চৈত্র সংক্রান্তি উৎসব - ১৪৩১
Schedule
Sun, 13 Apr, 2025 at 10:00 am to Mon, 14 Apr, 2025 at 10:00 pm
UTC+06:00Location
Bangladesh Shilpokola Academi | Dhaka, DA
১৪৩১ বঙ্গাব্দের শেষ দিন।
দিনটি পালন হয় মানুষের শরীর ও প্রকৃতির মধ্যে সম্বন্ধ রচনার যে চর্চা এই নদিমাতৃক সবুজ বদ্বীপে বহু দীর্ঘকাল ব্যাপী জারি আছে তাকে চিনবার ও জানবার জন্য।
চৈত্র সংক্রান্তি কৃষক নারীর জন্য খুব গুরুত্বপুর্ণ এবং এই দিনে বাড়ীর আশ-পাশ থেকে কুড়িয়ে পাওয়া কিংবা আবাদী ফসলের পাতার অংশ কুড়িয়ে এনে শাক রান্না করে খাওয়া হয়।
আড্ডা প্রবর্তনায় এই দিনে সকাল বেলা দই চিড়া ও চৌদ্দ পদের শাকের পাশাপাশি, বিভিন্ন ভর্তা- ভাজির আয়োজন করা হয়।
এ বছর আড্ডা প্রবর্তনার পাশাপাশি নবপ্রাণ আন্দোলনের উদ্যোগে বাংলাদেশ শিল্পকলা একাডেমিতেও আয়োজিত হতে যাচ্ছে,
চৈত্র সংক্রান্তি উৎসব-১৪৩১
উক্ত অনুষ্ঠানে আপনাদের সকলের উপস্থিতি কামনা করছি।
Where is it happening?
Bangladesh Shilpokola Academi, Dhaka, BangladeshEvent Location & Nearby Stays:
