Nestlé Food & Beverage Marketing Fest 4.0 powered by Bakeman's & PUSTI in association with Mojo
Schedule
Fri, 13 Dec, 2024 at 03:00 pm
Location
Renaissance Dhaka Gulshan Hotel | Dhaka, DA
Advertisement
২০২৪ সালে বাংলাদেশের মানুষের খাদ্য ও পানীয় পণ্য কেনার প্রবণতায় সবচেয়ে বেশী পরিবর্তন এসেছে। ডলারের মূল্য বৃদ্ধি, কাঁচামালের দাম বৃদ্ধি, এলসি চ্যালেঞ্জ, আর্থিক খাতে টানাপোড়নে প্রতিনিয়ত বাড়ছে খাদ্যপণ্যের দাম। অন্যদিকে হ্রাস পাচ্ছে ক্রেতাদের ক্রয়ক্ষমতা। কিন্তু খাদ্যপণ্য আমাদের প্রতিদিনের দরকারী দ্রব্য, ক্ষুধা নিবারণের পাশাপাশি পুষ্টি এবং মুখরোচকের ব্যাপার জড়িত এই পণ্যগুলোর সাথে। তাই খাদ্য পণ্যের ব্যবসাকে টিকে থেকে এগিয়ে যেতেই হবে। মার্কেটিয়ারদেরকেও নানারকম ফর্মূলা প্রয়োগ করে যেতে হবে এই দুর্দিনে। এই বিষয়গুলোকে বিবেচনা করে ব্র্যান্ড প্র্যাক্টিশনার্স বাংলাদেশ আয়োজন করতে যাচ্ছে Food & Beverage Marketing Fest 4.0খাদ্য এবং পানীয় ব্যবসায়ের বর্তমান অবস্থায় টিকে থাকা এবং আগামীর সম্ভাবনা নিয়ে সাতটি গুরুত্বপূর্ণ ইনসাইট, কি-নোট এবং প্যানেল আলোচনা করবেন ফুড এন্ড বেভারেজ কোম্পানীর প্রধান নির্বাহী, চিফ মার্কেটিং অফিসার, সেলস ডিরেক্টর, সাপ্লাই চেইন হেড, ম্যানেজিং ডিরেক্টর, মার্কেট রিসার্চার, রেগুলেটরি কর্মকর্তা এবং কমিউনিকেশান ক্ষেত্রের পেশাজীবীবৃন্দ।
আপনি যদি ফুড মার্কেটিং বা ফুড ব্যবসা ফুড মার্কেটিং এর সাথে যুক্ত থাকেন তবে যোগ দিন “ফুড এন্ড বেভারেজ মার্কেটিং ফেস্ট ৪.০”-এ। আনুমানিক ২৫০ জন মার্কেটিং পেশাজীবী এবারের আয়োজনে যোগ দিতে পারবেন।
তারিখ: শুক্রবার, ১৩ ডিসেম্বর ২০২৪
সময়: বিকাল ৩:০০ টা - ১০:০০ টা
ভেন্যু: রেনেসাঁ ঢাকা গুলশান হোটেল
? বিস্তারিত জানতে : 01711400185
Advertisement
Where is it happening?
Renaissance Dhaka Gulshan Hotel, Cross, গুলশান এভিনিউ, ঢাকা, বাংলাদেশ,Dhaka, BangladeshEvent Location & Nearby Stays: