UCC FRIDAY RIDE #11
Schedule
Fri Jan 17 2025 at 06:30 am to 11:00 am
UTC+06:00Location
Uttara Cycle Care | Dhaka, DA
Advertisement
Friday Ride# 11তারিখঃ ১৭ জানুয়ারি , শুক্রবার, ২০২৪
ছাড়ার স্থানঃ Uttara Cycle Care
হাজিরাঃ সকাল 6:10 মিনিট
রাইড শুরুঃ সকাল 6:30 মিনিট।
গন্তব্য: কারখানা বাজার (নদীর পাড়,গ্রামের প্রাকৃতিক পরিবেশ)
রুট প্লান : উত্তরা - হাউজ বিল্ডিং ফ্লাইওভার -সালনা বাজার (নাস্তার ব্রেক) - কারখানা বাজার
🔻যাওয়া আসার রোড একই হবে ‼
রাইড সমাপ্তি: সকাল 11:00 মিনিট (উত্তরা) ।
দূরত্ব: 60+/- কিমি
যোগাযোগঃ
Omar Faruk : 01316374143
হারুন অর রশিদ : 01843549923
Shahriar Islam : 01928591937
Mohammad Tawhid : 01708799430
Md. Zobayer : 01744488827
◾অবশ্যই মাথার হেলমেট পরিধান করে আসতে হবে,আর যদি পায়ের সু , হাতের গ্লাভস থাকে তাহলে পরিধান করে আসতে হবে ।। এ হেলমেট এর ব্যাপারে ছাড় দেয়া হবে না।
🔊 "আমি নিয়মগুলি পড়েছি এবং এই ঘটনাটির প্রকৃতি বুঝতে পেরেছি। আমি সম্মত হলাম যে আমি নিজের ঝুঁকিতে এই ইভেন্টে প্রবেশ করছি এবং ইভেন্টের সময় আমার নিরাপত্তা ও কর্মের জন্য আমি পূর্ণ দায়িত্ব নেব। এই ইভেন্টে যোগদান করে আমার যদি কোন ক্ষতি হয় তাহলে আমি অথবা আমার পরিবারের সদস্য আয়োজককে দায়ী বা দায়বদ্ধ করবে না। "
-ধন্যবাদ সকলকে
⚠️বিঃদ্রঃ রাইডের আগে সাইকেল ভালো করে চেক করে নিবেন, কোনো রকম প্রবলেম আছে কি না। হেলমেট ছাড়া রাইডে কোনো ভাবে এলাও করা হবে না।
◾Uttara Cycle Community (দু চাকায় ভব ঘুরে, মন ছুটে বহুদুরে)
Advertisement
Where is it happening?
Uttara Cycle Care, House 222, Road - 19, Sector 4,Dhaka, BangladeshEvent Location & Nearby Stays: