ঔপনিবেশিক- বর্ণবাদী আধুনিকতার বাইরেঃ বিউপনিবেশায়ন কি,কেন,কিভাবে?
Schedule
Sat Dec 28 2024 at 09:30 pm to 11:30 pm
Location
ডাকসু ক্যাফেটেরিয়া, শিক্ষক আহারকক্ষ, DUCSU Cafeteria, University of Dhaka | Dhaka, DA
Advertisement
বিউপনিবেশায়ন (Decolonization) হল, ঔপনিবেশিক শাসনব্যবস্থা ও তার মনস্তাত্ত্বিক প্রভাব থেকে মুক্তির প্রক্রিয়া। এটি কেবল রাজনৈতিক স্বাধীনতার মাধ্যমেই সম্পন্ন হয় না; বরং সামাজিক, সাংস্কৃতিক, অর্থনৈতিক ও বৌদ্ধিক ক্ষেত্রেও ঔপনিবেশিক মানসিকতার প্রভাব থেকে মুক্তি অর্জন করা এর একটি গুরুত্বপূর্ণ অংশ। ঔপনিবেশিক শাসকগোষ্ঠী তাদের শাসনকে টেকসই করতে উপনিবেশিত জনগণের ভাষা, ইতিহাস, সংস্কৃতি ও জ্ঞানতন্ত্রকে অবমূল্যায়ন করে এবং নিজেদের মূল্যবোধকে প্রাধান্য দেয়। বিউপনিবেশায়নের লক্ষ্য হলো এই মানসিক ও সাংস্কৃতিক দখলদারিত্বের অবসান ঘটানো এবং স্থানীয় জনগণের আত্মপরিচয় পুনর্গঠন করা।বিউপনিবেশায়নের তাত্ত্বিক ভিত্তি ফ্রান্তজ ফ্যানো, এনগুগি ওয়া থিয়ং’ও এবং এডওয়ার্ড সাঈদের মতো চিন্তাবিদদের লেখায় পাওয়া যায়। ফ্যানো তার The Wretched of the Earth গ্রন্থে উল্লেখ করেছেন, উপনিবেশের শোষণ কেবল ভূমিতে সীমাবদ্ধ নয়; এটি মানুষের চেতনায় গভীর ক্ষত তৈরি করে। এনগুগি তার Decolonising the Mind বইয়ে মাতৃভাষার ভূমিকা এবং ভাষার মধ্য দিয়ে উপনিবেশের মানসিক নিয়ন্ত্রণের কথা বলেছেন।
আমরা বিশ্বাস করি,আমাদের চিন্তা-চেতনা-মনন সবই পাশ্চাত্যতাড়িত একটা ছকে আটকে আছে।এবং এই ছকেই গড়ে উঠেছে আমাদের সভ্যতা-শিল্প-সাহিত্য- ধর্ম- অর্থনীতি এবং সমাজবোধ।আর আমরাও পাশ্চাত্য-প্রভুদের মূর্তির সেজদা দিয়ে চলেছি শতাব্দীভর।
এই পাশ্চাত্যপূজার বিরুদ্ধে আমাদের লড়াই সংগ্রাম।আমাদের এই সংগ্রামে দীর্ঘ পাঁচটি দিনের জন্যে পথপ্রদর্শক হচ্ছেন সাধক-ফকির অরূপ রাহী; যার প্রথম কিস্তির আলোচনা হচ্ছে- আসছে ২৮ তারিখ শনিবার ডাকসুর শিক্ষক আহারকক্ষে বিকেল ৩.৩০ মিনিটে। আপনাদের ঘন্টাখানেক মূল্যবান সময় "আরশিনগর" এর মুসাফিরগনের আড্ডায় হাদিয়া দেয়ার অনুরোধ রইলো।
Advertisement
Where is it happening?
ডাকসু ক্যাফেটেরিয়া, শিক্ষক আহারকক্ষ, DUCSU Cafeteria, University of Dhaka, Dhaka University Mosque, ঢাকা, বাংলাদেশ,Dhaka, BangladeshEvent Location & Nearby Stays: