National Environment and Climate Carnival 2024 - Season 03

Schedule

Fri Nov 01 2024 at 08:00 am

UTC+06:00

Location

BRAC University | Dhaka, DA

Advertisement
জাতীয় পরিবেশ ও জলবায়ু উৎসব ২০২৪ - তৃতীয় আসর
#সম্ভাব্য তারিখ: জানানো হবে
#ক্যাটাগরিঃ
প্রাইমারি - ১ম - ৫ম
জুনিয়র - ৬ষ্ঠ - ৮ম
সেকেন্ডারি - ৯ম - ১০ম
হায়ার সেকেন্ডারি - ১১শ - ১২শ
সিনিয়র - স্নাতক/স্নাতকোত্তর
# সেগমেন্ট
১) পরিবেশ অলিম্পিয়াডঃ
এটি পরিবেশ বিজ্ঞানের উপর একটি লিখিত পরীক্ষা। জুনিয়র, সেকেন্ডারি, হায়ার সেকেন্ডারি এবং সিনিয়র ক্যাটাগরী থেকে শিক্ষার্থীরা এই বিভাগে অংশগ্রহণ করতে পারবে। এটি একটি একক সেগমেন্ট। পুরস্কারের জন্য যোগ্য হতে, একজন প্রতিযোগীকে অলিম্পিয়াডে কমপক্ষে ৬০% নাম্বার পেতে হবে। প্রতিটি বিভাগ থেকে সেরা ৩ জনকে পুরস্কারের জন্য বিবেচনা করা হবে।
২) জলবায়ু অলিম্পিয়াডঃ
এটি জলবায়ু সংক্রান্ত একটি লিখিত পরীক্ষা। জুনিয়র, সেকেন্ডারি, হায়ার সেকেন্ডারি এবং সিনিয়র ক্যাটাগরী থেকে শিক্ষার্থীরা এই বিভাগে অংশগ্রহণ করতে পারবে। এটি একটি একক সেগমেন্ট। পুরস্কারের জন্য যোগ্য হতে, একজন প্রতিযোগীকে অলিম্পিয়াডে কমপক্ষে ৬০% নাম্বার পেতে হবে। প্রতিটি বিভাগ থেকে সেরা ৩ জনকে পুরস্কারের জন্য বিবেচনা করা হবে।
৩) পরিবেশ ও জলবায়ু কুইজঃ
জুনিয়র, সেকেন্ডারি, হায়ার সেকেন্ডারি এবং সিনিয়র ক্যাটাগরী থেকে শিক্ষার্থীরা এই বিভাগে অংশগ্রহণ করতে পারবে। এটি একটি গ্রুপ সেগমেন্ট। প্রতি গ্রুপে সর্বোচ্চ ২ জন থাকতে পারবে। পুরস্কারের জন্য যোগ্য হতে, একজন প্রতিযোগীকে অলিম্পিয়াডে কমপক্ষে ৬০% নাম্বার পেতে হবে। প্রতিটি বিভাগ থেকে সেরা ৩ টিমকে পুরস্কারের জন্য বিবেচনা করা হবে। এই সেগমেন্টে ২ টি রাউন্ড হবে। প্রথম রাউন্ডে ৪০ নম্বরের লিখিত পরীক্ষা হবে ৩০ মিনিটের সময়সীমার মধ্যে।
প্রতিটি দলকে পাস করার জন্য কমপক্ষে ৬০% নম্বর পেতে হবে। প্রতিটি বিভাগ থেকে সেরা ৪ টি দল দ্বিতীয় (বাজার) রাউন্ডের জন্য বিবেচিত হবে। দ্বিতীয় রাউন্ড থেকে, প্রতিটি বিভাগ থেকে সেরা ২ দল পুরস্কারের জন্য বিবেচিত হবে।

৪) পরিবেশ বক্তব্য:
জুনিয়র, সেকেন্ডারি, হায়ার সেকেন্ডারি এবং সিনিয়র ক্যাটাগরী বিভাগের শিক্ষার্থীরা এই বিভাগে অংশগ্রহণ করবে। প্রতিটি বিভাগ থেকে, সেরা তিন অংশগ্রহণকারীকে পুরস্কৃত করা হবে। এটি একটি একক সেগমেন্ট। প্রত্যেক অংশগ্রহণকারীকে মাত্র তিন (০৩) মিনিট সময় দেওয়া হবে এবং বক্তব্য বাংলা ও ইংরেজি ২ ভাষাতেই দেয়া যাবে। তবে উভয় ভাষার মিশ্রণ করা যাবেনা।
বক্তব্যের বিষয়:
জুনিয়র - বাংলাদেশে নবায়নযোগ্য শক্তি
মাধ্যমিক - বন্যপ্রাণীর উপর গ্রিন হাউসের প্রভাব
উচ্চ মাধ্যমিক - বাংলাদেশে গ্রীন বিল্ডিং প্রযুক্তির প্রয়োজনীয়তা
বিশ্ববিদ্যালয় - প্লাস্টিক রিসাইকেল - উৎপাদনের একটি নতুন উপায়
বিচারকরা বক্তৃতা, উপস্থাপনা, তথ্য, বিষয়ের প্রাসঙ্গিকতা ইত্যাদির উপর নির্ভর করে বিজয়ী নির্বাচন করবেন।
৫) দেয়াল পত্রিকা
সকল বিভাগের শিক্ষার্থীরা এই সেগমেন্টে অংশগ্রহণ করতে পারবে। ওয়াল ম্যাগাজিনগুলির জন্য নির্ধারিত আকার হল ৫x৪ ফিট। তবে, কেউ যদি এই আকারের চেয়ে ছোট বা বড় একটি দেয়াল পত্রিকা জমা দিতে চান, তারা তা করতে পারেন। দেয়াল পত্রিকা রিপোর্টিং বুথে জমা দিতে হবে। দেয়াল পত্রিকার জন্য কোন নির্দিষ্ট বিষয় নির্ধারণ করা হয়নি, তবে বিষয় অবশ্যই পরিবেশের সাথে সম্পর্কিত হতে হবে। ওয়াল ম্যাগাজিনের পূর্ণ নম্বর – ১০০। শিরোনাম, সম্পাদনা, সৃজনশীলতা, রঙের ব্যবহার, নকশা, উপস্থাপনা, বিষয়, তথ্য, উপাত্ত, হাতের লেখা ইত্যাদির উপর ভিত্তি করে বিচারকগণ নম্বর প্রদান করবেন।
৬) পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন
সেকেন্ডারি, হায়ার সেকেন্ডারি এবং সিনিয়র ক্যাটাগরী বিভাগের শিক্ষার্থীরা এই বিভাগে অংশগ্রহণ করবে। শিক্ষার্থীকে অবশ্যই তাদের পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন ফাইলটি ভেন্যুতে আনতে হবে এবং বিচারকদের সামনে সেই ফাইলটির উপর একটি উপস্থাপনা দিতে হবে। প্রতিটি বিভাগ থেকে সেরা তিনটি উপস্থাপনাকে পুরস্কৃত করা হবে। এটি একটি একক সেগমেন্ট। পাওয়ারপয়েন্ট ফাইলের স্লাইড সংখ্যা ১০ থেকে ২৫ এর মধ্যে হতে হবে এবং সময় দেয়া হবে সর্বোচ্চ ৭ মিনিট।
বিষয় -
সেকেন্ডারি- পরিবেশ সংরক্ষণে শিক্ষার্থীদের দায়িত্ব
উচ্চ মাধ্যমিক- নদী দূষন রোধে আমাদের করনীয়
বিশ্ববিদ্যালয়- পরিবেশ দূষণ ও নিয়ন্ত্রণে কিভাবে সর্বসাধারনকে যুক্ত করা যায়
৭) চিত্রাঙ্কন প্রতিযোগিতা
সকল বিভাগের অংশগ্রহণকারীরা এই বিভাগে অংশগ্রহণ করতে পারবে। প্রতিটি বিভাগ থেকে, সেরা তিন অংশগ্রহণকারীকে পুরস্কৃত করা হবে।
আয়োজক কর্তৃপক্ষ পেইন্টিংয়ের জন্য শুধুমাত্র ড্রয়িং পেপার (কার্টিজ পেপার) প্রদান করবে। অংশগ্রহণকারীদের তাদের নিজস্ব পেইন্টিং সরঞ্জাম আনতে হবে। তারা পেইন্টিং সম্পূর্ণ করতে মাত্র ১ ঘন্টা ৩০ মিনিট পাবেন।
চিত্রাঙ্কন প্রতিযোগিতার বিষয়
প্রাথমিক – পরিবেশ সম্পর্কিত যেকোনো বিষয়
জুনিয়র – বন ও বন্যজীবন
মাধ্যমিক - গ্রীন হাউস এফেক্ট
উচ্চ মাধ্যমিক - নদী দুষন ও এর প্রভাব
সিনিয়র – পরিকল্পিত নগরায়ন
সৃজনশীলতা, রঙের ব্যবহার, বিষয়ের প্রাসঙ্গিকতা ইত্যাদির উপর ভিত্তি করে বিচার করা হবে।
৮) স্ক্রাপবুক
প্রাইমারি, জুনিয়র, সেকেন্ডারি, হায়ার সেকেন্ডারি এবং সিনিয়র ক্যাটাগরির প্রতিযোগীরা অংশ নিতে পারবে এই সেগমেন্ট এ। দলীয় ভাবে অংশ নিতে হবে। এক দলে সর্বোচ্চ ৩ জন থাকতে পারবে। স্ক্রাপবুকের বিষয় পরিবেশ সম্পর্কিত হতে হবে।
৯) পরিবেশবিজ্ঞান প্রকল্প
সকল ক্যাটাগরির অংশগ্রহণকারীরা এই বিভাগে অংশগ্রহণ করতে পারে। প্রতিটি বিভাগ থেকে সেরা তিনটি প্রকল্প পুরস্কারের জন্য বিবেচিত হবে।
১০) কেস-সল্ভিংঃ
জুনিয়র, সেকেন্ডারি, হায়ার সেকেন্ডারি এবং সিনিয়র ক্যাটাগরী থেকে শিক্ষার্থীরা এই বিভাগে অংশগ্রহণ করতে পারবে। এটি একটি একক সেগমেন্ট। প্রতিটি বিভাগ থেকে সেরা ৩ জনকে পুরস্কারের জন্য বিবেচনা করা হবে। । সেগমেন্ট শুরুর ১০ মিনিট আগে টপিক জানানো হবে। আমরা পরিবেশগত সমস্যাগুলি সরবরাহ করব যার যথাযথ সমাধান প্রয়োজন। অংশগ্রহণকারীদের সমস্যা সমাধানের জন্য সর্বোত্তম সমাধান প্রদান করতে হবে।
#নিবন্ধন_প্রক্রিয়া
রেজিস্ট্রেশন ফি: লাঞ্চ ব্যতীত ফি ৩০০ টাকা মাত্র

একবার রেজিস্ট্রেশন ফি দিয়েই একজন প্রতিযোগী তার বিভাগ অনুযায়ী সবগুলো সেগমেন্টে অংশগ্রহণ করতে পারবে। নিবন্ধন অনলাইন এবং অফলাইন উভয় মাধ্যমেই করা যাবে।
রেজিস্ট্রেশনের শেষ তারিখ- ২০শে আগস্ট, ২০২৪ (রাত ১০ টা)।
#নিবন্ধনের_নিয়মঃ
১) অনলাইন রেজিস্ট্রেশন পদ্ধতি-
প্রথমে, অফিসিয়াল মার্চেন্ট নম্বরে রেজিস্ট্রেশন ফি দিতে হবে।
মার্চেন্ট নম্বর - 01313631077
বিকাশ/নগদ/UPAY/ট্যাপ/ওকে ওয়ালেট - এই ৫টি মাধ্যমের যেকোনো একটির মাধ্যমে ফি পাঠাতে হবে।
ফি পাঠানোর সময়, আপনাকে 'সেন্ড মানি' অপশনটি নির্বাচন না করে 'পেমেন্ট' অপশনটি নির্বাচন করতে হবে।
রেফারেন্স দিতে হবে-NEC
কোনো অ্যাপ যদি কাউন্টার নম্বর চায়, তাহলে '1' দিতে হবে।
ফি পাঠানোর পর, সেই লেনদেনের 'ট্রানজ্যাকশন আইডি' (TrxID) এবং যে নম্বর থেকে ফি পাঠানো হয়েছে সেটি সংরক্ষণ করতে হবে।
অনলাইন রেজিস্ট্রেশনের জন্য প্রদত্ত ফর্মে আপনার তথ্য জমা দেওয়ার সময় অবশ্যই ফর্মে উল্লেখিত স্থানে নিবন্ধন ফি এবং যে নম্বর থেকে ফি পাঠানো হয়েছিল তার লেনদেন আইডি উল্লেখ করতে হবে। তারপর রেজিস্ট্রেশনটি সম্পন্ন হবে।
মনে রাখবেন যে, আপনি যদি ফি পাঠানোর সময় 'পেমেন্ট' অপশনে রেফারেন্স কোড না দেন বা আপনি যদি ভুল টাইপ করেন তবে অর্থ গ্রহণ করা হবে না।
আপনি যদি রেজিস্ট্রেশন ফর্মে সঠিক লেনদেন আইডি এবং লেনদেন নম্বর উল্লেখ না করেন তবে নিবন্ধন গ্রহণ করা হবে না। অনলাইন ফর্ম পূরণ করার পর, শিক্ষার্থীরা ইভেন্টের ২ দিন পূর্বে প্রবেশপত্র এবং সময়সূচী পাবে।
অনলাইন রেজিস্ট্রেশন ফর্ম-
https://forms.gle/pzaa4pUG9VMFRiDY9
২) অফলাইন রেজিস্ট্রেশন পদ্ধতি-
(১)- সরাসরি আমাদের অফিসে এসে ফর্মটি পূরণ করে রেজিস্ট্রেশন ফি জমা দিয়ে রেজিস্ট্রেশন সম্পন্ন করা যেতে পারে।
(২) - নিবন্ধন ফি প্রদান করে আমাদের যে কোনো স্বেচ্ছাসেবক/ক্যাম্পাস পরিচালকদের সরাসরি দেওয়া ফর্মটি পূরণ করে নিবন্ধন সম্পন্ন করা যেতে পারে।
(৩) - আমরা ১০০+ শিক্ষা প্রতিষ্ঠানে আমন্ত্রণপত্র এবং নিবন্ধন ফর্ম পাঠাব। সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানের কর্তৃপক্ষ/দায়িত্বশীল শিক্ষক/ক্লাব কর্তৃপক্ষের কাছে প্রদত্ত ফর্মটি পূরণ করে এবং নিবন্ধন ফি প্রদান করে নিবন্ধন সম্পন্ন করা যেতে পারে।
#অন্যান্য_বিধি
১. প্রতিযোগিতার দিন, প্রত্যেক শিক্ষার্থীকে তার প্রাতিষ্ঠানিক ইউনিফর্ম পরে আসতে হবে এবং তার/তার পরিচয়পত্র তার সাথে রাখতে হবে।
২. অনুষ্ঠান শুরুর কমপক্ষে এক ঘন্টা আগে অনুষ্ঠানস্থলে উপস্থিত থাকতে হবে।
৩. রেজিস্ট্রেশন ফি ছাড়া কোন রেজিস্ট্রেশন গ্রহণ করা হবে না।
৪. ক্যালকুলেটর ব্যবহার করা যেতে পারে।
৫. রেজিস্ট্রেশনের মেয়াদ শেষ হওয়ার পর প্রত্যেককে ই-মেইলের মাধ্যমে একটি প্রবেশপত্র পাঠানো হবে। প্রবেশপত্র প্রিন্ট করে প্রতিযোগিতার দিন সঙ্গে আনতে হবে।
# যে সকল কারণে নিবন্ধন বাতিল বলে বিবেচিত হবে -
1. অনলাইন/অফলাইন ফর্মে নিজের সম্পর্কে মিথ্যা তথ্য দিলে নিবন্ধন বাতিল বলে গণ্য হবে।
2. অনলাইন রেজিস্ট্রেশনের সময় ভুয়া লেনদেন আইডি এবং ভুয়া লেনদেন নম্বর প্রদান করলে, নিবন্ধন বাতিল বলে গণ্য হবে।
3. ইভেন্টের দিন, পরীক্ষা বা অন্য কোন বিভাগে কোন অসদাচরণ এবং পরীক্ষার সময় কোন মোবাইল বা বৈদ্যুতিক ডিভাইস ব্যবহার করা হলে, নিবন্ধন বাতিল বলে গণ্য হবে।
4. অনুষ্ঠানের দিন সাথে কোনো ধরনের আগ্নেয়াস্ত্র, সিগারেট বা কোনো নেশাজাতীয় দ্রব্য বহন করলে বা অনুষ্ঠানস্থলে কোনো ঝামেলা সৃষ্টি করলে রেজিস্ট্রেশন বাতিল বলে গণ্য হবে।
5. যদি কোন ছাত্র তার নিজের শিক্ষা প্রতিষ্ঠান বা অন্য কোন শিক্ষা প্রতিষ্ঠানের কোন ছাত্রের প্রতি অসম্মানজনক আচরণ করে, তাহলে তার রেজিস্ট্রেশন বাতিল বলে গণ্য হবে।
6. যদি একজন শিক্ষার্থী অন্য শিক্ষার্থীর বিরুদ্ধে মানসিক বা শারীরিক নির্যাতন, টিজিং বা যৌন হয়রানি করে, তাহলে তার নিবন্ধন বাতিল বলে গণ্য হবে।
7. সব সময় মাস্ক পরা বাধ্যতামূলক। কেউ মাস্ক না পরলে তা রেজিস্ট্রেশন বাতিল বলে গণ্য হবে।
8. যদি কোন ছাত্র ইভেন্টের কোন সম্পত্তির ক্ষতি করে তবে তার রেজিস্ট্রেশন বাতিল বলে গণ্য হবে।
9. যদি কোন ছাত্র ইভেন্টের কোন সম্পদ চুরি করে বা আত্মসাৎ করে, তাহলে তার রেজিস্ট্রেশন বাতিল বলে গণ্য হবে।
10. যদি কোনো শিক্ষার্থী বা অভিভাবক যারা সামাজিক যোগাযোগ মাধ্যম বা অন্য কোনো উপায় ব্যবহার করে অনুষ্ঠানের আগে, পরে বা অনুষ্ঠান চলাকালীন অনুষ্ঠান, আয়োজক কর্তৃপক্ষ, বা ভেন্যু কর্তৃপক্ষ, এবং/অথবা মিথ্যা সম্পর্কে নেতিবাচক মন্তব্য বা বিবৃতি দেয়, তবে নিবন্ধন বাতিল করা হবে।
যদি কোন অংশগ্রহণকারী উপরের কোনটির জন্য দোষী সাব্যস্ত হয়, তবে তাকে ঘটনাস্থল ত্যাগ করতে বাধ্য করা হবে। এ ক্ষেত্রে আয়োজক কর্তৃপক্ষ ও ভেন্যু কর্তৃপক্ষ প্রয়োজনে ওই শিক্ষার্থীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেবে।
#পুরস্কার
১. "পরিবেশ ও জলবায়ু কুইজ" সেগমেন্ট ছাড়া প্রতিটি বিভাগে সেরা ৩ প্রার্থী বা সেরা ৩টি দলকে পুরস্কৃত করা হবে৷
২. প্রত্যেক অংশগ্রহণকারীকে অংশগ্রহণের সনদপত্র দেয়া হবে।
#বিশেষ দ্রষ্টব্য
1. ইভেন্ট রেজিস্ট্রেশন ফি অফেরতযোগ্য.
2. ইয়ুথপ্রেনার নেটওয়ার্ক কার্নিভাল সংক্রান্ত যেকোনো পরিবর্তন, পরিবর্তন, সংযোজন এবং সিদ্ধান্ত নেওয়ার অধিকার সংরক্ষণ করে এবং অন্য কোনো প্রতিষ্ঠান বা ব্যক্তির কাছে কোনোভাবেই দায়বদ্ধ নয়।
Advertisement

Where is it happening?

BRAC University, Street King, ঢাকা, বাংলাদেশ,Dhaka, Bangladesh

Event Location & Nearby Stays:

Nishorgo  I  \u09a8\u09bf\u09b8\u09b0\u09cd\u0997

Host or Publisher Nishorgo I নিসর্গ

It's more fun with friends. Share with friends

Discover More Events in Dhaka

Remians Cultural Club Presents 1st International Cultural Festival'\u0986\u09a8\u09a8\u09cd\u09a6\u09a7\u09be\u09b0\u09be'
Thu Oct 31 2024 at 09:00 am Remians Cultural Club Presents 1st International Cultural Festival'আনন্দধারা'

Dhaka Residential Model College - DRMC

WORKSHOPS ART
Dhaka Splendor 2.0
Thu Oct 31 2024 at 11:00 am Dhaka Splendor 2.0

Banani Puja Field

BUSINESS MUSIC
Hatirjheel 10K Run 2024
Fri Nov 01 2024 at 06:00 am Hatirjheel 10K Run 2024

Hatirjheel Amphitheatre - হাতিরঝিল এম্ফি থিয়েটার

MARATHONS SPORTS
MONSOON CORPORATE CUP GOLF TOURNAMENT 2024
Fri Nov 01 2024 at 09:00 am MONSOON CORPORATE CUP GOLF TOURNAMENT 2024

Kurmitola Golf Club - কুর্মিটোলা গলফ ক্লাব

SPORTS TOURNAMENTS
International Conference on Medical, Biological and Pharmaceutical Sciences
Fri Nov 01 2024 at 09:00 am International Conference on Medical, Biological and Pharmaceutical Sciences

The Olives

BUSINESS CONFERENCES
\u0986\u09b8\u09bf\u09ab \u09ae\u09be\u09b9\u09a4\u09be\u09ac \u09b8\u09cd\u09af\u09be\u09b0\u09c7\u09b0 \u09ae\u09c1\u0995\u09cd\u09a4\u09bf \u099a\u09be\u0987\u270a
Fri Nov 01 2024 at 08:00 pm আসিফ মাহতাব স্যারের মুক্তি চাই✊

ঢাকা জজ কোর্ট

Binary Marathon: Igniting Software Engineers' Health and Code
Sat Nov 02 2024 at 06:00 am Binary Marathon: Igniting Software Engineers' Health and Code

Hatirjheel - হাতিরঝিল

HEALTH-WELLNESS SPORTS
Fabknitters Textile Invitation: Visit My Booth at DIFS Dhaka, Hall A310
Mon Nov 04 2024 at 09:00 am Fabknitters Textile Invitation: Visit My Booth at DIFS Dhaka, Hall A310

China-Bangladesh Friendship International Confarence Center

EXHIBITIONS
Bangladesh Denim Expo
Mon Nov 04 2024 at 12:00 pm Bangladesh Denim Expo

International Convention City Bashundhara (ICCB)

BUSINESS EXHIBITIONS

What's Happening Next in Dhaka?

Discover Dhaka Events