আনন্দ উঠান ২০২৪ঃ Anondo Uthan 2024
Schedule
Fri, 13 Sep, 2024 at 11:00 am to Sat, 14 Sep, 2024 at 08:00 pm
Location
MIDAS Center | Dhaka, DA
Advertisement
বছর শেষের কাছাকাছি এসে আমরা প্রতিবার, আগ্রহী উদ্যোক্তাদের নিয়ে আয়োজন করি 'আনন্দ উঠান' এর। এবারের নানাবিধ কারনে আমরা ভেবেছিলাম এই আয়োজন স্থগিত করব। দেশের ক্ষুদ্র ও কুটির শিল্পের এই দূর্যোগে বিশেষত প্রান্তিক তাঁতী ও কারিগরদের কঠিন সময়ে এ আয়োজন করে, আমরা তাদের পাশে থাকতে চাই, সেই সাথে আমাদের উদোক্তারা, পরষ্পরের পাশে দাঁড়ানোর জন্য এ আয়োজন সম্পন্ন করা জরুরী বোধ করছি। এই কাজের প্রত্যয়েই ৩৭ জন উদ্যোক্তা মিলে আবার আয়োজিত হতে যাচ্ছে ‘আনন্দ উঠান’। আমাদের এই আয়োজনে আপনাদের আমন্ত্রণ। আমরা অপেক্ষায় থাকব এখানে- সেপ্টেম্বর ১৩ ও ১৪(শুক্র ও শনিবার), বেলা ১১ টা থেকে রাত ৮ টা। মাইডাস সেন্টার( ১২ তলা), ধানমন্ডি।
Advertisement
Where is it happening?
MIDAS Center, Emk Center, রোড ১৬, ঢাকা, বাংলাদেশ,Dhaka, BangladeshEvent Location & Nearby Stays: