RUET Premier League - Season 4

Schedule

Thu, 28 Nov, 2024 at 08:00 am to Fri, 29 Nov, 2024 at 06:00 pm

Location

Central Field, RUET | Rajshahi, RJ

Advertisement
রুয়েট প্রিমিয়ার লিগ - সিজন ৪
প্রতিবারের মতো এবারো শুরু হতে যাচ্ছে, রুয়েট ক্রিকেটে ক্লাব কর্তৃক আয়োজিত রুয়েট প্রিমিয়ার লিগ।
টুর্নামেন্ট এর নিয়মাবলী ঃ
১. ২০/১১/২৪ তারিখের মধ্যে টিমের মালিক ১২০০ টাকা সহ টিমের নাম, প্লেয়ার লিস্ট দিয়ে টিমের রেজিস্ট্রেশন করতে হবে।
২. ফুল পিচ খেলা এবং প্রতি টিমে ৮ জন খেলোয়াড় থাকবে। মাঠে খেলবে ৭ জন।
৩. রুয়েটের চলতি/সাবেক যেকোনো ছাত্র অংশগ্রহণ করতে পারবে,কিন্তু একজন খেলোয়াড় একাধিক টিমে খেলতে পারবে না। রুয়েটের বাহিরের কোনো খেলোয়াড়কে খেলানো যাবে না।ফলস্বরূপ সেই দলকে তৎক্ষনাৎ বাতিল ঘোষণা করা হবে।
৩. খেলা হবে ৬ ওভারে। কোনো ফিল্ড রেস্ট্রিকশন নেই, কোনো পাওয়ার প্লে নেই।
৪. সর্বনিম্ন ৪ জন বোলারকে ব্যাবহার করতে হবে এবং একজন বোলার সর্বোচ্চ দুই ওভার বল করতে পারবে।
৫. নির্দিষ্ট সময়ের পরে মাঠে উপস্থিত হলে শাস্তি স্বরূপ সেই দলের নির্ধারিত ওভার থেকে কিছু বল/ওভার কমিয়ে দেওয়া হবে।
৭.নির্ধারিত সময়ে ইনিংস শেষ করতে না পারলে, স্লো ওভার রেটের জন্য দলীয় ওভার কিংবা রানে প্রভাব পড়বে।
৮. ডানলপ-ক্রিকেট বল(টেপ টেনিস) ব্যবহৃত হবে।
৯.প্রত্যেক দলের নিজস্ব ব্যাট আনতে হবে।
১০. নকআউট টুর্নামেন্ট।
১১.বৃষ্টিজনিত কিংবা অবাঞ্চিত কোন কারনে নির্ধারিত সময়ের কোনো পরিবর্তন হলে তা জানিয়ে দেওয়া হবে।
১১.খেলা ২৮/১১/২৪ ও ২৯/১১/২৪ তারিখে সারাদিন ব্যাপী অনুষ্ঠিত হবে।
১২.মাঠে আম্পায়ার এবং কর্তৃপক্ষের সিদ্ধান্তই চূড়ান্ত।
১৩. ক্লাব থেকে ব্যানড্ প্লেয়ার টুর্নামেন্ট অংশগ্রহণ করতে পারবে না।
টিম রেজিষ্ট্রেশন প্রসেসঃ
১. টিমের নাম।
২. টিম ওনারের নাম, রোল, মোবাইল নাম্বার, ইমেইল এড্রেস।
৩. ৮জন প্লেয়ারের নাম, রোল।
প্রয়োজনীয় তথ্য সহকারে নিম্নে উল্লেখিতদের সাথে যোগাযোগ করুন
1. Md. Golam All Gaffar Tasin (CSE'19)
+8801521573800
https://www.facebook.com/profile.php?id=100009337867397
2. Alif Ahsan Shanto (ME'20)
+8801608159671
https://www.facebook.com/alifahsan.shanto
3. A S M FAYSAL IQBAL (CE'19)
+8801531542694
https://www.facebook.com/faysal.iqbal.545
4. Mobarak Hossain Life (CE'19)
+8801648444119
https://www.facebook.com/profile.php?id=100077491430085
5. Ragib shahariar Rifat (CE'19)
01916386441
https://www.facebook.com/ragibshahariar.rifat.9
6. Masud Alam Sami
(CSE'20)
https://www.facebook.com/masud.sami.3
7. Sohanur Rahman (ME'21)
+8801302575732
https://www.facebook.com/profile.php?id=100082336306473
8. Md. Ahsan Habib Rahi (GCE'21)
+8801893624116
https://www.facebook.com/profile.php?id=100017703968972
9. Naeem Ahmed Noman (GCE'21)
+8801601191107
https://www.facebook.com/profile.php?id=61555615799425
10. Md. ad-al-zakir (EEE'21)
01305718772
https://www.facebook.com/sondhi.salekin
11. Hasibur Hasib (URP'19)
https://www.facebook.com/hasibur.4444

আমরা সকল রুয়েটিয়ান প্রতিযোগিতা ও মিলবন্ধনের মাধ্যমে আমাদের ভ্রাতৃত্ব, সম্মান ও ভালবাসা ছড়িয়ে দেব নিজেদের মাঝে।আপনারা সবান্ধবে আমন্ত্রিত।
Advertisement

Where is it happening?

Central Field, RUET, অগ্রনি স্কুল, রাজশাহী, বাংলাদেশ,Rajshahi, Bangladesh

Event Location & Nearby Stays:

Icon
Know what’s Happening Next — before everyone else does.
\u09b0\u09c1\u09df\u09c7\u099f \u0995\u09cd\u09b0\u09bf\u0995\u09c7\u099f \u0995\u09cd\u09b2\u09be\u09ac

Host or Publisher রুয়েট ক্রিকেট ক্লাব

Ask AI if this event suits you: