইসলামের "মানুষ" কবিতাটি রচিত হয়েছে সাম্য, মানবতাবাদ এবং মানুষের মর্যাদাকে কেন্দ্র করে। এই কবিতায় নজরুল আহ্বান জানিয়েছেন মানুষের মধ্যে বিভেদের প্রাচীর ভেঙে দেওয়ার । তিনি ধর্ম, বর্ণ, জাতি এবং শ্রেণির ঊর্ধ্বে উঠে সকল মানুষকে একই সমান দৃষ্টিতে দেখার বার্তা দিয়েছেন। কবিতায় তিনি বলেছেন, "গাহি সাম্যের গান— / মানুষের চেয়ে বড় কিছু নাই, নহে কিছু মহীয়ান।"
এই পঙক্তিতে তিনি মানুষের শ্রেষ্ঠত্ব এবং সমতার কথা ঘোষণা করেছেন। এই মানুষ জন্ম গুণেই 'মানুষ' , এই মর্যাদা পাওয়ার জন্য কোন বিশেষ গোষ্ঠী , অর্থ , বৈভব বা রূপের প্রয়োজন নেই। নজরুলের দর্শনে মানুষ পরিচয়ই সবচেয়ে বড়, এবং এই বিশ্বাস তার কবিতায় বারবার ফুটে উঠেছে।
তার বাণী শুধু কবিতার মধ্যেই সীমাবদ্ধ নয়, বরং তা বাস্তব জীবনে প্রয়োগের মাধ্যমে আমরা একটি সমতাভিত্তিক ও মানবিক সমাজ গঠন করতে পারি।এই বানী আমাদের নবীন মননদের মাঝে ছড়িয়ে দিতে এবং জাতীয় কবির গেজেট প্রাপ্তি উদযাপন করতেই এই আয়োজন।
রেজিস্ট্রেশন লিঙ্ক ঃ
https://docs.google.com/forms/d/e/1FAIpQLScIos7O7EQLKAQmMEtoLj_D-6dMxXi2LEONn2_b1-4vnSNXAA/viewform?usp=header
প্রতিযোগিতার নিয়মাবলি :
*** প্রতিযোগিতাটি সমগ্র ঢাকা কে টি অঞ্চলে ভাগ করার মাধ্যমে পরিচালিত হবে। প্রতি রাউন্ডে প্রত্যেক অঞ্চল থেকে সর্বোচ্চ নম্বর প্রাপ্ত প্রতিযোগিরাই শুধুমাত্র অগ্রসর হবে।
১ম রাউন্ড : অডিশন - প্রথম রাউন্ডে ঢাকার সকল অঞ্চল থেকে নির্বাচিত ২০০ জন অংশগ্রহণকারীর মধ্য থেকে অডিশনের মাধ্যমে সর্বোচ্চ নম্বর প্রাপ্ত ১০০ জন প্রতিযোগী পরবর্তী রাউন্ডে উত্তীর্ন হবে।
২য় রাউন্ড : প্রথম রাউন্ডে নির্বাচিতদের মধ্য থেকে প্রতিযোগিতার মাধ্যমে ৫০ জন প্রতিযোগী পরবর্তী রাউন্ডের গ্রীন কার্ড পাবে।
প্রশিক্ষন কর্মশালা : ২য় রাউন্ড থেকে বাছাইকৃত ৫০ জন নিয়ে আয়োজিত হবে দিন-ব্যাপী বিশেষ কর্মশালা যার মাধ্যমে প্রতিযোগীদের আবৃতি বিষয়ে বিশেষ প্রশিক্ষণ দেয়া হবে।
৩য় রাউন্ড : কোয়ার্টার ফাইনাল এ ৫০ জনের মধ্য থেকে সর্বোচ্চ নম্বরধারী ৩০ জন সেমিফাইনাল রাউন্ডে যেতে পারবে।
সেমিফাইনাল: কোয়ার্টার ফাইনাল থেকে উত্তীর্ণদের মধ্য হতে প্রতিযোগিতার মাধ্যমে ১৫ জন চুড়ান্ত পর্বের জন্য নির্বাচিত হবে।
চুড়ান্ত পর্ব: দিনব্যাপী অনুষ্ঠান, নজরুল নাটক , গল্প- আসর ও কবিতা আবৃত্তির মাধ্যমে উদযাপিত হবে প্রিয় কবি নজরুল এর জন্মদিন ।
সম্মানিত বিচারক মন্ডলির সুবিবেচনায় চ্যাম্পিয়ন সহ বিজয়ী ৫ জনকে ক্রমানুসারে পুরষ্কার প্রদান করা হবে। এছাড়া এই পর্যায়ে অংশগ্রহনকারী সকল প্রতিযোগির জন্য থাকছে বিশেষ পুরষ্কার।
অংশগ্রহণের নিয়মাবলি :
১. প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য সকল প্রতিযোগীকে উল্লেখিত লিঙ্কের মাধ্যমে অনলাইন রেজিস্ট্রেশন সম্পন্ন করতে হবে।
২. অনলাইন রেজিস্ট্রেশন সফলভাবে সম্পন্ন হওয়া পুর্বক প্রত্যেকে নির্দিষ্ট অঞ্চল কোড অনুসারে ক্রম নম্বর পাবেন যা এই আয়োজনে অংশগ্রহণ নিশ্চিত করবে।
৩. প্রতিযোগিগণ একক ভাবে অথবা নিজ নিজ স্কুলের মাধ্যমে অংশগ্রহণ করতে পারবেন।
৪. যে কোন স্কুল ও কলেজের ৮ম শ্রেণি থেকে দ্বাদশ শ্রেণির শিক্ষার্থিরা এই আয়োজনে অংশগ্রহণ করতে পারবে।
Advertisement
Where is it happening?
355/1, Dilu Road, New Eskaton, Dhaka, BangladeshEvent Location & Nearby Stays: