আন্ধার রাজ্যে হান্টার অভিযাত্রা, হেমন্তের পাহাড়ে- Green Retreat💥

Schedule

Thu, 20 Nov, 2025 at 09:45 pm to Wed, 26 Nov, 2025 at 05:45 am

UTC+06:00

Location

আলীকদম, বান্দরবান। | Chittagong, CG

Advertisement
🌼আন্ধারমানিক🌼
ইহা Altitude Hunter কর্তৃক আয়োজিত একটি কমার্শিয়াল ইভেন্ট।
হাই অল্টিটিউড ট্রেকিং বেইজড এই গ্রুপ টির ম্যাক্সিমাম সদস্য রা খুব একটা সুযোগ পান না দেশের মধ্যে ৫-৬ দিন ট্রেক করার গন্তব্যের।
অন্য দিকে হিমালয়ে ১০-১২দিন ট্রেক করার প্রস্তুতি হিসেবে এই গন্তব্য আদর্শ।
সম্পূর্ন নিরাপত্তার নিশ্চয়তা ছাড়া আমরা কোন ট্রিপ অর্গানাইজ করিনা, কিন্তু সবার কথা চিন্তা করেই এবার এই প্রয়াস।
আন্ধারমানিক, যার মূল আকর্ষণ হিসেবে সকলে নারিশ্যা ঝিরি দেখার উদ্দেশ্যেই যায়। কিছু প্রতিকূলতার কথা মাথায় রেখে শঙ্খের মূল অংশে যাওয়াটা ঝুকিপূর্ণ হয়ে যায়। তবে আমরা সেই চেষ্টাটাও নিজেদের সর্বোচ্চটা দিয়েই করবো।
চলুন তবে হান্টারের সাথে নতুন অভিজ্ঞতার সাক্ষাৎ নিতে.....

💢ট্রেকিং স্টাইলঃ ব্যাকপ্যাকিং
🔷ট্রেকিং ডিফিকাল্টিঃ মডারেট টু ডিফিকাল্ট।
🔲ট্রেকিং ডিউরেশনঃ ৫ দিন ৪ রাত
👨‍🦼👨‍🦼 আসন সংখ্যাঃ ১০ জন

💵💵💵 ইভেন্ট ফীঃ ৯০০০ টাকা। (ঢাকা টু ঢাকা )
চট্টগ্রাম টু চট্টগ্রামঃ ৭৭০০ টাকা

✅কনফার্মেশনের জন্যঃ ৪০৮০ টাকা এডভান্স করতে হবে।
(যা ট্রিপ শুরুর ৫ দিনের ভিতরে হলে অফেরতযোগ্য)
👉 01823727994 (Personal Bkash)
👉 01862171947 (Personal Nagad/Rocket)

🚕 যাত্রার তারিখঃ ২০ নভেম্বর ২০২৫ রাত ৯:৩০টা ।
🚕 ফেরার তারিখঃ ২৬ নভেম্বর ২০২৫ সকাল ৬টা (আনুমানিক)
⭐⭐⭐ বুকিং ডেডলাইনঃ ১৫ নভেম্বর ২০২৫

💢 ট্রেক আইটেনারীঃ
এ সম্পর্কে কেবলমাত্র যেতে আগ্রহী এবং কনফার্ম করা ব্যক্তিদের সাথেই বিস্তারিত আলোচনা করা হবে মেসেঞ্জার গ্রুপে।

💠💠💠যা যা দেখবোঃ
💎 অনিন্দ্য সুন্দর নারিশ্যা ঝিরিতে অবগাহনের সুযোগ।
💎 অসাধারন সুন্দর কিছু ম্রো পাড়ায় থাকার সুযোগ।
💎 থানকোয়াইন ও পালংক্ষিয়াং জলপ্রপাত
💎র‍্যুট ফাইন্ডিং ও ম্যাপ রিডিং,ট্রেকিং এ ফেস করা নানান ডিফিকাল্টিস এর পরামর্শ ও সহজ ওয়ার্কশপ এবং এপ্লাই করার সুযোগ।
💎সকল প্রকার খাবার
(ট্রিপের শুরুর সকাল থেকে ট্রিপের শেষ দিন পর্যন্ত রাতের খাবার
★ট্রেকিং চলাকালীন দুপুরে কোন ভারী খাবার নাই, তবে শুকনো খাবার থাকবে।)
💎 থাকার খরচ।
💎 গাইড খরচ।
💎 সকল যাতায়াত(জিপ/বাস,বোট)।

🚫🚫🚫 যা যা পাচ্ছেন নাঃ
- উপোরল্লেখিত কোন খরচ এবং সেবার বাইরে যেকোনো প্রকার খরচ।
- ব্যাক্তিগত যেকোন খরচ।

🎁এছাড়া যেকোনো ধরণের খরচ নিজেদেরকে বহন করতে হবে এবং অনাখাঙ্খিত কোনো ঘটনার জন্য কোনো বাড়তি খরচ হলে তা সবাইকে মিলেই বহন করতে হবে।
.
✨✨ট্রেকিং এ যা যা অবশ্যই সাথে নিতে হবে
------------------------------------------------------
১। ব্যাকপ্যাক - অবশ্যই ভালো মানের ট্রেকিং ব্যাগ যা দীর্ঘক্ষণ ট্রেকিংয়েও পিঠ ঘামাবে না এবং কোমড়ের উপরে চাপ সৃষ্টি করবে না । সাথে রেইন কভার
২। ট্রেকিং প্যান্ট
৩। ট্রেকিং স্যান্ডেল
৪। হেড ল্যাম্প
৫। টি শার্ট ২/৩টি (হাফ ও ফুল স্লিভ)
৬। হাফ প্যান্ট, ট্রাউজার
৭। ট্রেকিং পোল (ঐচ্ছিক)
৮। টুথ ব্রাশ - পেস্ট - সাবান
৯। গামছা
১০। পানির বোতল (১ লিটারের ১ টা)
১১। প্রাথমিক ওষুধ, স্যালাইন, গ্লুকোজ
১২। মশার জন্য ওডোমস ক্রিম
১৩। এন আই ডি / স্টুডেন্ট আই ডি কার্ডের ফটোকপি ০৫ টি (বাধ্যতামূলক)

🎃বিঃ দ্রঃ
---------
# এটি কোন ধরনের অভিলাষী / আরাম - আয়েশের ভ্রমন হবেনা
# আমাদের পুরো ট্রিপের রেশন (খাবার দাবার) আমাদেরকেই ক্যারী করতে হবে। তাই এই মানসিকতা অবশ্যই থাকতে হবে যে রেশন সমহারে সকলকে ক্যারী করতে হবে।
# ওই অঞ্চলে আমিষের অভাব প্রকট। আমাদের হোস্ট প্যানেলের তাদের সাধ্যের সর্বোচ্চ চেষ্টা করবে মাংস ম্যানেজ করার। তবে সেটা ভাগ্যের উপর নির্ভরশীল অনেকক্ষেত্রেই।
# প্রতিদিন সূর্যের অথবা বৃষ্টির নিচে ব্যাকপ্যাক কাঁধে ৭-৮ ঘণ্টা করে কঠিন ট্রেক করতে হবে
# রাতে ট্রেকিং করতে হতে পারে
# রান্নাতে সাহায্য করতে হবে
# পথে পানির স্বল্পতা থাকতে পারে
# যেকোনো প্রকারের দুর্ঘটনা যখন তখন হতে পারে
# দয়া করে এই ভ্রমন এড়িয়ে যান, যদি আপনাকে দ্বারা নিম্নাক্ত ধরনের কাজগুলো হতে পারে বলে মনে করেন...
* দলনেতার কথা না মানা
* অভিযোগকারী ধরনের
* দলের হয়ে কাজ না করা
* পরিস্থিতির সাথে খাপ খাওয়াতে না পারা
* দীর্ঘ শারীরিক চাপ ও ব্যাথা সহ্য করতে না পারা
★★ আরো বিস্তারিত জানতে বা কোন প্রশ্ন থাকলে যোগাযোগ করুনঃ
সুজন- 01763306479 / +8801862171947 (WhatsApp)
রনি- +8801825776065
Advertisement

Where is it happening?

আলীকদম, বান্দরবান।, Ukhiya, Barisāl, Bangladesh, Chittagong

Event Location & Nearby Stays:

Icon
Know what’s Happening Next — before everyone else does.
Masud Pervej Sujon

Host or Publisher Masud Pervej Sujon

Ask AI if this event suits you:

Discover More Events in Chittagong

Televerse 1.0
Thu, 20 Nov at 08:00 am Televerse 1.0

Chittagong University of Engineering & Technology(CUET)

ART
Albatross Ultrail 2025
Fri, 21 Nov at 06:00 am Albatross Ultrail 2025

Khagrachhari Hill District

TRIPS-ADVENTURES SPORTS
IOTrix \u2014 Decode the Matrix, Recode the World
Fri, 21 Nov at 08:00 am IOTrix — Decode the Matrix, Recode the World

Chittagong University of Engineering & Technology - CUET

CONTESTS IT
Mr. Chittagong
Fri, 21 Nov at 10:00 am Mr. Chittagong

Chawkbazar, Collage Road, SAF Amin Shopping Mall, 2nd Floor , Shop no: 35, Chittagong, Chittagong Division, Bangladesh

What's Happening Next in Chittagong?

Discover Chittagong Events