International Mother Language Day’ 2025
Schedule
Fri Feb 21 2025 at 05:00 pm to 09:00 pm
UTC+02:00Location
Valkea Talo | Helsinki, ES
Advertisement
আন্তর্জাতিক মাতৃভাষা দিবস আমাদের ভাষার প্রতি ভালোবাসা ও ত্যাগের এক অনন্য প্রতীক। একুশে ফেব্রুয়ারি আমাদের শিখিয়েছে মাতৃভাষার প্রতি ভালোবাসা ও আত্মত্যাগের মর্ম। এই দিনটি আমাদের মনে করিয়ে দেয়, ভাষা কেবল যোগাযোগের মাধ্যম নয়; এটি আমাদের সংস্কৃতি, ঐতিহ্য, এবং আত্মপরিচয়ের মাধ্যম। মাতৃভাষার মর্যাদা রক্ষা করা যেমন গুরুত্বপূর্ণ, তেমনি অন্যান্য ভাষার প্রতিও শ্রদ্ধাশীল থাকাও প্রয়োজন। ১৯৫২ সালের এই দিনে আমাদের দেশের ভাষা সৈনিকরা বাংলাকে রাষ্ট্রভাষা করার দাবিতে বুকের তাজা রক্ত দিয়ে বাংলা ভাষার অধিকার নিশ্চিত করেন। তাদের এই আত্মত্যাগের স্বীকৃতি হিসেবে ২১শে ফেব্রুয়ারি ২০০০ সালে ইউনেস্কো আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে ঘোষণা করে। বিগত বছরের মতো এবছরও আমরা আমাদের অস্থায়ী শহীদ মিনারে ফুল দিয়ে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাবো। সাথে থাকবে চিত্রাংকন প্রতিযোগিতা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও মেলা। আপনারা সবাই আমন্ত্রিত।
মেলায় সীমিত সংখ্যক স্টল (বই, খাবার ও অন্যান্য) বরাদ্দ দেয়া হবে। স্টলের জন্য যোগাযোগ করুন - 0453455693
Advertisement
Where is it happening?
Valkea Talo, Ilkantie 4,Helsinki, FinlandEvent Location & Nearby Stays: