ইএমসিডিসি আন্তঃবিভাগ বিতর্ক উৎসব ২০২৫
Schedule
Thu, 27 Feb, 2025 at 09:00 am to Fri, 28 Feb, 2025 at 05:00 pm
UTC+06:00Location
Eden Mohila College, 1205 Dhaka, Bangladesh | Dhaka, DA
Advertisement
ইএমসিডিসি আন্তঃবিভাগ বিতর্ক উৎসব ২০২৫🔥 তর্কে জাগ্রত হোক যুক্তির আলো 🔥
ইডেন মহিলা কলেজ ডিবেটিং ক্লাব (ইএমসিডিসি) আনন্দের সঙ্গে আয়োজন করছে "ইএমসিডিসি আন্তঃবিভাগ বিতর্ক উৎসব ২০২৫"। যুক্তি, বুদ্ধি, এবং মেধার এক অসাধারণ মঞ্চে আপনার অংশগ্রহণই হতে পারে ভবিষ্যৎ সফল বিতার্কিক তৈরির সূচনা।
📅 তারিখ ও স্থান:
তারিখ: ২৭ ও ২৮ ফেব্রুয়ারী, ২০২৫
স্থান: ইডেন মহিলা কলেজ, আজিমপুর ঢাকা।
এবারের প্রতিপাদ্য:
"তরুণ, তুমি যুক্তির মশাল জ্বালো
আনো মুক্তি, আনো আলো"
২৭ ফেব্রুয়ারী, ২০২৫:
আন্তঃবিভাগ বিতর্ক প্রতিযোগিতা - বিশ্ববিদ্যালয় পর্যায়
নক-আউট পর্ব।
(সংসদীয় বিতর্ক)
২৮ ফেব্রুয়ারী, ২০২৫ : সেমি ফাইনাল ও ফাইনাল রাউন্ড,সমাপনী ও সাংস্কৃতিক অনুষ্ঠান এবং পুরস্কার বিতরণী।
প্রতিযোগিতার সেগমেন্ট:
১। সংসদীয় বিতর্ক প্রতিযোগিতা (নিজস্ব বিভাগের যেকোনো সেশনের তিনজন মিলে একটি টিম গঠন করে রেজিষ্ট্রেশন করতে হবে)
২। বিতর্ক কর্মশালা
২২ টি দল নিয়ে এই আন্তঃ বিভাগ বিতর্ক উৎসবের প্রাথমিক পর্বটি নকআউট পদ্ধতিতে অনুষ্ঠিত হবে। এই পর্বে বিজয়ী ১১ টি দল নিয়ে ট্যাব রাউন্ড অনুষ্ঠিত হবে। ট্যাবে ৩ রাউন্ড বিতর্কের পর প্রি-সেমিফাইনাল ব্রেক দেওয়া হবে।
আগ্রহী সকল বিভাগকে দ্রুত প্রাক-নিবন্ধন করার জন্য অনুরোধ করা হলো
প্রাক-নিবন্ধনের শেষ সময়: ৩০ জানুয়ারি
প্রাথমিক স্লট প্রকাশ: ১০ ফেব্রুয়ারী
প্রাথমিক স্লট প্রকাশের পর স্লট নিশ্চিতকরণ ১৩ ফেব্রুয়ারী
স্লট সংখ্যা: ২২ টি
চূড়ান্ত স্লট প্রকাশ: ১৫ ফেব্রুয়ারী
* যেকোনো ব্যাপারে আয়োজকদের সিদ্ধান্তই চূড়ান্ত।
যেকোনো প্রয়োজনে যোগাযোগ:
১. খ্রীষ্টিনা অর্পা গমেজ
লিয়াজোঁ ও যোগাযোগ সম্পাদক
ইডেন মহিলা কলেজ ডিবেটিং ক্লাব
০১৮৬৯৭২৯০৪৭
২. ফাতেমা তুয যোহরা
সাংগঠনিক সম্পাদক
ইডেন মহিলা কলেজ ডিবেটিং ক্লাব
০১৭৯৬২৮৬৯৯৬
৩. হাবিবা নাওয়ার আঁখি
সাধারণ সম্পাদক
ইডেন মহিলা কলেজ ডিবেটিং ক্লাব
০১৭২১২৭৯৬৫৩
**প্রতিযোগিতার সেরা দল এবং বক্তাদের জন্য রয়েছে আকর্ষণীয় পুরস্কার**
"'"ফাগুনের আগুন ঝরা যুক্তির ঝলক দেখার অপেক্ষায় আমরা.....
Advertisement
Where is it happening?
Eden Mohila College, 1205 Dhaka, Bangladesh, ইডেন মহিলা কলেজ, Mirpur Road, ঢাকা, বাংলাদেশ,Dhaka, BangladeshEvent Location & Nearby Stays: