চতুর্বিংশ জাতীয় বাক্‌শিল্পোৎসব: অনির্বাণ

Schedule

Thu, 16 Oct, 2025 at 07:30 am to Sat, 18 Oct, 2025 at 07:30 pm

Location

Notre Dame College, 1000 Dhaka, Bangladesh | Dhaka, DA

Advertisement
❝আজি এ প্রভাতে রবির কর
কেমনে পশিল প্রাণের ‘পর,
কেমনে পশিল গুহার আঁধারে প্রভাতপাখির গান!
না জানি কেন রে এত দিন পরে জাগিয়া উঠিল প্রাণ।
জাগিয়া উঠেছে প্রাণ,
ওরে উথলি উঠেছে বারি,
ওরে প্রাণের বাসনা প্রাণের আবেগ রুধিয়া রাখিতে নারি।❞
"বাক্‌শিল্পকে সমৃদ্ধ কর"- এই প্রতিপাদ্যকে সামনে রেখে ১৯৯২ সালের ১৮ আগস্ট প্রতিষ্ঠিত হয় উপমহাদেশের স্কুল-কলেজ পর্যায়ের সর্বপ্রথম আবৃত্তি ও বাক্‌শিল্প বিষয়ক সংগঠন নটর ডেম আবৃত্তি দল। সূচনালগ্ন থেকেই নটর ডেম আবৃত্তি দল বাংলা ভাষার শুদ্ধতা, বাচনভঙ্গির নান্দনিকতা এবং ভাবপ্রকাশের দ্যুতিময়তা ছড়াতে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে। দীর্ঘ ৩ দশক ধরে শুধু আবৃত্তি নয়; সঞ্চালনা, শুদ্ধ উচ্চারণ এবং বাংলা ভাষা, সাহিত্য ও সংস্কৃতির বিভিন্ন শাখা নিয়ে তরুণ প্রজন্মের মধ্যে আগ্রহ সৃষ্টি করেছে সংগঠনটি। বাক্‌শিল্প, সাহিত্য ও সংস্কৃতির গুরুত্ব তরুণ প্রজন্মের মধ্যে ছড়িয়ে দিতে আয়োজন করেছে ২৩টি সফল জাতীয় বাক্‌শিল্পোৎসবের। সফলতার এই অগ্নিশিখাকে জ্বলন্ত রাখতে ক্লাবটির ৩৩ বছর পূর্তি উপলক্ষ্যে নটর ডেম আবৃত্তি দল আয়োজন করতে যাচ্ছে বাক্‌শিল্প, সাহিত্য ও সংস্কৃতি নিয়ে দেশের সব থেকে বড় উৎসব ‘চতুর্বিংশ জাতীয় বাক্‌শিল্পোৎসব: ‘অনির্বাণ’। ১৬,১৭ ও ১৮ অক্টোবর ৩দিন ব্যাপী বাক্‌শিল্পের এই মহোৎসব আয়োজিত হতে যাচ্ছে ঢাকার নটর ডেম কলেজ প্রাঙ্গণে। বাক্‌শিল্পের এই ঐতিহ্যবাহী মহাসমারোহে অংশ নিয়ে সারা দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীবৃন্দদের এই গৌরবময় ইতিহাসের সারথি হতে সাদর আমন্ত্রণ জানাচ্ছে নটর ডেম আবৃত্তি দল।
বাক্‌শিল্পকে সমৃদ্ধ করার দৃঢ় প্রত্যয়ে নটর ডেম আবৃত্তি দলের এবারের আয়োজন ‘অনির্বাণ’।
? ‘অনির্বাণ’-এ যা যা থাকছে:
৩ দিনব্যাপী ‘চতুর্বিংশ জাতীয় বাক্‌শিল্পোৎসব: অনির্বাণ’ -এ অনলাইন এবং অফলাইন মিলিয়ে থাকছে মোট ২৮ টি প্রতিযোগিতা এবং আবৃত্তি ও উপস্থাপনা-বিষয়ক কর্মশালা। ২৮ টি প্রতিযোগিতায়ই নিজ দক্ষতা প্রমাণ করার সুযোগ পাচ্ছেন প্রতিযোগীরা। কর্মশালাগুলো পরিচালনা করবেন দেশের প্রখ্যাত আবৃত্তিকার, উপস্থাপক, শিল্পী ও সাহিত্যিকবৃন্দ-সহ আরও অনেক গুণিজন।
? প্রতিযোগিতাসমূহ:
➤ অফলাইন (১৬-১৮ অক্টোবর)
➤ অনলাইন ( সাবমিশনের শেষ সময় : ৩০ সেপ্টেম্বর)
??অফলাইন প্রতিযোগিতাসমূহ এবং রেজিস্ট্রেশন ফি:
১.কবিতাস্বর: ১০০/-
ক)নির্ধারিত কবিতা আবৃত্তি
খ) স্বনির্বাচিত কবিতা আবৃত্তি
২.গীতিপ্রবাহ: ২০০/-
ক)রবীন্দ্র সংগীত
খ)লােকগীতি
গ)আধুনিক গান
ঘ) গজল/ ভক্তিগীতি
ঙ)নজরুলগীতি
৩.প্রজ্ঞাপ্রভা: ২০০/-
ক)ভাষা ও শিল্পসাহিত্য অলিম্পয়াড
খ)সাধারণ জ্ঞান অলিম্পিয়াড
গ)বানান বিশারদ
ঘ) উচ্চারণ বিশারদ
৪.চারুকথন: ২০০/-
ক)উপস্থিত বক্তৃতা
খ) বারােয়ারি বিতর্ক
গ) ধারাবািহক গল্প বলা
ঘ) সংবাদ উপস্থাপনা
ঙ)অনুষ্ঠান সঞ্চালনা
৫.নাট্যনন্দন: ১০০/-
ক)একক অভিনয়
খ)তাৎক্ষণিক অভিনয়
৬. দেয়ালিকা (দলগত): ১০০/-
৭.স্ক্র্যাপবুক: ১০০/-
৮.দলগত কবিতা আবৃত্তি : ১৫০/-
প্রতিযোগী একাধিক সেগমেন্টে অংশ নিতে পারবে। সেক্ষেত্রে আলাদা আলাদা রেজিস্ট্রেশন করতে হবে।
?রেজিস্ট্রেশন পদ্ধতি:
১। প্রথমেই যে সেগমেন্টে প্রতিযোগী অংশ নিতে চায় তার জন্য নির্ধারিত রেজিস্ট্রেশন ফি ০১৭৩৯৩৮৮২৬৭ নাম্বারে বিকাশে সেন্ড মানি বা ক্যাশ ইন করতে হবে।
২। সেন্ড মানি বা ক্যাশ ইন করার পর নিম্নোক্ত ফর্মটি নির্ভুল ভাবে পূরণ করতে হবে।
ফর্ম লিংক: https://forms.gle/5SdLt8nF8xPmeR7Q9
৩। রেজিস্ট্রেশন ফর্মে প্রদানকৃত ইমেইল এড্রেসে ফর্ম পূরণের ২৪ ঘণ্টার মধ্যে নটর ডেম আবৃত্তি দলের প্রতিনিধিগণ রেজিস্ট্রেশন নিশ্চিত করে একটি কনফার্মেশন কোড পাঠাবে; কোডটি যত্নসহকারে সংরক্ষণ করতে হবে।
(বি.দ্র: ২৪ ঘণ্টার মধ্যে কনফার্মেশন মেইল না পেলে আমাদের ফেসবুক পেইজের ইনবক্সে মেসেজ দিতে হবে। ২৪ ঘণ্টা পূর্ণ না হবার আগে মেসেজ না দেবার অনুরোধ করা হলো)
??অনলাইন প্রতিযোগিতাসমূহ এবং রেজিস্ট্রেশন ফি:
১। বাণীবিচিত্রা= ৳১৫০/-
২। স্বনির্বাচিত কবিতা আবৃত্তি= ৳৫০/-
৩। ফাদার পিশাতো স্মৃতি কুইজ= ৳৫০/-
বাণীবিচিত্রা সেগমেন্টের মধ্যে রয়েছে
১ । কবিতা লেখা,
২ । ছোটগল্প লেখা
৩ । রচনা লেখা এবং
৪ । বই পর্যালোচনা প্রতিযোগিতা।
এই চারটি প্রতিযোগিতায় অংশ নিতে ফর্মে 'বাণীবিচিত্রা' নির্বাচন করে রেজিস্ট্রেশন করতে হবে।
স্বনির্বাচিত কবিতা আবৃত্তি ও ফাদার পিশাতো স্মৃতি কুইজে অংশ নিতে আলাদা আলাদা রেজিস্ট্রেশন করতে হবে।
প্রতিযোগী একাধিক প্রতিযোগিতায় অংশ নিতে পারবে। সেক্ষেত্রে আলাদা আলাদা রেজিস্ট্রেশন করতে হবে।
?রেজিস্ট্রেশন পদ্ধতি:
১। প্রথমেই যে প্রতিযোগিতায় প্রতিযোগী অংশ নিতে চায় তার জন্য নির্ধারিত রেজিস্ট্রেশন ফি ০১৭৩৯৩৮৮২৬৭ নাম্বারে বিকাশে সেন্ড মানি বা ক্যাশ ইন করতে হবে।
২। সেন্ড মানি বা ক্যাশ ইন করার পর নিম্নোক্ত ফর্মটি নির্ভুল ভাবে পূরণ করতে হবে।
ফর্ম লিংক:
https://forms.gle/dy6MY4xM4R3BvM1D6
৩। রেজিস্ট্রেশন ফর্মে প্রদানকৃত ইমেইল এড্রেসে ফর্ম পূরণের ২৪ ঘণ্টার মধ্যে নটর ডেম আবৃত্তি দলের প্রতিনিধিগণ রেজিস্ট্রেশন নিশ্চিত করে একটি কনফার্মেশন কোড পাঠাবে; কোডটি যত্নসহকারে সংরক্ষণ করতে হবে।
(বি.দ্র: ২৪ ঘণ্টার মধ্যে কনফার্মেশন মেইল না পেলে আমাদের ফেসবুক পেইজের ইনবক্সে মেসেজ দিতে হবে। ২৪ ঘণ্টা পূর্ণ না হবার আগে মেসেজ না দেবার অনুরোধ করা হলো)
?সাবমিশন পদ্ধতি:
সাবমিশনের ক্ষেত্রে কবিতা,গল্প,বই পর্যালোচনা, আবৃত্তি নটর ডেম আবৃত্তি দলের ফেসবুক গ্রুপ নির্দিষ্ট নিয়ম মেনে "জাগরূক"-এ পোস্ট দিতে হবে।
পোস্ট এপ্রুভ হলে তার লিংক কপি করে নির্ধারিত ফর্মে জমা দিতে হবে।
'জাগরূক' ফেসবুক গ্রুপ:
https://www.facebook.com/share/g/1J7GJaUDN5/
প্রতিযোগিতার বিস্তারিত জানতে চোখ রাখুন নটর ডেম আবৃত্তি দলের ফেসবুক এবং ইভেন্ট পেইজে।

? যোগাযোগ:
◇ শারাফাত ইসলাম
সভাপতি, নটর ডেম আবৃত্তি দল
ফেসবুক আইডি:
https://www.facebook.com/share/12KPe4w6fFU/
◇ তাজবিদ তালহা
সাধারণ সম্পাদক, নটর ডেম আবৃত্তি দল
ফেসবুক আইডি:
https://www.facebook.com/share/1ES34SF2Eb/
Advertisement

Where is it happening?

Notre Dame College, 1000 Dhaka, Bangladesh, নটর ডেম কলেজ, Motijheel Circular Road, ঢাকা, বাংলাদেশ, Dhaka, Bangladesh

Event Location & Nearby Stays:

Icon
Know what’s Happening Next — before everyone else does.
\u09a8\u099f\u09b0 \u09a1\u09c7\u09ae \u0986\u09ac\u09c3\u09a4\u09cd\u09a4\u09bf \u09a6\u09b2

Host or Publisher নটর ডেম আবৃত্তি দল

Ask AI if this event suits you: