আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে গণভোট
Schedule
Fri, 25 Apr, 2025 at 10:00 am
UTC+06:00Location
শাহবাগ মোড় | Dhaka, DA
Advertisement
আওয়ামী লীগ একটা প্রতিহিংসাপরায়ণ দল। মুজিববাদীদের মেন্টালিটির সাথে তুলনা চলে কেবল জায়োনিস্টদের। এদের কঠোর বিচার ও নিষিদ্ধ না করে যদি তাদের রাজনীতি করতে দেওয়া হয় তাহলে ভবিষ্যতে পরিস্থিতি আরও ভয়াবহ হবে। তারা যদি ২০-২৫ বছর পরেও ক্ষমতায় ফিরে আসে তাহলেও আন্দোলনের ফেস কাউকে ছাড়বে না। যারা একসময় আন্দোলনের সময় লাল প্রোফাইল দিয়েছেন তাদের একে একে খুঁজে বের করবে। লাইফ হেল করে ছাড়বে। লিখে রাখেন।
Advertisement
Where is it happening?
শাহবাগ মোড়, Dhaka, BangladeshEvent Location & Nearby Stays: