গোয়েচে লা (সিকিম) ট্রেকে বেঙ্গল ট্রেকার্স (১)

Schedule

Sun Apr 23 2023 at 06:00 pm to Thu May 04 2023 at 06:00 am

Location

Goechela Trek Sikkim | Tema, AA

Advertisement
বেঙ্গল এর সাথে গোয়েচে লা ট্রেকে
এটি বেঙ্গল ট্রেকার্সের এর কমার্শিয়াল ইভেন্ট।
যারা যাবেন কিনা সিউর না, তারা Interested এ ক্লিক করে রাখলে সব আপডেট পাবেন। আর একেবারে সিউর হয়েই Going ক্লিক করলে আমাদের জন্য সম্ভাব্য সঙ্গী সম্পর্কে ধারণা পেতে এবং পরবর্তীতে যোগাযোগ করতে সহজ হয়।
*** আর যারা নিশ্চিতভাবে যাচ্ছেন, তারা এই ইভেন্ট নিজস্ব টাইমলাইনে শেয়ার করবেন, যেন আপনার নিজের পরিচিতরাও যাবার সুযোগ পায়।
---------------------------------

• ট্রেকিং ডিফিকাল্টিঃ মডারেট-ডিফিকাল্টি
• ট্রিপ স্টাইলঃ ক্যাম্পিং
যাত্রার তারিখঃ ২৩ এপ্রিল ২০২৩।
ফেরাঃ ৪ মে ২০২৩।
—————————–
** ভ্রমণ খরচঃ ৩০৯৯৯ টাকা।
** বুকিং মানি ১০,০০০ টাকা। (#অফেরতযোগ্য)
.
? কনফার্ম করার পদ্ধতি:
ট্যুর কনফার্মেশন করার জন্য আপনাকে ? বুকিং_মানি ১০,০০০ টাকা জমা দিয়ে ট্যুর কনফার্ম করতে হবে (অফেরতযোগ্য), এক্ষেত্রে বিকাশ/ব্যাংক / দেখা করে সরাসরি জমা দিতে পারবেন ।
.
?Bkash/Nagad/Rocket/Upay
01788499283 (personal)
01681375354 (personal, Bkash/Nagad)
.
?ব্যাংকে পাঠাতে পারেনঃ-
.
?️ Midland Bank Limited
Md Arafat Hossain
A/C- 00261010018535
Mirpur Branch
.
?️ Midland Bank Limited
Ashik Mahmud Sagar
A/C- 0026-1010018553
Mirpur Branch
.
?️ The City Bank Ltd
Md. Arafat Hossain
A/C- 1781580038914
Pallabi Branch
.
?️ AC Name : BUSHRA NOOR
1506104437761001
Brac Bank, Asad gate branch
.
.
-------------------------------
√√গোয়েচা লাঃ ভারত বর্ষের ভিতরে অন্যতম একটা ট্র্যাকিং রুট যেখান থেকে পৃথিবীর তৃতীয় সোর্বচ্চ পর্বতশৃঙ্গ কাঞ্চনজঙ্ঘা অঘোষিত রুপ উপভোগ করা যায়। গোয়েচা লা মূলত যা মাটি থেকে ১৫,১০০ (প্রায়) ফিট ওপরে। আর গোয়েচা-লা রুট এর একাংশ রয়েছে কাঞ্চনজঙ্ঘা ন্যাশনাল পার্ক এর মধ্যে যা কিনা ইউনিস্কো ২০১৬ সালে ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসেবে ঘোষনা করেছে। মাটি থেকে এতো উপরে একটা বনভূমি যেখানে অবাধ প্রানীকুলের বিচরণ ভাবতেই অবাক লাগে।
√√ আমাদের পরিকল্পনাটি এমন হতে যাচ্ছেঃ
___________________
ডে০০: ঢাকা টু বুড়িমারিপোর্ট
ডে০১: বর্ডার ক্রস করে আমরা চলে যাবো শিলিগুড়ি সেখানে পথি মধ্যে দুপুরের খাবার খেয়ে মেলি বর্ডার হয়ে
আমরা পৌছাবো সিকিমের প্রাচীন এবং প্রথম রাজধানী ইয়াকসোম।
ডে০২: ইয়াকসাম টু সাচেন ক্যাম্প প্রথম দিনের ট্র্যাকিং।
ডে০৩: সাচেন টু সোকা ক্যাম্প
ডে০৪: সোকা টু জোংড়ি
ডে০৫:জোংড়ি এক্সপ্লোরার।
ডে০৬: জোংড়ি টু থানসিং
ডে০৭: থানসিং টু লামুনে ক্যাম্প
ডে০৮: লামুনে থেকে গোয়েচা লা ভিপি১ ঘুরে কোকচুরাং স্টে

ডে০৯: কোকচুরুং টু বাখিম

ডে১০: বাখিম টু ইয়কসোম
ডে১১: ইয়কসোম টু শিলিগুড়ি থেকে বর্ডার পার হয়ে রাতের বাসে ঢাকা
ডে ১২ঃ- রিজার্ভ ডে ( এই ডে ইউজ হলে যা খরচ হবে তা সবাই মিলে ব্যবহার করবে)
-----------------------------------
√√ ভ্রমণের আওতায় যা যা থাকছে:
↑ঢাকা-বুড়িমারী (নন এসি বাসের টিকেট)
↑বুড়িমারী-ঢাকা (নন এসি বাসের টিকেট)
↑আভ্যন্তরীন সকল যাতায়াত এবং ক্যাম্পিং এর জন্য তাবু।
↑যাত্রা শুরুর পরেরদিন সকাল থেকে প্রতিদিন ৩ বেলা খাবার।
↑পার্মিশন, গাইড ফি।
____________________
** ভ্রমণের আওতায় যা যা থাকছে না:
ট্রাভেল ট্যাক্স(৫০০/-) এবং ভিসা (৮৫০/-)জনিত খরচ।
বর্ডারে কিছু ফাস্ট মানি (৫০০)দিতে হয় অনেক ক্ষেত্রে, সেই খরচ যার যার টা বহণ করতে হবে।
কোন ইয়াক রাইড (৮০০+ রুপি )!
কোন ব্যক্তিগত খরচ ।
কোন ঔষধ ।
কোন রকম ব্যক্তিগত বীমা । যা কিনা অবশ্যই লাগে।
রুম হিটার

√√ ভ্রমণের আওতায় যা যা থাকছে:
↑ঢাকা-বুড়িমারী (নন এসি বাসের টিকেট)
↑বুড়িমারী-ঢাকা (নন এসি বাসের টিকেট)
↑আভ্যন্তরীন সকল যাতায়াত এবং ক্যাম্পিং এর জন্য তাবু।
↑যাত্রা শুরুর পরেরদিন দুপুর থেকে প্রতিদিন ৩ বেলা খাবার এবং তা আসার দিন দুপুর পর্যন্ত।
গাইড ফি। ফরেস্ট পারমিট। ক্যাম্পিং পারমিট। লোকাল পারমিট।
টেন্ট,স্লিপিং ব্যাগ,মেট্রেস
__________________

√√ নোট
যাদের ভিসা করা নেই,তাদের ভিসা করতে হবে। ভিসা করতে প্রয়োজনীয় কাগজগুলো হচ্ছে:
১. এম আর পি পাসপোর্ট। পুরাতন থাকলে সেটিও সংযুক্ত করতে হবে।
২. পাসপোর্ট এর কপি এবং পুরাতন ভারতের ভিসা থাকলে তার কপি
৩. বিদ্যুৎ বিল এর কপি
৩. চাকুরিজিবী হলে এন ও সি, ব্যবসায়ী হলে ট্রেড লাইসেন্স এর কপি, গৃহিণী হলে স্বামীর কাগজপত্রের কপি, ছাত্র হলে বাবার টা দিলেই চলবে।
৪. ব্যাংক স্টেটমেন্ট (কমপক্ষে ২০০০০ টাকা থাকতে হবে)। না থাকলে এন্ডোর্সমেন্ট করিয়ে সেটার কাগজ জমা দিতে হবে।
৫. দুই কপি ২/২ সাইজ রঙ্গিন ছবি।
৬. ন্যাশনাল আইডি অথবা জন্ম সনদের কপি।

# প্রয়োজনীয় কাগজপত্র যা সাথে নিতে হবে:
—————————————
১/ পাসপোর্ট সাইজ ছবি (১০ কপি)
২/ ভিসার স্ক্যান (১০ কপি)
৩/ পাসপোর্ট এর স্ক্যান কপি (১০ কপি)
** প্রতিটি কপি পার্মিশনের জন্য লাগবে। তাই প্রতিটি কপি ফাইল আকারে নিজের কাছে রাখবেন।
√√ সাথে যা নিতে হবে:
__________________
অবশ্যই ট্রাভেল ব্যাগ (কাধে ঝোলানো) ।
সিকিম শীত প্রধান এলাকা, তাই সাথে কিছু মোটা কাপড় রাখতে হবে।
এবং ওয়েদার রিপোর্ট নিয়ে ট্যুরের আগে রেইন কোড বা ছাতা লাগবে কিনা যেনে নেবেন।
সানগ্লাস, হ্যাট, সান ক্রিম(যদি অতিরিক্ত ত্বক সচেতন হোন) ।
প্রয়োজনীয় ঔষধ।
ক্যমেরা এবং এর এক্সট্রা ব্যাটারি।
চার্জের জন্য পাওয়ার ব্যাংক ।
ট্রেকিং সু।
_______________________
** টাকা পাঠানোর উপায় (ব্যাংক এ লেনদেন সবচেয়ে সেইফ এবং আমরাও উৎসাহিত করি ব্যাংক এ লেনদেন করতে, তারচেয়েও সেইফ হচ্ছে অফিসে এসে টাকা জমা দিয়ে ট্রিপ কনফার্মেশন টোকেন নিয়ে যাওয়া)

ইভেন্টের হোস্টের কাছেও জমা দিতে পারেন।
** শর্ত সমুহ:
১- প্রথমেই একটি ভ্রমণ পিপাসু মন থাকতে হবে।
২- ভ্রমণকালীন যে কোন সমস্যা নিজেরা আলোচনা করে সমাধান করতে হবে।
৩- ভ্রমণ সুন্দর মত পরিচালনা করার জন্য সবাই আমাদেরকে সর্বাত্মক সহায়তা করতে হবে।
৪- আমরা শালিনতার মধ্যে থেকে সরবোচ্য আনন্দ উপভোগ করব।
৫- প্রতিটি যায়গা ই আমাদের নিজেদের, তাই তার সৌন্দর্য রক্ষা করা আমাদের দায়িত্ব। কোনভাবেই কোন স্থান ময়লা করা যাবে না। যেন টুরিসম এর কোন ক্ষতি না হয়, সেটা সরবোচ্য প্রাধান্য দিতে হবে।
৬- অবস্থার পরিপ্রেক্ষিতে যে কোন সময় সিদ্ধান্ত বদলাতে পারে, যেটা আমরা সকলে মিলেই ঠিক করব।
৭- স্থানীয়দের সাথে কোন রকম বিরূপ আচরণ করা যাবে না। নতুন কারো সাথে কথা বলার ক্ষেত্রে
৮- কোনভাবেই কোন প্রকার মাদক সেবন বা সাথে বহন করা যাবে না। সাথে পাওয়া গেলে তাকে বা তাদেরকে তৎক্ষণাৎ ট্রিপ থেকে বহিষ্কার করা হতে পারে গ্রুপের অন্য সবার সাথে স্বীদ্ধান্ত নিয়ে।
৯- দুর্ঘটনা বলে কয়ে আসে না তাই যে কোন প্রকার দুর্ঘটনা সকলে মিলে মোকাবেলা করতে হবে ।
** ১০- এই গ্রুপ সম্পূর্ণ ভ্রমণপিপাসুদের গ্রুপ। এখানে কোন প্রকার অশ্লীলতার কোন রকম সুযোগ নেই। কোন রকম অসৎ উদ্দেশ্যে যদি কেও আমাদের সাথে ভ্রমণে যান, সেটি বুঝে যেতে আমাদের খুব বেশি সময় লাগে না। এবং সেই মোতাবেক আমরা ব্যবস্থা নিবো।
** ভ্রমণের জন্য যে কেও আমাদের সাথে যোগাযোগ করতে পারেন।
ছেলে/ মেয়ে সকলেই যেতে পারবে।

**ট্রিপের বিস্তারিত, এবং কনফার্ম করতে এই 01788-499283 নাম্বারটিতে যোগাযোগ করুন।
* ট্রিপ এর সকল তথ্য পড়েও কোন জিজ্ঞাসা বা কনফিউশন থাকলে নিম্নোক্ত নাম্বারে যোগাযোগ করতে পারবেন।
আরাফাত- 01788-499283
সাগর- 01842776838
আসাদ--01676038590
বিঃদ্রঃ -
১)আবহাওয়া, প্রাকৃতিক বা এক্সিডেন্টাল কারনে যদি আমাদের আইটিনারির কোন পরিবর্তন ঘটে, এবং তাহার ফলে যদি আলাদা খরচ যুক্ত হয় তবে সবাইকে উক্ত খরচ সমানভাবে বহন করতে হবে।
২)এই ট্রিপের প্রস্তুতি নিয়ে বিস্তারিত আলোচনা আমরা মেসেঞ্জার গ্রুপে করবো। কার কি কি লাগবে, কি কি কেনাকাটা করতে হবে, অথবা নতুন কোন প্লান যুক্ত হলে আলোচনা করেই আমরা ঠিক করবো। তাই আপনি যদি নিশ্চিত যেতে চাচ্ছেন তবে অবশ্যই আমাদের মেসেঞ্জার গ্রুপে যুক্ত হয়ে নিবেন।
৩)ইমার্জেন্সী,অসুস্থতা কিংবা প্রাকৃতিক বিপর্যয়ের কারনে দলনেতার সিদ্ধান্তই চুড়ান্ত সিদ্ধান্ত হবে। অতি-উচ্চতায়,সবচেয়ে মুল বিষয়,টিম মেম্বার দের নিরাপত্তা। আপনার নিরাপত্তার জন্য,হয়তো নেমেও আসা লাগতে পারে কিংবা যেকোনো কারনে দলের বহির্ভুত হয়ে গেলে,নিজ খরচ বহনের মতো মানুষিক প্রস্তুতি নিয়ে রাখবেন।

ব্যাকপ্যাকিং লিস্ট টা মেসেঞ্জার গ্রূপে দেয়া হবে।
কাভার ফটো- Savit Kulshreshtha
Advertisement

Where is it happening?

Goechela Trek Sikkim, ,Gangtok, India, Tema, Ghana

Event Location & Nearby Stays:

Shunno Sagar

Host or Publisher Shunno Sagar

It's more fun with friends. Share with friends