Lisbon
Schedule
Fri Sep 05 2025 at 04:00 am to 05:00 am
UTC+01:00Location
Lisbon, Portugal | Lisbon, LI
Advertisement
লিসবনে ভয়াবহ দুর্ঘটনা: ঐতিহাসিক Glória ফিউনিকুলার লাইন থেকে ১৫ জন নিহত, অনেকে আহতমো রাশেদুজ্জামান, লিসবন, ৩ সেপ্টেম্বর ২০২৫:
পর্তুগালের রাজধানী লিসবনের প্রাণকেন্দ্রে অবস্থিত ঐতিহাসিক Glória ফিউনিকুলার (Ascensor da Glória), আজ বিকাল ৬টায় দুর্ঘটনার শিকার হয়। এই দুর্ঘটনায় এখন পর্যন্ত ১৫ জনের মৃত্যু, এবং ১৮ জন আহত, যার মধ্যে পাঁচজন গুরুতর আহত বলে জানা গেছে  ।
দুর্ঘটনাটি সন্ধ্যায় রেস্টাউরাদোরেস স্কয়ার ও Bairro Alto’র মধ্যে সংযুক্ত ঐতিহাসিক ট্রাম-আকারের এই ফিউনিকুলার লাইনে ঘটেছে। প্রত্যক্ষদর্শীরা জানাচ্ছেন—গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে থাকা একটি ভবনের দিকে ধাক্কা দেয় এবং পড়ে যায়  ।
দুর্ঘটনার পর জরুরি সেবা দল— ৬২ জন উদ্ধারকর্মী ও ২২টি যানবাহন—দক্ষতার সঙ্গে উদ্ধার অভিযান পরিচালনা করে। আহতদের লিসবনের বিভিন্ন হাসপাতালে স্থানান্তর করা হয়েছে, একজন রোগী লাইফ সাপোর্টে রয়েছে ।
পর্তুগালের প্রেসিডেন্ট মার্সেলো রেবেলো দে সোউজা গভীর শোক প্রকাশ করে দ্রুত তদন্ত চেয়েছেন। লিসবনের মেয়র ক্যালোস মোএডাসও দুর্ঘটনাস্থলে পৌঁছে চিন্তিত মর্জাদা জানিয়েছেন  ।
Glória ফিউনিকুলার, যা ১৮৮৫ সাল থেকে কার্যক্রম চালাচ্ছে, এটি পর্তুগালের অন্যতম জাতীয় ঐতিহ্য। এটি রাস্তায় 40 জনের বেশি যাত্রী নিয়ে চলতে পারে  । বর্তমানে দুর্ঘটনার মূল কারণ অনুসন্ধানে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কাজ করছে  ।
কারণ অনুসন্ধানে তদন্ত
লিসবন পরিবহন কর্তৃপক্ষ (Carris) এবং পুলিশ যৌথভাবে দুর্ঘটনার কারণ অনুসন্ধানে একটি তদন্ত শুরু করেছে। প্রাথমিক তদন্তে চালকের অসতর্কতা কিংবা ট্রামের যান্ত্রিক ত্রুটিকে সন্দেহের চোখে দেখা হচ্ছে। কর্তৃপক্ষ ট্রামের ব্ল্যাক বক্স এবং সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছে। দুর্ঘটনার সময় ট্রামের গতি স্বাভাবিকের চেয়ে বেশি ছিল কি না, তাও যাচাই করা হচ্ছে। লিসবনের মেয়র ফার্নান্দো মদিনা ঘটনাস্থলে এসে এই ঘটনাকে অত্যন্ত দুর্ভাগ্যজনক বলে আখ্যা দিয়েছেন।
শহর জুড়ে শোক ও যানজট
এই দুর্ঘটনা লিসবনের জনগণের মধ্যে গভীর উদ্বেগ সৃষ্টি করেছে। সোশ্যাল মিডিয়ায় অনেকেই আহতদের দ্রুত সুস্থতা কামনা করে বার্তা দিচ্ছেন। দুর্ঘটনার কারণে রুয়া দা কনসিয়াও এবং সংলগ্ন এলাকায় তীব্র যানজট সৃষ্টি হয়। পুলিশ জনসাধারণের চলাচলে বিকল্প পথ ব্যবহারের পরামর্শ দিয়েছে। লিসবনের ঐতিহাসিক ট্রামগুলো শহরের ঐতিহ্য ও সংস্কৃতির প্রতীক, তাই এই ধরনের দুর্ঘটনা লিসবনের ট্রাম পরিবহন ব্যবস্থার নিরাপত্তা নিয়ে নতুন করে প্রশ্ন তৈরি করেছে।������
#লিসবন #পর্তুগাল #দূর্ঘটনা #portugal #accident #cr6 #Lisbon
Advertisement
Where is it happening?
Lisbon, PortugalEvent Location & Nearby Stays: