এথিকস ক্লাব বাংলাদেশঃ ৫ম বিজয় বিতর্ক উৎসব-২০২৪
Schedule
Thu, 26 Dec, 2024 at 08:15 am
UTC+06:00Location
Bijoy 71 Hall, University of Dhaka. | Dhaka, DA
Advertisement
"বিজয়ের অগ্নিবীণা, বিতর্কের মহারণেকাটবেই আঁধার, শেকল ভাঙা তারুণ্যে"
"বিতর্কে হোক পরমতসহিষ্ণুতার বিপ্লব" এই মূলমন্ত্রকে ধারণ করে পথচলা বিজয় একাত্তর হল ডিবেটিং ক্লাব, ঢাকা বিশ্ববিদ্যালয় মুক্ত বুদ্ধির চর্চার এক সদা প্রজ্বলিত মশালে পরিণত হয়েছে। রূপ নিয়েছে বিতর্ক চর্চার এক তীর্থ আঙ্গিনায়। বাংলাদেশের ১৯৭১ সালের মহান বিজয়কে উদযাপন করার লক্ষ্যে এই বিতর্ক ক্লাব প্রতি বছর আয়োজন করে থাকে বিজয় বিতর্ক উৎসব, যা ইতোমধ্যেই বাংলাদেশের বিতার্কিক এবং বিতর্কপ্রেমীদের আবেদনময়ীতা অর্জন করেছে। এবছর আমাদের নতুন সংযোজন আমাদের ২য় বিজয়। ফ্যাসিবাদের বিরুদ্ধে গনতন্ত্রের বিজয়। দ্বৈত বিজয় উদযাপন ও বিতর্কপ্রেমীদের প্রতীক্ষার অবসান ঘটাতে অতীতের ধারবাহিকতায় বিজয় একাত্তর হল ডিবেটিং ক্লাব বৃহৎ পরিসরে আগামী ২৬-২৮ ডিসেম্বর ২০২৪ আয়োজন করতে যাচ্ছে "এথিকস ক্লাব বাংলাদেশ: ৫ম বিজয় বিতর্ক উৎসব ২০২৪"। বিজয়ের মাস এ এই আয়োজনে দেশের বিভিন্ন প্রান্তের বিতার্কিদের পদাচারণায় মুখরিত হবে বিজয় একাত্তর হল। বিজয় উদযাপিত হবে যুক্তিতে, বিতর্কের মঞ্চে, পরমতসহিষ্ণুতায়।
বিজয় বিতর্ক উৎসবে যা যা থাকছেঃ
○ জুলাই অভ্যুত্থান নিয়ে ডকুমেন্টারি প্রদর্শনী
○প্রদর্শনী বিতর্ক
○ আন্তঃস্কুল-কলেজ বিতর্ক প্রতিযোগিতা
○আন্তঃবিশ্ববিদ্যালয় বিতর্ক প্রতিযোগিতা
○জাতীয় বারোয়ারী বিতর্ক প্রতিযোগিতা
○জাতীয় বিতর্ক কর্মশালা
○আজীবন সদস্য সম্মাননা
○সাংস্কৃতিক সন্ধ্যা
*** আন্ত স্কুল কলেজ পর্যায়ঃ
১) ৩২টি দল নিয়ে বিদ্যালয়/কলেজ পর্যায়ে ৩ রাউন্ডের ট্যাব অনুষ্ঠিত হবে। এবং ৮ টি ওপেন ব্রেক এবং বিদ্যালয় পর্যায়ের চারটি দল কে সেমিফাইনাল ব্রেক দেওয়া হবে।
২। বাংলা এশিয়ান পার্লামেন্টারি পদ্ধতিতে বিতর্ক অনুষ্ঠিত হবে (৩ঃ৩)
*** আন্তঃবিশ্ববিদ্যালয় পর্যায়:
নিয়মাবলী:
১। ৩২টি দল নিয়ে বিশ্ববিদ্যালয় পর্যায়ে ৩ রাউন্ডের ট্যাব অনুষ্ঠিত হবে। এবং ১২ টি দলকে প্রি-কোয়াটার ব্রেক দেওয়া হবে।
২। বাংলা এশিয়ান পার্লামেন্টারি পদ্ধতিতে বিতর্ক অনুষ্ঠিত হবে (৩ঃ৩)
রেজিস্ট্রেশন বিবরণী
***অনলাইন রেজিস্ট্রেশন : ১৬ ডিসেম্বর ২০২৪ থেকে ২০ ডিসেম্বর ২০২৪ রাত ১১.৫৯ পর্যন্ত
***প্রাথমিকভাবে নিবন্ধিত ও অপেক্ষমাণ তালিকা প্রকাশ: ২১ ডিসেম্বর,২০২৪
***নিবন্ধন মাশুল প্রদানের সময়সীমা: ২৪ ডিসেম্বর , ২০২৪
***চূড়ান্ত তালিকা প্রকাশ: ২৫ ডিসেম্বর ২০২৪
***টিম ক্যাপ:
***বিশ্ববিদ্যালয় পর্যায়: ৩২ টি টিম।
স্কুল কলেজ পর্যায়-৩২ টি টিম
বি.দ্র. প্রতি ক্লাব থেকে সর্বোচ্চ ৩ টি দল রেজিস্ট্রেশন করতে পারবে। স্লট প্রদান করার ক্ষেত্রে বিশ্ববিদ্যালয়কে/ বিদ্যালয়কে/কলেজকে প্রতিনিধিত্বকারী অনুমোদিত দলসমূহের অগ্রাধিকার নিশ্চিত করা হবে। পরবর্তীতে ডিপার্টমেন্ট বা হল ভিত্তিক দলকে স্লট খালি থাকা সাপেক্ষে স্লট প্রদান করা হবে।
নিবন্ধন মাশুলঃ ৮২০ টাকা
নিবন্ধনের লিংকঃ
প্রতিযোগিতার সময়সূচিঃ
আন্ত স্কুল-কলেজ পর্যায়ের বিতর্কঃ ২৬ ও ২৮ ডিসেম্বর ২০২৪
আন্তঃবিশ্ববিদ্যালয় পর্যায়ের বিতর্কঃ ২৭-২৮ ডিসেম্বর ২০২৪
ফাইনাল বিতর্ক ও সমাপনী অনুষ্ঠানঃ ২৮ ডিসেম্বর ২০২৪
যেকোন প্রয়োজনে যোগাযোগঃ
শাহরিয়ার জামান শাওন
সভাপতি,
বিজয় একাত্তর হল ডিবেটিং ক্লাব।
মোবাইল- 01613389838
মো: ইমরান হোসেন ফাহিম
সাধারণ সম্পাদক,
বিজয় একাত্তর হল ডিবেটিং ক্লাব
মোবাইলঃ 01608908459
Advertisement
Where is it happening?
Bijoy 71 Hall, University of Dhaka., Journey Bangladesh Tour Operator, কাটাবনরোড, ঢাকা, বাংলাদেশ,Dhaka, BangladeshEvent Location & Nearby Stays: