অমর একুশে গ্রন্থ উৎসব-২০২৫
Schedule
Tue, 18 Feb, 2025 at 09:00 am to Mon, 24 Feb, 2025 at 07:00 pm
UTC+06:00Location
University of Rajshahi | Rajshahi, RJ
Advertisement
"একটি বই, একটি শিশু, একটি ভবিষ্যৎ"প্রতিপাদ্যকে সামনে রেখে নবজাগরণ ফাউন্ডেশনের উদ্যোগে অমর একুশে গ্রন্থ উৎসব বরাবরের মতো এবারও অত্যন্ত শ্রদ্ধা ও উৎসাহের সঙ্গে আয়োজন করা হচ্ছে। এই উৎসবটি বিশেষভাবে ড. সৈয়দ মুহম্মদ শামসুজ্জোহা স্যারের স্মৃতির উদ্দেশ্যে উৎসর্গ করা হয়েছে। ১৯৬৯ সালের ১৮ ফেব্রুয়ারি, গণ-আন্দোলনের সময় ছাত্রদের রক্ষায় পাকিস্তানি সেনাবাহিনীর গুলি ও বেয়নেটের আঘাতে তিনি নির্মমভাবে শহীদ হন। তাঁর এই আত্মত্যাগ জাতির জন্য এক অনন্য দৃষ্টান্ত এবং আমাদের প্রেরণার উৎস।
বইমেলায় আসুন, জ্ঞানের আলো ছড়ান। বই কিনুন এবং অন্যদের বই কিনতে উৎসাহিত করুন। বইমেলার প্রতিটি বই শুধুমাত্র জ্ঞানের প্রসারে ভূমিকা রাখবে না, বরং সুবিধাবঞ্চিত শিশুদের ভবিষ্যৎ গড়ার জন্য একটি দৃঢ় ভিত্তি স্থাপন করবে। বইমেলা থেকে সংগৃহীত অর্থ ব্যয় করা হবে সমাজের পিছিয়ে পড়া শিশুদের শিক্ষার সুযোগ সৃষ্টিতে। আপনার এই সহযোগিতা শিশুদের জীবনে শিক্ষার আলো ছড়িয়ে দেবে এবং তাদের মুখে হাসি ফুটিয়ে তুলবে।
একটি বই একজন শিশুর জীবনে যে ইতিবাচক পরিবর্তন আনতে পারে, সেই বিষয়টিকে সামনে রেখে এই আয়োজন। জ্ঞানের এই উৎসবটি শুধুমাত্র বই ক্রয়ের মধ্যেই সীমাবদ্ধ নয়, এটি একটি সামাজিক আন্দোলন যেখানে আপনার অংশগ্রহণ একটি সুন্দর ভবিষ্যৎ গড়ে তোলার ভিত্তি স্থাপন করবে।
উল্লেখ্য, নবজাগরণ ফাউন্ডেশন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের দ্বারা পরিচালিত একটি স্বেচ্ছাসেবী সংগঠন। এটি রাজশাহী শহরের নতুন বুধপাড়া বস্তির সুবিধাবঞ্চিত শিশুদের শিক্ষার জন্য কাজ করে। সংগঠনের যাবতীয় খরচ সদস্যদের মাসিক চাঁদা এবং বইমেলার লভ্যাংশ থেকে প্রাপ্ত অর্থ দ্বারা পরিচালিত হয়।
গ্রন্থ উৎসবের সময়সূচি ও স্থান:
তারিখ: ১৮ থেকে ২৪ ফেব্রুয়ারি, ২০২৫
স্থান: শহিদ ক্যাপ্টেন এম মনসুর আলি প্রশাসনিক ভবন (দ্বিতীয় প্রশাসনিক ভবন) চত্বর, রাজশাহী বিশ্ববিদ্যালয়
সময়: সকাল ৯:০০ থেকে সন্ধ্যা ৭:০০ পর্যন্ত
যোগাযোগ:
সভাপতি, নবজাগরণ ফাউন্ডেশন: ০১৭৯৩৯৭৩৩১৭
সাধারণ সম্পাদক, নবজাগরণ ফাউন্ডেশন: ০১৯৯১৮৪০৪৫২
আসুন, এই জ্ঞান-উৎসবে অংশ নিয়ে আমাদের সমাজের সুবিধাবঞ্চিত শিশুদের জন্য একটি সুন্দর ভবিষ্যৎ নির্মাণে ভূমিকা রাখি। বই কিনুন, শিক্ষার আলো ছড়ান, এবং মানবতার সেবায় অংশীদার হোন।
জ্ঞানের আলো ছড়ানোর এই মহৎ উদ্যোগে আপনার অংশগ্রহণ আমাদের লক্ষ্য অর্জনে সহায়ক হবে।
আসুন, একটি বই, একটি শিশু, একটি ভবিষ্যৎ গড়ে তুলি।
Advertisement
Where is it happening?
University of Rajshahi, Rajshahi, BangladeshEvent Location & Nearby Stays: