R71 joining Rosh Ride (Avizan - 151)
Schedule
Fri Jan 24 2025 at 06:15 am to 11:45 am
UTC+06:00Location
Khilgaon, Dhaka Division, Bangladesh | Dhaka, DA
Advertisement
# শুক্রবার, ১৭, জানুয়ারি, ২০২৫ ইং# রাইড শুরুর সময় > সকাল ৬.৩০ মিনিট থেকে।
# রাইড শুরুর স্থান > খিলগাঁও রেলগেট। (প্লাস পয়েন্ট এর সামনে থেকে)
# গন্তব্য > রস রাইড ইভেন্ট...
# সম্ভাব্য রুট >......
# দূরত্ব (যাওয়া ও আসা) > ৭০ +/- কি.মি।
★★★ রাইড লিড দিবেন...
অন্তর - 01681166161
অপু- 01609900810
মিনাল - 01686422739
★★★ সাথে যা নিয়ে আসবেন >>>
★ হেলমেট (বাধ্যতামূলক),
★ গ্লাভস,
★ ফ্রন্ট লাইট (নাইট রাইডের জন্য বাধ্যতামূলক),
★ ব্যাক লাইট (নাইট রাইডের জন্য বাধ্যতামূলক),
★ পানির বোটল,
★ মাস্ক,
★ টাকা (আপনার প্রয়োজন মত),
★ অতিরিক্ত টিউব, পাম্পার, টুল কিট, প্যাচ কিট, এবং আপনার প্রয়োজনীয় জিনিসপত্র।
★★★ যে কোনো ধরনের পরিস্থিতির কারনে রাইড বাতিল ঘোষনা করা হতে পারে বা রাইডের সময়, গন্তব্য ও রুট পরিবর্তন করা হতে পারে, তাই রাইড শুরুর স্থানের উদ্দেশ্যে রওনা দেওয়ার আগে ইভেন্ট ডেস্ক্রিপশন চেক করুন অথবা এডমিন, মোডারেটরদের সাথে যোগাযোগ করুন।
★★★ রাইডের নিয়মাবলী >>>
★ সিঙ্গেল/ডাবল লাইনে রাইড দিতে হবে।
★ রাইড চলাকালীন সতর্কতামূলক যে কলগুলি দেয়া হয় তা সামনে এবং পিছনে পৌছাতে হবে।
★ রাইডে লিডারের সিদ্ধান্তই চূড়ান্ত বলে মেনে নিতে হবে।
★ রাইড বাতিল, রুট পরিবর্তন করার প্রয়োজন হলে রাইড লিডার তা করতে পারবে।
★★★ "আমি নিয়মগুলি পড়েছি এবং আমি সম্মত হলাম যে রাইডের সকল নিয়মকানুন মেনে চলবো। ছোটো বড় সবার প্রতি যথাযথ সম্মান প্রদর্শন করবো। নিজের এবং গ্রুপের সম্মানহানি হয় এরূপ কোনো কর্মকান্ড থেকে নিজেকে বিরত রাখবো। এবং এই ইভেন্টে যোগদান করে আমার যদি কোন ক্ষতি হয় তাহলে আমি অথবা আমার পরিবারের সদস্য আয়োজককে দায়ী বা দায়বদ্ধ করবে না।"
#রাইডার্স৭১
Advertisement
Where is it happening?
Khilgaon, Dhaka Division, Bangladesh, Dhaka, BangladeshEvent Location & Nearby Stays: