এথিক এর নতুন নাটক সৈয়দ ওয়ালীউল্লাহ'র সুড়ঙ্গ। নির্দেশনা: মিন্টু সরদার
Schedule
Tue, 11 Nov, 2025 at 07:15 pm
UTC+06:00Location
পরীক্ষণ থিয়েটার হল, বাংলাদেশ শিল্পকলা একাডেমী | Dhaka, DA
নতুন নাটক
সৈয়দ ওয়ালীউল্লাহ' সুড়ঙ্গ।
নির্দেশনা: মিন্টু সরদার।।
সহযোগী নির্দেশক মনি কানচন।
আগামী ১১ নভেম্বর মঙ্গলবার নাটকটির ৫ম মঞ্চায়ন হবে বাংলাদেশ শিল্পকলা একাডেমির এক্সপেরিমেন্টাল থিয়েটার হলে সন্ধ্যা ৭টায়।
টিকেট পাওয়া যাবে শো এর আগে হল কাউন্টারে। বিকাল ৫ টা থেকে।।
টিকেট মূল্য: ৫০০, ৩০০ ও ২০০ টাকা
👉অনলাইন বুকিং: https://shorturl.at/BwofP
👉 যোগাযোগ: ০১৭০৯ ৩৩২৪৩৯
ধন-সম্পদের প্রতি মানুষের লোভ চিরকাল। অন্যের সম্পদ নিজের করে নেয়ার প্রবৃত্তি আদীকাল থেকে চলমান। হোক তা বৈধ কি অবৈধ উপায়ে। হোক সে দূরের অথবা কাছেরজন। প্রয়োজনে সুড়ঙ্গ খুড়ে সম্পদ ছিনিয়ে নিতেও দ্বিধা করে না মানুষ। কিন্তু সম্পদ কি সবাইকে সব সময় ধরা দেয়? গুপ্তধন কি জোটে সবার ভাগ্যে? এমনই বিষয় ফুটে উঠেছে নাটকে এক ষোড়শী কন্যার কৌতুহলী ভাবনার জগতের ভিতর দিয়ে। নাটকের কাহিনী আবর্তিত রাবেয়াকে ঘিরে। দু’দিন পর তার বিয়ে অথচ সে বিছানায় শয্যা নিয়েছে। ডাক্তার-হেকিম সব হদ্দ হয়ে গেল কিন্ত কেউ তার অসুখ ধরতে পারে না। মাতৃহারা মেয়ের দুশ্চিন্তায় বাবা রেজ্জাক সরদার অতিশয় উদ্বিগ্ন। মুশকিল আসান হয়ে অবশেষে এলো এক ফকির বাবা যাকে দেখে রাবেয়া অবাক। কিন্তু রহস্য না ভাঙতে রাবেয়া তৎপর। যে রহস্যের রোমাঞ্চে নিজের বিয়ের আয়োজন উপেক্ষা করে অসুস্থতার ভান ধরে ঘরে পড়ে আছে আর দুদিন ধরে শুয়ে শুয়ে শুনছে সুড়ঙ্গ খোড়ার শব্দ। মাটির নিচের অন্ধকারের রহস্য ভেদ করে ধীরে ধীরে তার ঘরে এগিয়ে আসছে এক রহস্যমানব। রোমাঞ্চ আর উত্তেজনায় অবশেষে সকলেই মুখোমুখি হয় এক কঠিন সত্যের।
দমফাটানো হাসির নাটক সুড়ঙ্গে অভিনয় করেছেন,
অপ্সরা আফনান, মনি কানচন, সুকর্ন হাসান, প্রদীপ কুমার, আজিম উদ্দিন, মনিরুল হক ঝলক, নাহিদ মুন্না, উর্মি আহমেদ, রেজিনা আক্তার রুনি, লামিয়া আফরিন রুসানা, তানায আজিম, দিপেন মজুমদার, জায়েদ ইবনে মবিয়া, সৃজন, তুগছেরুল রাফি, তাজ ইসলাম, রুবেল খান প্রমুখ।
নাটকটির মঞ্চ পরিকল্পনা করেছেন সাইফুল ইসলাম, আলোক পরিকল্পক ঠাণ্ডু রায়হান, পোষাক পরিকল্পক শুভাশিস দত্ত তন্ময়, আবহ সঙ্গীত করেছেন শিশির রহমান, কোরিওগ্রাফি করেছেন এম আর ওয়াসেক এবং পোস্টার ডিজাইন করেছেন চারু পিন্টু।।
Where is it happening?
পরীক্ষণ থিয়েটার হল, বাংলাদেশ শিল্পকলা একাডেমী, Dhaka, BangladeshEvent Location & Nearby Stays:











